বিজয়ের মাসে সুজুকি নিয়ে এলো ধামাকা অফার। বর্তমানে বাংলাদেশের মোটরসাইকেল বাজারে লক্ষ্য করলে দেখা যায় যে প্রায় সব কোম্পানী তাদের সকল মোটরসাইকেলের দাম কমিয়ে গ্রাহকদের হাতের নাগালে নিয়ে এসেছে এতে করে অনেকেই তাদের স্বপ্নের মোটরসাইকেল কিনতে সক্ষম হচ্ছে। সুজুকিও তার ব্যাতিক্রম কিছু করেনি বিজয়ের মাসে গ্রাহকদের সুবিধার্থে তাদের সকল মোটরসাইকেলের দাম কমিয়ে নিয়ে এসেছে। গ্রাহকদের সাধ্যের কথা মাথায় রেখে সুজুকি চেষ্টা করেছে তাদের সকল মোটরসাইকেল গ্রাহকদের হাতে তুলে দেওয়ার। চলুন দেখে নেওয়া যাক সুজুকির ডিসেম্বর মাসের সর্বশেষ দাম।
সুজুকি হায়াতে ১১০ সিসি
সুন্দর গ্রাফিক্স, স্টাইলিশ দেখতে এবং ভালো ফিচারস সমৃদ্ধ বাইক হল সুজুকি হায়াতে। এদিকে এর ইঞ্জিনে রয়েছে ১১২.৮ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন যা ৮.৫৮ বি এইচ পি @ ৭৫০০ আর পি এম ম্যাক্স পাওয়ার এবং ৯.৩ এন এম @ ৫০০০ আর পি এম ম্যাক্স টর্ক তৈরি করতে পারে। বিজয়ের মাসে এর মুল্য ১১৪৯৫০ টাকা।
সুজুকি স্লিংশট ১২৫ সিসি
১২৫ সিসি এর বাইকটির ইঞ্জিন বেশ ভালো শক্তিশালী এবং ভালো মাইলেজ দিতে সক্ষম। বাইকটির দাম আগের মতোই রয়েছে যেটা ১৪৯৯৫০ টাকা।
সুজুকি জি এস ১৫০ আর
১৫০ সিসির এই বাইকটির ইঞ্জিনে রয়েছে এয়ার কুল্ড, ৪ স্ট্রোক ইঞ্জিন যেটা ১৩.৮ বিএইচপি @ ৮৫০০ আরপিএম ম্যাক্স পাওয়ার এবং ১৩.৪ এন এম @ ৬০০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম পাশাপাশি এর মাইলেজ কোম্পানীর দাবি অনুসারে প্রায় ৩৫ কিমি প্রতি লিটারের মতো। বিজয়ের মাসে এর দাম ১৬৯৯৫০ টাকা।
সুজুকি জিক্সার
বর্তমান সময়ের জনপ্রিয় একটি বাইক যেটা প্রায় সকল মানুষের মুখে মুখে শোনা যায়। ১৫৫ সিসি এর বাইকটির ইঞ্জিনে ম্যাক্স পাওয়ার রয়েছে ১৪.৮ পিএস @ ৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক রয়েছে ১৪ এনএম @ ৬০০০ আরপিএম । বাইকটির টপ স্পীড ১৩০ কিমি প্রতি ঘণ্টা এবং মাইলেজ রয়েছে ৪৫ কিমি প্রতি লিটারে। এর দাম এখন ২০৯৯৫০
সুজুকি জিক্সার সিংগেল ডিস্ক এবং ডাবল ডিক্স ডুয়েল টোন কালার
এই বাইকটি ডিজাইন এবং ইঞ্জিনের ফিচারস জিক্সারের মতো তবে বাইকটিতে কিছু কালার কম্বিনেশনের পরিবর্তন এবং ব্রেকিং সিস্টেমে কিছু পরিবর্তন আনা রয়েছে যার ফলে জিক্সারের থেকে আলাদা করা সহজ হয়। ডুয়েল টোন সিংগেল ডিস্কের দাম ২১৯৯৫০ টাকা এবং ডাবল ডিস্কের দাম ২২৯৯৫০ টাকা।
সুজুকি জিক্সার এসএফ সিংগেল ডিস্ক এবং ডাবল ডিস্ক
বডি কিটের ফলে এবং ডিজাইনগত এবং আকৃতিগত কিছু কারণে এই বাইকটি জিক্সারের থেকে আলাদা করা যায় এছাড়া এর ইঞ্জিন জিক্সারের মতোই রয়েছে । সুজুকি এসএফ সিংগেল ডিক্সের দাম ২৩৯৯৫০ টাকা এবং ডাবল ডিস্কের দাম ২৪৯৯৫০ টাকা।
সুজুকি জিক্সার এস এফ মটোজিপি সিংগেল ডিস্ক এবং ডাবল ডিস্ক
এস এফ মডেলের মধ্যে এই বাইকটির কিছু গ্রাফিক্সের পরিবর্তন করা হয়েছে এছাড়া অন্যান্য দিক প্রায় একই রয়েছে। মটোজিপি সিংগেল ডিক্সের দাম ২৪৯৯৫০ এবং ডাবল ডিস্কের দাম ২৫৯৯৫০ টাকা।
সুজুকি এক্সেস
১২৫ সিসির এই স্কুটারটি বেশ ভালো দেখতে এবং ইঞ্জিনের পারফরমেন্স গ্রাহকদের সন্তোষ করার মতোই । এর বর্তমান দাম ১৭৫০০০ টাকা
সুজুকি লেটস
সুজুকির এই স্কুটারটি রয়েছে ১১২.৮ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন যেটা ৬৫ কিমি প্রতি লিটারে মাইলেজ সরবরাহ করতে পারে পাশাপাশি টপ স্পীডও ভালো রয়েছে।এর দাম ১৫৫০০০ টাকা।
সুজুকির এই অফারটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাই আর দেরি না করে আপনার নিকটস্থ সুজুকির শোরুমে নিয়ে পছন্দের বাইকটি লুফে নিন।