গত শুক্রবার মোটরসাইকেল এবং এর সকল ধরনের কার্যবলীর ওপর ক্লাস আয়োজিত হয় এবং আয়োজন করে মোটরসাইকেলভ্যালী, তাদের নিজস্ব প্রোজেক্ট “মটোল্যাব” এ। মোটরসাইকেলভ্যালী হলো মোটরসাইকেল বিষয়ক বাংলাদেশে সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো তথ্য সরবরাহকারী ওয়েবসাইট। বর্তমানে মোটরসাইকেলভ্যালী শুধুমাত্র তথ্য সরবরাহ করেই তাদের কার্যক্রমকে সীমাবদ্ধ করছে না বরং বাইক এবং বাইকার একই সাথে বাইকের যাবতীয় কিছু নিয়ে গবেষনা আবার তা বাস্তবে প্রয়োগের উদ্যোগ হাতে নিয়েছে এবং এর ফলশ্রুতিতে “মটোল্যাব” এর জন্ম।
গত বছর মোটরসাইকেলভ্যালী দুইচাকার কার্যক্রমকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার একটি প্রজেক্ট হাতে নেয় যার মাধ্যমে বাইক এবং বাইকার সমুহ সুবিধা বিশেষত বাইকের ব্যাপারে সকল ধরনের তথ্য উপাত্ত ব্যক্তিগতভাবে পাবে এবং এই প্রচেষ্টার অংশই হল “মটোল্যাব”। এখানে একজন রাইডার পাবেন সকল ধরনের তথ্য, প্রশিক্ষন এবং প্রযুক্তিগত সহায়তা এবং বাইকও চালানোর ক্ষেত্রে আইন অনুযায়ী প্রশিক্ষন যা পুর্বে কেউ কখনই পায়নি। মটোল্যাব এর অনেক গুলো কার্যক্রমের মধ্যে অন্যতম হল নতুনদের বাইক চালানো শেখানো এবং সেই প্রতিটা বিষয় নিশ্চিতভাবে প্রশিক্ষনের আওতায় নিয়ে আসা যা একজন বাইকারের নিরাপত্তার জন্যে আবশ্যক। এই বছরের শুরুতে মটোল্যাবের মোটরসাইকেল ট্রেনিং কার্যক্রম শুরু হয় এবং উঠতি ব্রান্ডের মধ্যে অন্যতম “লিফান” (যা “রাসেল ইন্ডাস্ট্রিজ লি:” কর্তৃক আমদানীকৃত) মটোল্যাবের সামগ্রিক কার্যক্রমে সহযোগীতা করে। প্রতি সপ্তাহে ছুটির দিনে আগ্রহীদের নিয়ে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষন দেওয়া হয় যা পরিচালনা করে টীম মোটরসাইকেলভ্যালীর অভিজ্ঞ রাইডারগন এবং প্রশিক্ষনার্থিদের সফলতাও চোখে পড়ার মত। গত শুক্রবার মটোল্যাবে একটি থিওরি ক্লাসের আয়োজন করা হয় মুলত প্রশিক্ষনার্থিদের উদ্দ্যেশেই এবং এর মুল বিষয় ছিল তাদের প্রকৃত তথ্য, প্রযুক্তিগত বিষয় এবং ট্রাফিক আইন নিয়ে তাদের বিস্তারিত ধারনা দেওয়া যা প্রতিটা বাইকারের জানা অতি জরুরী, বিশেষত যারা প্রতিনিয়তি বাইক নিয়ে যাতায়াত করেন।
উক্ত ক্লাসে মোটরসাইকেলভ্যালীর বিজনেস ডেভেলপার মোস্তাফিজুর রহমান তার বক্তৃতায় মোটরসাইকেলের কিছু মৌলিক বিষয়ের ব্যাপারে আলোকপাত করেন একই সাথে মোটরসাইকেলের ইতিহাস, বর্তমান উঠতি বাজার, বর্তমান চাহিদার সাথে বাইকের ভাল দিকসমুহ এবং আরও অনেক কিছু। তিনি একটি বাইকের কিছু প্রযুক্তিগত ও বডি পার্ট নিয়েও সাধারনভাবে আলোচনা করেন। কন্টেন্ট ডেভেলপার ও মোটরসাইকেলভ্যালীর টেস্ট রাইডার “জনাব আসিফ রেজা” কিছু জরুরি বিষয় উপস্থিত বাইকারদের সামনে তুলে ধরেন যা একজন বাইকার হিসেবে জানা আবশ্যক। তিনি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা করেন এবং কিছু টেকনিকাল দিকও তার বক্তব্যে উঠে আসে। অতপর “মটোল্যাব” এর প্রজেক্ট অফিসার জনাব মেহেদী হাসান উপস্থিত প্রশিক্ষনার্থিদের সাথে কিছু তথ্য বিনিময় করেন। তিনি তাদের বিভিন্ন রোড সিগন্যাল, ট্রাফিক রুলসের ধারনা দেন যা তাদের বাইক চালানোর সময় অবশ্যই দরকার।
বলা ভাল যে এসকল কার্যক্রম সবই একটি চলমান প্রক্রিয়া যা সামনের দিনে আরও সুন্দরভাবে ও বিষদভাবে একই সাথে বৃহৎ আকারে অনুষ্ঠিত হবে যা টীম মোটরসাইকেলভ্যালী আয়োজন করবে।