১লা জানুয়ারী ২০১৮ তারিখে শিক্ষার্থী সংগ্রহ ও ভর্তির মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে শুরু হয় মোটরসাইকেলভ্যালীর ফ্রী মোটরসাইকেল ড্রাইভিং ট্রেনিং স্কুল। ১২ জানুয়ারী ২০১৮ তারিখে মোটরসাইকলভ্যালীর নিজস্ব মাঠে শিক্ষার্থীদের জন্য ট্রেনিং কার্যক্রমটি শুরু হয়। শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে ট্রেনিং কার্যক্রমটির প্রয়োজনীয়তা, উদ্দেশ্য এবং পরিধি তুলে ধরেন মোটরসাইকেলভ্যালীর ফাউন্ডার এবং সিইও জনাব আবু সাঈদ মাহমুদ হাসান।
ট্রেনিং এর প্রথমদিনে মোটরসাইকেলের পরিচিতি এবং চালানোর প্রাথমিক প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের ধারনা প্রদান করা হয়।
বাইকারদের জন্য সচেতনতামূলক এই সামাজিক কার্যক্রমে মোটরসাইকেলভ্যালীর সংগে সক্রিয়ভাবে অংশীদার হয়েছেন জনপ্রিয় মোটরসাইকেল ব্রান্ড লিফান এবং এর আমদানীকারক রাসেল ইন্ডাস্ট্রীজ লি:। ফ্রী মোটরসাইকেল ড্রাইভিং ট্রেনিং কার্যক্রমে প্রাথমিকভাবে ব্যবহার করা হচ্ছে লিফান গ্লিন্ট ১০০সিসি মোটরসাইকেল।
শুরুর কথা-
ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালানো দন্ডনীয় অপরাধ। মোটরসাইকেল চালানোর সময় সংগে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামুলক। এছাড়াও সড়কপথে চলাচলের জন্য রয়েছে নির্ধারিত নিয়মকানুন। অমান্যে গুনতে হয় মোটা অংকের জরিমানা। তাই প্রয়োজন, মোটরসাইকেল চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি ট্রাফিক আইন সম্পর্কে সঠিক জ্ঞান। এছাড়াও নিরাপত্তার জন্য প্রয়োজন মোটরসাইকেল মেরামত সম্পর্কে প্রাথমিক ধারনা।
সকল মোটরসাইকেল চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ যারা মোটরসাইকেল চালানো শিখতে চান তাদেরকে সঠিক নিয়ম কানুন অনুসারে মোটরসাইকেল চালানো শেখাসহ ট্রাফিক আইন এবং ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে যে সমস্ত বিষয় জানা জরুরী, সেসকল বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে বাংলাদেশে এই প্রথম মোটরসাইকেলভ্যালী পরিপূর্নভাবে ট্রেনিং কার্যক্রম হাতে নিয়েছে।
ট্রেনিং এ যে সকল বিষয় শেখানো হবে
-মোটরসাইকেল ড্রাইভিং
-মোটরসাইকেলের বিভিন্ন অংশের পরিচিতি
-বিভিন্ন অংশের যত্ন
-ট্র্যাফিক সিগন্যাল ও নিয়ম কানুন সম্বন্ধে ধারণা
-ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সম্পর্কে ধারনা
মোটরসাইকেল ড্রাইভিং ট্রেনিং এর পাশাপাশি সেখানে এডভেঞ্চার প্রিয় রাইডারের জন্য রাইডার্স জোন, স্টান্ট জোন, মোটরসাইকেল ব্রান্ডগুলোর জন্য বাইক মেলা প্রাংগন এবং মোটরসাইকেল পরিচিতিমুলক টেস্টরাইড জোন তৈরীর কাজ চলছে।