বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের তো বটেই সাধারন বাইকারদের প্রিয় সঙ্গী মোটরসাইকেলভ্যালীর পথচলা ছয় বছর পার করে এবার পা রেখেছে ৭ বছরে। শতভাগ পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে অর্ধ যুগ পার করার এই অধ্যায়। মোটরসাইকেলের তথ্য, দাম, সংবাদ, শোরুমের ঠিকানা, ব্যবহারকারীর মতামত তথা বাংলাদেশের মোটরসাইকেল নিয়ে গঠনমুলক পরিবর্তনের সরব সঙ্গী মোটরসাইকেলভ্যালী । মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায় তা নিয়েই নিরপেক্ষ মোটরসাইকেলভ্যালীর পথচলা।
আজ(২৫-০১-২০১৮) বিকেল ৩টায় মোটরসাইকেলভ্যালীর অফিস প্রাংগনে মোটরসাইকেলভ্যালীর ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে অনুষ্ঠান এবং বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টীম মোটরসাইকেলভ্যালীর সদস্যবৃন্দ (ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহন করেন মোটরসাইকেলভ্যালীর এসিস্ট্যান্ট এডিটর জনাব মিকদাদ বিন হক এবং হেড অফ ডিজিটাল মার্কেটিং জনাব আব্দুল্লাহ আল নোমান)।
বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। কোরআনে কালাম থেকে তেলাওয়াত করেন মোটরসাইকেলভ্যালীর হেড অফ ডিজিটাল মার্কেটিং জনাব আব্দুল্লাহ আল নোমান।
মোটরসাইকেলভ্যালীর বার্ষিক সাধারন সভার সুচনা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপার জনাব মোস্তাফিজুর রহমান। তার বক্তব্যে তিনি বলেন – “বাংলাদেশের সর্বপ্রথম মোটরসাইকেল বিষয়ক ওয়েবসাইট মোটরসাইকেলভ্যালী প্রতিষ্ঠালগ্ন থেকেই বাইকারদের জন্য অনলাইন ভিত্তিক নতুন নতুন তথ্য সরবরাহ ও সুবিধা প্রদানের ক্ষেত্রে অগ্রগামী ভুমিকা পালন করে যাচ্ছে এবং আগামিতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে। বাইক সংক্রান্ত সর্বশেষ তথ্য, বাইকারদের মতামত, বাইক সংক্রান্ত সংবাদ ইত্যাদির পাশাপাশি দুটি বাইকের মধ্যে তুলনামুলক তথ্য, পুরাতন বাইক কেনাবেচার সুযোগ এবং আরো অনেক কিছুর সন্নিবেশ ছিলো বিগত সময়গুলো। এবং আগামিতে আরো নতুন আংগিকে মোটরসাইকেলভ্যালী বিভিন্নভাবে তথ্য সরবরাহ এবং নতুন নতুন প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের মোটরসাইকেল জগতে অগ্রণী ভূমিকা পালন করবে।“
মোটরসাইকেলভ্যালীর চীফ এডিটর জনাব মাহমুদ রিয়াদ তার বক্তব্যে বলেন – “২০১২ সালের ২৫শে জানুয়ারী শুরু হওয়া বাংলাদেশের সর্বপ্রথম মোটরসাইকেল বিষয়ক ওয়েবসাইট মোটরসাইকেলভ্যালী ডট কম হাটিহাটি পা পা করে অর্ধযুগ পেরিয়ে ৭ম বছরে পদার্পন করলো। তিনি বলেন সামগ্রিক টীম ওয়ার্ক এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মোটরসাইকেলভ্যালী জনপ্রিয়তায় বাংলাদেশে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। পরিনত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় মোটরসাইকেল সংক্রান্ত তথ্য ভান্ডারে। মোটরসাইকেলভ্যালী সামনের দিনগুলিতে আরো আন্তরিকতার সাথে বাইক এবং বাইকারদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য ও উপকরন সুন্দরভাবে উপস্থাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।“
মোটরসাইকেলভ্যালীর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব আবু সাঈদ মাহমুদ হাসান তার বক্তব্যে বলেন – “বিগত সময়গুলোর মতো মোটরসাইকেলভ্যালী আগামিতেও বাংলাদেশের মোটরসাইকেল সেক্টরে নব উদ্যোমে কাজ করে যাবে”। তিনি আরো বলেন “নতুন প্রচেষ্টার অংশ হিসেবে মোটরসাইকেলেরভ্যালীর প্রতিষ্ঠিত মটোল্যাব কার্যক্রমকে ২০১৮ সালে এগিয়ে নিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন”। উল্লেখ্য, “মটোল্যাব” সম্পুর্ন ভিন্ন মাত্রার এবং বাংলাদেশের সর্বপ্রথম বাইক এবং বাইকারদের উদ্দেশ্যকরে শুরু হওয়া একটি প্রকল্প, যেখানে ফ্রী মোটরসাইকেল ট্রেনিং, বাইকারদের জন্য বাইক সংক্রান্ত বিনোদনের ব্যবস্থা, বাইক স্টান্ট জোন, বাইক ট্রাভেলাদরদের জন্য ট্রাভেলার্স জোন, মোটরসাইকেল টেস্টিং জোন এবং মোটরসাইকেল মেলা প্রাংগন।
সভায় সকল সদস্যের সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে ২০১৮ সালের কার্যপ্রনালী নির্ধারন করা হয়।
সফলতার সাথে ৬বছর অতিক্রম করে ৭ম বর্ষে পদার্পন করায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করা হয় এবং কেক কেটে উদযাপন করা হয়।