আমরা সকলেই জানি যে লিফান মোটসাইকেল চাইনিজ মোটরসাইকেল গুলোর মধ্যে খুব অল্প সময়ে বাংলাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তারা বিভিন্ন সেগমেন্টের ভিন্ন ভিন্ন মোটরসাইকেল তৈরি করে থাকে এবং সম্পূর্ণ নিজস্ব ডিজাইন দ্বারা মোটসাইকেল গুলো প্রস্তুত করা হয়। লিফান খুব কম দামে তাদের স্টাইলিশ বাইকগুলো গ্রাহকদের নিকট তুলে ধরে, যার ফলে তাদের প্রোডাক্ট গুলো সকল মানুষের নজর কাড়ে। আমদের দেশে তারা তাদের লিফান কেপিআর বাইকটি নিয়ে বেশ বড় ধরণের জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে লিফানের একমাত্র ডিস্ট্রিবিউটর হল রাসেল ইন্ডাট্রিজ লিমিটেড এবং তাদের অবস্থান আরও মজবুত করার জন্য তাদের আগের মডেলের কিছু মোটরসাইকেলের পাশাপাশি
নতুন নতুন কিছু মোটরসাইকেল আমদানি করছে। লিফানের নতুন দুটি মোটরসাইকেল বাজারে আসার পর তাদের মোট ৭ টি মোটরসাইকেল বাজারে পাওয়া যাচ্ছে। আসুন দেখে নেই বাইকগুলোর বর্তমান দাম কত ।
লিফান গ্লিন্ট ১০০
লিফান গ্লিন্ট হল ১০০ সিসি সেগমেন্টের মোটরসাইকেল যেটিতে রয়েছে এয়ার কুলড
৯৯.৯ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনটি ম্যাক্স পাওয়ার ৫.৮ বি এইচ পি এবং ৮ এন এম টর্ক তৈরি করতে সক্ষম। এই ধরণের ইঞ্জিনে সাধারণত পাওয়ার এবং টর্কের ভাল কম্বনেশন থাকে যার ফলে ভাল পারফরমেন্স এর পাশাপাশি ভাল মাইলেজ এবং টপ স্পীড পাওয়া যায়। বাইকটির বর্তমান মূল্য ৯৩০০০ টাকা।
লিফান কেপি মিনি ১৫০
লিফান কেপি মিনি দিয়ে তাদের ১৫০ সিসি সেগমেন্ট শুরু। এই বাইকটি আকারে সামান্য ছোট তবে বাইকটিতে অদ্ভুদ সুন্দর ডিজাইন এবং কালার কম্বিনেশন রয়েছে।লিফান কেপি মিনি বাইকটি ১৪৯ সিসি ইঞ্জিনের সাহায্যে ১২ বি এইচ পি ম্যাক্স পাওয়ার এবং ১১.৮ এন এম টর্ক তৈরি করতে সক্ষম। অন্যান্য ফিচারের সাথে ইঞ্জিন পারফরমেন্স অনেক ভাল। বাইকটির সম্প্রতি মূল্য ১৪৩০০০ টাকা।
লিফান কেপি ১৫০
লিফান কেপি বাইকটি লিফান কেপি মিনি ১৫০ এর থেকে আকারে বড় এবং অনেক স্টাইলিশ একটি বাইক। লিফান কেপি মিনি ১৫০ থেকে এর পাওয়ার এবং টর্ক আরও বেশী উন্নত যার ফলে এর টপ স্পীড এবং মাইলেজ লিফান কেপি মিনি ১৫০ থেকে বেশী। বাইকটির ডাইমেনশন এবং ওজনের ফলে ভাল কন্ট্রোলিং পাওয়া যায়। বাইকটির সাথে আরও রয়েছে এলয় হুইল এবং ডিস্ক ব্রেক। বাইকটির দাম ১৩৫০০০ টাকা।
লিফান কেপি ভার্সন ২
লিফান কেপি ১৫০ এর আপডেট ভার্সন হল লিফান কেপি ভার্সন ২ এবং এই নতুন ভার্সনে কিছু মডিফিকেশন লক্ষ্য করা যায়। নতুন এক্সটারনাল লুক, নতুন ডাইমেনশন, ফিচার, ইঞ্জিন পাওয়ার এই সব কিছু আগের তুলনায় আপডেট করা হয়েছে কিন্তু ব্রেকিং এবং সাসপেনশন আগের মডেলের মতোই রাখা হয়েছে। বাইকটির বর্তমান মূল্য ১৫৫০০০ টাকা।
লিফান কেপিয়ার ১৫০ ২০১৭
আমরা সবাই জানি যে লিফানের এই বাইকটি তাদের অন্যান্য বাইকের তুলনায় সবচেয়ে বেশী বিক্রি হয়েছে এবং এই বাইকটির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ২০১৭ সালে এটি সুন্দর ডিজাইন, নতুন শেড এবং কিছু নতুন ফিচারের সাথে বাজারে আসে। বাইকটিতে ম্যাক্স পাওয়ার ১৪ বি এইচ পি এবং ম্যাক্স টর্ক ১৪.৮ এন এম এর সাহায্যে টপ স্পীড ১৩৫ প্রতি ঘন্টায় এবং মাইলেজ ৫০ কিমি প্রতি লিটার দিতে সক্ষম। ১৫০ সিসি এবং স্টাইলিশ বাইক হিসেবে এর দাম তুলনামূলক অনেক কম। বাইকটির দাম ১৮৫০০০ টাকা।
লিফান কেপিএস ১৫০
লিফান কেপি এস ১৫০ বাইকটি লিফানের একদম নতুন একটি বাইক। বাইকটির কালার কম্বিনেশন এর সাথে এর স্পোর্ট ডাইমেনশন বাইকটিকে অন্য রকম লুক দিয়েছে। নতুন লিফান কেপি এস ১৫০ বাইকটিতে এয়ার কুলড ১৫০ সিসির ইঞ্জিন রয়েছে যেটা ম্যাক্স পাওয়ার ১৪.৭ বি এইচ পি এবং ম্যাক্স টর্ক ১৪ এন এম রয়েছে।বাইকটিতে ৬ টি স্পীড ট্রান্সমিশন গিয়ার এবং পাওয়ার ফুল ব্রেকিং রয়েছে। বাইকটির সাদা-লাল এবং সাদা-নীল এই দুটি কালার বাজারে পাওয়া যাচ্ছে।বাইকটির দাম ১৯৯০০০ টাকা।
লিফান কেপিটি ১৫০
মোটরসাইকেল এর গুরুত্ব আরও বাড়ানোর জন্য রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন নতুন ডিজাইনের লিফান মোটরসাইকেল আমদানী করছে। লিফান কেপিটি ১৫০ একদম ভিন্ন ক্যাটাগরি এবং ভিন্ন ডিজানের একটি বাইক।এই বাইকটি মূলত ট্যুরিং এডভেঞ্চার বাইক। লিফান কেপিটি ইঞ্জিন এবং গিয়ার বক্স বলতে গেলে লিফান কেপি এস ১৫০ এর মত করে তৈরি করা হয়েছে। লিফান কেপি এস এর থেকে এর আলাদা কিছু নেই তবে ডিজাইন এবং আউটলুক লিফান কেপি এস ১৫০ এর থেকে ভিন্ন। বাইকটির বর্তমান মূল্য ২৬৫০০০ টাকা।