গত শনিবার(১৬-০৩-২০১৯) একটি জমকালো স্পোর্টস ইভেন্টের আয়োজন করে টীম মোটরসাইকেলভ্যালী যা মোটরসাইকেলভ্যালীর নিজস্ব প্রাংগন মটোল্যাবে অনুষ্ঠিত হয় একই সাথে এই স্পোর্টস ইভেন্টের স্পন্সর ছিল জনপ্রিয় বাইক ব্রান্ড “লিফান”। এই স্পোর্ট ইভেন্ট “লিফান স্পোর্টস ডে ২০১৯” নামে উল্লেখ করা হয়। উক্ত অনুষ্ঠানে টীম মোটরসাইকেলভ্যালীর প্রতিটা সদস্য উপস্থিত ছিলেন এবং মুল খেলায় খেলোয়াড় হিসেবে অংশ গ্রহন করে শুধুমাত্র মটোল্যাবে বাইক চালানোর প্রশিক্ষন প্রাপ্ত ছাত্ররা।
মটোল্যাব হল মোটরসাইকেলভ্যালীর অন্যতম সহকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে টীম মোটরসাইকেলভ্যালী বেশ কিছু সৃজনশীল প্রকল্প সম্পাদন করে থাকে যা শুধুমাত্র বাইক প্রেমীদের উপকারেই সচেষ্ট না বরং মোটরসাইকেল কোম্পানী গুলার জন্যেও বেশ সক্রিয় ভুমিকা পালন করে আসছে। মটোল্যাবে পরিচালিত প্রকল্পের মধ্যে অন্যতম হল মোটরসাইকেল চালানোর প্রশিক্ষন যা একেবারেই ফ্রি এবং সকলের জন্যে উন্মুক্ত। টীম মোটরসাইকেলভ্যালীর বেশ কিছু এক্সপার্ট মোটরসাইকেল রাইডার উক্ত প্রশিক্ষন পরিচালিত করে থাকে শুধুমাত্র তাদেরকেই প্রশিক্ষন দিয়ে থাকে যারা বাইক চালানো শিখতে আগ্রহী কিন্তু শেখার কোন সুযোগ পান না। মটোল্যাবের প্রশিক্ষকবৃন্দ শুধুমাত্র বাইক চালানো শিখিয়েই ক্ষান্ত হন না বরং ট্রাফিক আইন কানুন এবং একই সাথে ড্রাইভিং লাইসেন্সের জন্যে প্রয়োজনীয় সকল প্রকার প্রশিক্ষন সাথে প্রয়োজনীয় তথ্য দিয়ে বৈধ লাইসেন্স পাওয়ার সকল ব্যবস্থা মটোল্যাবের প্রশিক্ষকবৃন্দ নিয়ে এবং সেবা দিয়ে থাকেন। গেলো ১৬ই মার্চ লিফানের স্পন্সরশীপের বদৌওলতে ৩টি স্পোর্টস ইভেন্ট মটোল্যাব প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল। যারা উক্ত ইভেন্টে অংশগ্রহন করেছিলো সবাই হল মটোল্যাবের বর্তমান বা প্রাক্তন ছাত্র। উক্ত অনুষ্ঠানের মুল উদ্দেশ্য ছিল ছাত্রদের প্রশিক্ষনের অবস্থা নিরুপন করা তার সাথে সবাইকে বিনোদন দেওয়াও।
এই ৩টি স্পোর্টস ইভেন্টের মধ্যে একটি হল জিগজ্যাগ রাইডিং। মুলত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সবাইকেই এই পরীক্ষা দেওয়া লাগে এবং এই ব্যাপারটাকে মাথায় রেখে এই রকম একটি স্পোর্টস ইভেন্টের আয়োজন করা হয়। উক্ত ইভেন্টে প্রথম স্থান অধীকার করেন “এনামুল হক”, দ্বিতীয় স্থান দখল করেন “আশিক মাহমুদ” এবং সবশেষ তথা তৃতীয় স্থান অর্জন করে নেন “শরীফুল ইসলাম”।
এই অনুষ্ঠানের দ্বিতীয় খেলা ছিল “ধীরে বাইক চালানো” যা একজন বাইকারের তার বাইকের ওপর নিয়ন্ত্রন নির্দেশ করে। খেলা শেষে প্রথম স্থান অধিকার করেন মোঃ লালন উদ্দীন, দ্বিতীয় স্থান দখল করেন মোঃ মতিউর রহমান এবং তৃতীয় স্থান দখল করেন মোঃমিজানুর রহমান।
সবশেষ খেলা ছিল বেলুন ব্লাস্ট এবং সবার আগে বলে রাখা ভাল যে এই খেলাটি মুলত আয়োজন করা হয়েছিলো বিনোদনের স্বার্থে কিন্তু এরই সাথে একজনের বাইকারের বাইকের সাথে সক্ষমতার দিকটাও বেশ ভালভাবে পরখ করা হয়ে যায়। এই প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ জিনার আলী, দ্বিতীয় অবস্থানে ছিলেন মোঃ মানিক আলী এবং সবশেষ অর্থাৎ তৃতীয় স্থান দখল করেন মোঃ রুবেল আলী।
সবশেষে সকল উপস্থিত সকল দর্শকদের আনন্দ দেওয়ার স্বার্থে একটা বাইক স্টান্ট শো এর আয়োজন করা হয় এবং এই স্টান্ট শো এর স্টান্ট পারফরমার অন্য কেউ না বরং টীম মোটরসাইকেলভ্যালীর টীম মেম্বার “শাহরিয়ার শাফী” এবং তার সহযোগী হিসেবে ছিলেন মোঃ মোজাফফর হোসেন।
বলা বাহুল্য যে আমরা আশা রাখছি সামনে দিনে আমরা আরও ভালভাবে এই প্রোগ্রাম আয়োজন করতে সচেষ্ট হব যা বৈচিত্রগত দিক থেকে পুর্বের দিনের চেয়েও অনেক ভাল হবে সবদিক থেকে।