Yamaha Banner
Search

রেসিং জগতে মটোরেক্সের যত জয়

2024-07-01

রেসিং জগতে মটোরেক্সের যত জয়

motorexs-achievements-in-racing-big-1719831465.webp



Motorex একটি শতবর্ষী সুইস পারিবারিক মালিকানাধীন ব্র্যান্ড যা পণ্যের গুণমানের মাধ্যমে কাস্টমারদের আস্থা অর্জন করেছে। এটি মূলত একটি লুব্রিকেন্ট কোম্পানি, যা বুচার পরিবার প্রায় ১০০ বছর ধরে পরিচালনা করে আসছে। সুইজারল্যান্ডের বিখ্যাত Motorex বর্তমানে বিশ্বের ৯৪টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।

মটোরেক্স বিভিন্ন রেসিং ইভেন্টে ব্যাপকভাবে জড়িত। MOTOREX বিভিন্ন ম্যানুফ্যাকচারার এবং রেসিং টিমের সাথে পার্টনারশীপ করেছে, যাতে তারা পেশাদার এবং অপেশাদার ক্রীড়াবিদদের মোটরসাইকেল রাইডিংয়ের ক্ষেত্রে সর্বোত্তম পণ্য এবং আধুনিক এক্সপার্টিজ সরবরাহ করতে পারে। MOTOREX লুব্রিকেন্ট ব্যবহার করে বিভিন্ন রাইডার এবং টিম আন্তর্জাতিক মোটরসাইকেল ফেডারেশন (FIM) আয়োজিত ১০০টিরও বেশি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছে। চলুন দেখে নেই রেসিং জগতে মটোরেক্সের উল্লেখযোগ্য জয় সমূহ।


ktm-and-motorex-the-dynamic-duo-of-the-racing-industry-1719831667.webp
কেটিএম এবং মটোরেক্স: রেসিং ইন্ডাস্ট্রির ডায়নামিক ডুয়ো:
মটোরেক্সের রেসিং সাফল্যের সবচেয়ে বড় অংশীদার হচ্ছে কেটিএম।প্রায় ২ যুগের‌ও বেশী সময় ধরে গ্লোবাল রেসিং ইভেন্টসগুলো ডমিনেট করে আসছে কেটিএম এবং মটোরেক্স। বিশ্বের মোটরবাইক জগতের অন্যতম সাকসেসফুল ব্র্যান্ড এবং স্পেশালিস্ট লিডিং লুব্রিকেন্ট কোম্পানিটি ২০০৩ সালে পার্টনারশীপ শুরু করে এবং তারা একত্রে “স্টেইট অফ দি আর্ট ইনফ্রাস্ট্রাকচার’’ গঠন করেছে। যেটি স্পেসিফিক সিচুয়েশনের জন্য লুব্রিকেন্ট সলিউশন উৎপাদন করতে সক্ষম।

every-month-around-32000-liters-of-motorex-engine-oil-are-used-in-ktm-machines-1719831695.webp
প্রতি মাসেই প্রায় ৩২০০০ লিটারের মতো মটোরেক্স ইন্জিন ওয়েল কেটিএম মেশিনগুলোতে ব্যবহৃত হয়। বিগত বছরগুলোতে প্রায় ২.৪ মিলিয়ন স্টক মোটরসাইকেল মটোরেক্সের মাধ্যমে ফিল হয়ে বাজারে এসেছে। এজন্য‌ই কেটিএম মটোরেক্সকে তাদের বাইকের ক্ষেত্রে “First Fill” হিসেবে সম্বোধন করে থাকে।

motorexs-first-class-solutions-1719831838.webp
২০০৩ সালে কেটিএম মোটরসাইকেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে যাত্রা শুরু করে তখন মটোরেক্স ১২৫ সিসি ক্লাসে তাদের টেকনিক্যাল পার্টনার হয়। শুরুর বছরেই কেটিএম
মালয়েশিয়াতে তাদের প্রথম পোডিয়াম ফিনিশ অর্জন করতে সক্ষম হয়। এরপরের বছরেই ২০০৪ সালে কেসি স্টোনার কেটিএমের হয়ে প্রথম জয় ছিনিয়ে আনেন। KTM 125 FRR এ কেটিএমের স্লিম অরেন্জ ফেইরিং এর সাথে মটোরেক্সের গ্রীণ লোগোর কম্বিনেশন সেসময় রেসট্র্যাকে একটি আলাদা ভাইব তৈরী করতে সক্ষম হয়েছিল।

এরপর থেকে এই ডুয়ো কে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০ বছরের‌‌ও বেশী সময়ের এই পার্টনারশিপে তারা ১২২+ টি এফ‌আইএম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ জয় করেছে এবং প্রতিনিয়ত বিভিন্ন রেসিং ইভেন্টে তাদের সাফল্যগাথা রচনা করে যাচ্ছে। সর্বশেষ তারা Kevin Benavides এর হাত ধরে (Red Bull KTM Factory Racing) Ralley Dakar Moto রেসিং এ জয়লাভ করেছে।

মটোরেক্সের ফার্স্টক্লাস সলিউশনস এপর্যন্ত সবমিলিয়ে কেটিএমের আর্কাইভে ৩৩০ টির মতো FIM WORL TITLE অর্জন করতে সহায়তা করেছে এবং Enduro ও MXGP সহ AMA Supercross, AMA Pro National Motocross and MotoGP™, Moto3™ and Moto2™ তে পোডিয়াম ফিনিশ এনে দিয়েছে। এজন্য মটোরেক্স লুব্রিকেন্টকে #raceproven আখ্যা দেওয়া হয়ে থাকে। (কেটিএম প্রিমিয়ার ক্লাসে জয় লাভ করে ২০১০-২০১৪,২০১৭,২০১৮,২০২১ সালে এবং MX2 championship জয় করে ২০০৪,২০০৮-২০১৪,২০১৬-২০২০ এবং ২০২২)

husqvarna-partnership-and-immediate-success-with-motorex-1719831870.webp
Husqvarna এর সাথে পার্টনারশীপ এবং শুরুতেই বাজিমাত:
সুইডিশ ব্র্যান্ড Husqvarna ২০১৮ সালে মটোরেক্সের সাথে পার্টনারশীপে আবদ্ধ হয় এবং ঐ বছরেই মাত্র কিছু মাস পরেই তারা একত্রে দুটি AMA SX টাইটেল জিতে নেয়। এই চ্যাম্পিয়নশিপ বিজয়টি ছিলো সুইডিশ ব্র্যান্ড Husqvarna ব্র্যান্ডের ১১৫ বছরের ইতিহাসে প্রথম AMA সুপারক্রস শিরোপা।

অপরদিকে এটি ছিলো মটোরেক্সের চতুর্থ ধারাবাহিক AMA সুপারক্রস চ্যাম্পিয়নশিপ। Rockstar Energy Husqvarna Factory Racing-এর জেসন অ্যান্ডারসন এবং জ্যাক অসবোর্ন শিরোপাগুলি জিতে নেন। এর আগের তিন বছরে KTM-এর রায়ান ডুঞ্জি তিনটি চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন যেটির সাথেও মটোরেক্স সংযুক্ত ছিলো।
মটোরেক্সের উইনিং মেন্টালিটি সম্পর্কে এই জয়গুলো থেকে ধারণা পাওয়া যায়।


record-breaking-12-world-motorcycle-championship-titles-in-2022-1719831920.webp
২০২২ সালে ১২টি বিশ্ব মোটরসাইকেল চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের রেকর্ড!:

MOTOREX: ২০২২ সালে তাদের সবচেয়ে সফল মৌসুম উদযাপন করে। এবছর তারা চারটি বিভাগে মোট ১২টি FIM-অনুমোদিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে নেয়।। এই অর্জন তাদের মোট শিরোপার সংখ্যা ১৫২ তে নিয়ে যায়।

ENDURO: আন্দ্রেয়া ভেরোনা EnduroGP এবং Enduro1 বিশ্ব চ্যাম্পিয়নশিপ, উইল রুপরেখ্ট Enduro2 শিরোপা এবং বিলি বোল্ট SuperEnduro চ্যাম্পিয়ন হয়েছেন। অপরদিকে ম্যানুয়েল লেটেনবিচলার হার্ড এন্ডুরো বিশ্ব চ্যাম্পিয়নশিপ হন।

MOTOCROSS: টম ভিয়ালে MX2 বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ন্যান্সি ভ্যান ডি ভেন মহিলাদের মোটোক্রস বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং গিয়ান ডোয়েনসেন ৮৫সিসিতে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হন।

ROAD RACING: অগাস্টো ফার্নান্দেজ Moto2 বিশ্ব চ্যাম্পিয়নশপ, এবং ইজান গুভেরা Moto3 শিরোপা জিতে নেন।

RALLEY: স্যাম সান্ডারল্যান্ড বিশ্ব র‍্যালি-রেইড চ্যাম্পিয়নশিপে বিজয়ী হন।

SUPERMOTO: মার্ক-রেইনার শ্মিড্ট S1GP সুপারমোটো বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেন।

এইসব ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জয়ের মাধ্যমেই বোঝা যায় মটোরেক্সের প্রত্যেক প্রোডাক্টের‌ই গুণগতমান ঠিক কতটা উন্নত।


good-news-for-the-biking-community-in-bangladesh-1719831946.webp
বাংলাদেশের বাইকিং কমিউনিটির জন্য সুখবর হচ্ছে
আপনারা এখন মটোরেক্সকে হাতের নাগালেই পেয়ে যাবেন।বাংলাদেশের রাইডারদের কথা বিবেচনা করে মটোরেক্সকে দেশের বাজারে নিয়ে এসেছে রয়েল এন্টারপ্রাইজ। মটোরেক্সের সকল প্রোডাক্টের প্রাইস এবং ডিটেইলস জানতে এখানে ক্লিক করুন।(https://www.motorcyclevalley.com/oil/brand/motorex)

Bike News

Yamaha has organized Yamaha FZ25 Test Ride across the country
2025-04-17

Yamaha has organized a test ride of Yamaha's only higher cc bike Yamaha FZ25 in Bangladesh, where not only Yamaha bike users but...

English Bangla
Lifan Bike Price in Bangladesh April 2025
2025-04-13

Lifan is a very well-known bike brand in the biker community in the motorcycle market of Bangladesh and one of the reasons beh...

English Bangla
Yamaha FZ 25CC Bike Pre-Booking Offer is Live
2025-04-12

Yamaha has launched its high-cc bike, the Yamaha FZ 25, in the Bangladeshi market, creating quite a buzz among motorcycle enth...

English Bangla
Yamaha’s High-CC Bikes Finally Hit the Local Market
2025-04-10

The long-awaited Yamaha high-cc bikes are now officially available in the Bangladeshi market. ACI Motors has introduced high-c...

English Bangla
Bajaj Bike Price in Bangladesh April 2025
2025-04-10

Bajaj is a motorcycle brand name that is comfortable for all categories of bikers and bike lovers in Bangladesh. Each model is...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter