১৬ই ডিসেম্বর ২০১৬ এ মানিক মিয়া এভিনিউয়ে কেবি রাইডারস আয়োজিত বিজয় র্যা লির শুরুর প্রাক্কালে উন্মোচন করা হয়েছে রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর লিফান ব্রান্ডের কেপিআর১৫০ সিসি মডেলের নতুন তিনটি কালার ভার্সন। তিনটি কালার হচ্ছে রসো ব্লাক, নিনজা গ্রিন, কোরসা হোয়াইট। এখন এই তিনটি কালারের মোটরসাইকেল দেখতে আরো আকর্ষণীয়।
যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে স্পোর্টস মোটরসাইকেলের চাহিদা দিনদিন বাড়ছে। কিন্তু সাধারণ মানুষের সাধ্যের মধ্যে স্বপ্নের স্পোর্টস মোটরসাইকেল হচ্ছে লিফান কেপিআর১৫০। নতুন রং, নতুন স্টিকার জব, রিফাইন ইঞ্জিন, ইম্প্রুভ ব্রেকিং ও নতুন স্পোর্টস ট্রেডের টায়ার থাকছে নতুন এই লিফান কেপিআর১৫০-তে। ফলে বাইকটি দেখতে আরো আকর্ষণীয় যা আপনাকে চেনাবে আলাদা করে সবার মাঝে। রিফাইন ইঞ্জিন ও ইম্প্রুভ ব্রেকিং ও নতুন টায়ার রাইডিং বাড়িয়ে দিবে আস্থা ও আত্নবিশাস। ফলে রাইডার পাবে এক নতুন উত্তেজনার স্বাদ, যা খুজে প্রতিটি বাইকার, এ এক নতুন এক্সিলারেশন যা শেষ হতেই চাইবে না। লিফান কেপিআর১৫০ হচ্ছে বাংলাদেশের সবার সাধ্যের স্পোর্টস বাইক। লিফান কেপিআর১৫০ এর মূল্য ১৯৯,০০০.০০ টাকা, এছাড়াও লিফান কেপি১৫০ ভার্সন.১ ১৪৫,০০০.০০ টাকা, লিফান কেপি১৫০ ভার্সন.২ ১৬৫,০০০.০০ টাকা।
প্রতিটি মোটরসাইকেলে রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দিচ্ছে ২বছর বা ২০,০০০ কিমি ইঞ্জিন ওয়ারেন্টি সুবিধা। সেই সাথে থাকছে ৫বছর পর্যন্ত বিনামুল্যে মেরামত সুবিধা। উল্লেখ্য গ্রাহক সেবায় রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে অন্যতম।
নতুন কালার
১. লাল ও কালো
২. গ্রিন ও কালো
৩. নীল ও হলুদের সাথে সাদা
নতুন স্পোর্টস গ্রাফিক্স
১. উয়িন্ড শিল্ড এ লিফান লোগো
২. সামনের ফেন্ডারে ক্লাব কেপিআর এর লোগো
৩. সামনের শক এব্জরভারে লিফান লোগো
৪. সামনের ও পিছনের রিমে কেপিআর রিম স্টিকার
৫. মাঝের ফেয়ারিং এ লিকুইড কুলড লেখা স্টিকার
৬. নিচের ফেয়ারিং এ লিফান লোগো
৭. উপরের ফেয়ারিং এ নতুন কেপিআর ও ১৫০ লেখা লোগো
৮. সাইড কভারে সিক্স স্পিড লেখা
৯. মাফলার কভার কালো রং করা
১০. হ্যান্ডেল কালো রং করা
১১. পিছনের গ্রিপ কালো রং করা
১২. নাম্বার প্লেট লাইটের উপরে লিফান লোগো