বাইকারদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বাংলাদেশের সর্ববৃহৎ মোটরসাইকেল সম্পর্কিত ওয়েব সাইট মোটরসাইকেল ভ্যালী নিয়ে এসেছে এক অনন্য সার্ভিস। মোটরসাইকেল ভ্যালী ওয়েব সাইট ভিজিট করলে দেখতে পারবেন Location একটি অপশন রয়েছে সেখানে প্রবেশ করলে দেখা যাবে বাইকারদের জন্য বিভিন্ন ধরনের অপশন রয়েছে । এখানে আসলে যে সকল ফিচারস আপনারা দেখতে পারবেনঃ-
বাইক অফার
আপনার লোকেশন বাইক সম্পর্কিত কোন অফার রয়েছে কি না সেটা দেখতে পারবেন এই সেকশনে, এখানে শুধুমাত্র আপনার লোকেশনে অবস্থিত বাইক শো-রুমগুলো যে অফার দিচ্ছে শুধুমাত্র সেগুলোই দেখতে পারবেন।
গিয়ার শপ অফার
আপনার লোকেশনে যে সকল গিয়ার শপ রয়েছে সেগুলো বাইকারদের জন্য তাদের পক্ষ থেকে কি কি অফার দিচ্ছে সেগুলো অনায়াসেই দেখতে পারবেন এই অপশনের মাধ্যমে।
বাইক শো-রুম
আপনার নির্দিষ্ট লোকেশনে বাইকের কোন কোন শো-রুম অবস্থিত সেগুলো নাম, ঠিকানা ও ফোন নাম্বার খুব সহজেই পেয়ে যাবেন এই সেকশনে।
গিয়ার শপ
আপনার লোকেশনে অবস্থিত গিয়ার শপ এর নাম , লোকেশন ও ফোন নাম্বারগুলো অনায়াসেই খুজে পাবেন এই সেকশনে।
হোটেল
আপনার নিকটস্থ ভালো মানের হোটেল এর সম্পুর্ন ঠিকানা ও ফোন নাম্বার এই সেকশনে দেওয়া রয়েছে ,চাইলে এখান থেকে পছন্দের হোটেল বুকিং করতে পারবেন।
ইউ ক্যান ভিজিট ( দর্শনীয় স্থান )
আপনার লোকেশন বাইকারদের জন্য কোন কোন দর্শনীয় স্থান রয়েছে যেগুলোতে চাইলেই আপনি একদিনের মধ্যে ভিজিট করে আসতে পারেন।
তেল পাম্প
আপনার নির্দিষ্ট লোকেশনে ভালো মানের পেট্রল পাম্প কোনটা রয়েছে সেটা এখানে উল্লেখ করা থাকবে।
সার্ভিস সেন্টার
আপনার লোকেশনে ভালো মানের যে সার্ভিস সেন্টার রয়েছে সেটার নাম , লোকেশন ও ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে।
বাইকিং গ্রুপ
লোকেশন সেকশনের গুরুত্বপুর্ন একটি ফিচারস হচ্ছে বাইকিং গ্রুপ , আপনার লোকেশনে কোন কোন বাইকিং গ্রুপ রয়েছে তাদের নাম , ঠিকানা ও গ্রুপ এডমিনের নাম্বার দেওয়া আছে যাতে করে দরকারী সব তথ্য পেতে পারেন।
মজাদার খাবার
আপনার লোকেশনে কোথায় কোথায় মজাদার সব খাবার পাওয়া যায় তার সবগুলো তথ্য পেয়ে যাবেন এখানে।
ট্রেনিং সেন্টার
আপনার লোকেশনে যদি কোন বাইক ট্রেনিং সেন্টার থাকে তাহলে সেটার তথ্য পেয়ে যাবেন এই সেকশনে।