Yamaha Banner
Search

2017-01-31
Motorcycles-within-One-Lakh-Taka

গতি আর তারুন্যের মিশ্রন হলো মোটরসাইকেল। আর নি:সন্দেহে যাতায়াতের বাহন হিসেবে খুবই কার্যকরী। শহরে বা গ্রামে, চলাচলের জন্য বাহন হিসেবে আদর্শ। সম্প্রতি প্রায় সবগুলো ব্রান্ডই তাদের মোটরাসাইকেলের দাম কমিয়েছে। হয়তো আগামিতে আরো দামের পরিবর্তন হবে। সে যাই হোক। সম্প্রতি সময়ে বেশ কিছু মানসম্মত মোটরসাইকেল রয়েছে যেগুলো দামে ১লাখ টাকার মধ্যেই। মোটরসাইকেলভ্যালীর এবারের আয়োজনে এমনই কিছু বাইকের তালিকা তুলে ধরা হয়েছে যাদের বর্তমান বাজারমুল্য ১লাখ টাকার মধ্যে।





runner-duranto
রানার দূরন্ত: বাংলাদেশের সবচেয়ে স্বল্পমূল্যের মোটরসাইকেল। সকলের ক্রয়ক্ষমতার মধ্যে মোটরসাইকেলকে আনার প্রচষ্টায় রানার সর্বপ্রথম বাংলাদেশের সবচেয়ে কম খরচের ৮৩সিসির এই মোটরসাইকেলটি বাজারজাত করে। মোটরসাইকেলটির বর্তমান বাজারমূল্য ৫৯হাজার টাকা।





runner-bijoy
রানার বিজয়: ৭হর্সপাওয়ারের ১০০সিসির এই মোটরসাইকেলটির দাম ৭৩হাজার টাকা। এই বাইকটি লিটারে ৫০কিমি পথ পাড়ি দিতে পারে।







dayang-runner-deluxe
ডায়াং রানার ডিলাক্স: বর্তমানে ৮০সিসি সেগমেন্টে অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল। আধুনিক প্রায় সকল সুবিধাযুক্ত এই মোটরসাইকেলের দাম ৭৫হাজার টাকা।







runner-cheeta
রানার চিতা: ১০০সিসি সেগমেন্টের এই মোটরসাইকেলটির দাম মাত্র ৮৫হাজার টাকা। আধুনিক সুবিধাযুক্ত এই মোটরসাইকেলটি কমিউটার হিসেবে চমৎকার।





freedom-runner-trover
ফ্রীডম রানার ট্রোভার: ৫.২কিলোওয়াট ক্ষমতা তৈরীতে সক্ষম ১০০সিসির এই মোটরসাইকেলটি ইতমধ্যেই ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে। বর্তমান দাম ৯০হাজার টাকা।







dayang-runner-bullet-100
ডায়াং রানার বুলেট ১০০: রানারের অন্যতম বেস্ট সেলিং মোটরসাইকেল। দাম, ডিজাইন, পারফরমেন্স, টেকসই সবদিক দিয়ে বিবেচনায় একটি চমৎকার মোটরসাইকেল। দাম মাত্র ৯৭হাজার টাকা।








roadmaster-prime
রোডমাস্টার প্রাইম: ৮০সিসির এই মোটরসাইকেলটিতে আধুনিক প্রায় সব সুবিধা যুক্ত আছে। এলয় হুইল, ইলেক্ট্রিক স্টার্ট, মোবাইল চার্জার ইত্যাদি। দাম মাত্র ৬৪হাজার ৯শত টাকা।







roadmaster-delight
রোডমাস্টার ডিলাইট: আধুনিক ডিজাইন এবং ফীচারযুক্ত ১০০সিসির এই্ মোটরসাইকেলটির দাম মাত্র ৯৪হাজার ৯শত টাকা। দাম, ডিজাইন পারফরমেন্স সব মিলিয়ে দামের সর্বোচ্চ ব্যবহার বলা যেতে পারে।






keeway-magnet-100
কীওয়ে ম্যাগনেট ১০০: ১০০সিসি সেগমেন্টে কীওয়ের জনপ্রিয় মডেল এই মোটরসাইকেলটি। দাম মাত্র ৮৯হাজার ৯শত টাকা।

হোন্ডা সিডি৮০: বাংলাদেশে ৮০সিসি সিগমেন্টে সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল। হোন্ডা ব্রান্ড সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এই মোটরসাইকেলটির দাম মাত্র ৮৬হাজার টাকা।





bajaj-ct100
বাজাজ সিটি১০০: কমিউটার মোটরসাইকেল হিসেবে অতুলনীয়। ৯৯.২৭সিসির ইনজিনটি সর্বোচ্চ ৮.২হর্সপাওয়ার শক্তি তৈরী করতে পারে। বাজাজ ব্রান্ড সব সময়ে তেল সাশ্রয়ী মোটরসাইকেল তৈরী করে। বর্তমান দাম ৯৫হাজার ৫শত টাকা মাত্র।




Tvs-Metro-100-ks
টিভিএস মেট্রো কেএস: ১০০সিসি সেগমেন্টে অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল কমিউটার মোটরসাইকেল হিসেবে এর ব্যবহার অসাধারন। দাম ৯৯হাজার ৯শত টাকা মাত্র।





lifan-glint-100
লিফাণ গ্লিন্ট১০০: ডিজাইন, আরাম, গতি এবং দাম মিলিয়ে চমৎকার একটি মোটরসাইকেল। ১০০সিসির এই মোটরসাইকেলটির বর্তমান দাম ৯৮হাজার টাকা।





znen-goldfish-80cc
জিনান গোল্ডফিশ: এটি মুলত একটি এন্ট্রি লেভেলের স্কুটার। ৮০সিসি ইনজিনটি ৪.২কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পারে। দাম মাত্র ৯৮হাজার টাকা।

জিনান ক্লাসিক: তেল সাশ্রয়ী এই স্কুটারটিও ৮০সিসি। ডিজাইন এবং পারফরমেন্স সন্তোজনক। দাম মাত্র ৯৫হাজার টাকা।

ওয়াল্টন ফিউশন ১২৫ইএক্স: ১২৫সিসি ইনজিনের বাংলাদেশী ব্রান্ডের এই মোটরসাইকেলটির দাম মাত্র ৯৫হাজার ৫শত টাকা।

বর্তমানে মোটরসাইকেলের দাম কিছুটা উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতি মুহুর্তে কারো না কারো দাম পরিবর্তিত হচ্ছে। বর্নিত তালিকার বাইরেও অনেক মোটরসাইকেল/স্কুটার/ইলেক্টিক বাইক রয়েছে যাদের দাম ১লাখ টাকার মধ্যেই। সব বিবেচনায় আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের মোটরসাইকেলটি, লাখ টাকাতেই।

Bike News

Top 3 bikes of Suzuki
2025-04-20

Suzuki is one of Japan's most recognizable motorbike brands renowned for its capable, performance-tuned, and stylish two-wheel...

English Bangla
Yamaha has organized Yamaha FZ25 Test Ride across the country
2025-04-17

Yamaha has organized a test ride of Yamaha's only higher cc bike Yamaha FZ25 in Bangladesh, where not only Yamaha bike users but...

English Bangla
Lifan Bike Price in Bangladesh April 2025
2025-04-13

Lifan is a very well-known bike brand in the biker community in the motorcycle market of Bangladesh and one of the reasons beh...

English Bangla
Yamaha FZ 25CC Bike Pre-Booking Offer is Live
2025-04-12

Yamaha has launched its high-cc bike, the Yamaha FZ 25, in the Bangladeshi market, creating quite a buzz among motorcycle enth...

English Bangla
Yamaha’s High-CC Bikes Finally Hit the Local Market
2025-04-10

The long-awaited Yamaha high-cc bikes are now officially available in the Bangladeshi market. ACI Motors has introduced high-c...

English Bangla

Related Motorcycles

Filter