MRF যার নাম ডাক বাংলাদেশ তথা সারা বিশ্বে ব্যাপক রয়েছে এবং এই কোম্পানী গ্রাহকদের আস্থাকে সম্মান জ্ঞাপন করে তাদের প্রডাক্টের গুনে মানে কোন আপোষ করে না। MRF শুধু টায়ার উৎপাদনই করে না তাদের প্রডাক্ট লাইনে টায়ার বাদেও অনেক প্রডাক্ট রয়েছে যেমন ট্রেড এবং টিউব, খেলাধুলার সরঞ্জাম, রঙ এবং খেলনা । ভারতের সবচেয়ে বড় টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে, MRF সবসময় ব্যবহারকারী এবং শিল্পের জন্য কিছু ভালো করার চেষ্টা করে। এই আবেগ এবং উদ্যম থেকে MRF সম্প্রতি উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের জন্য নতুন “স্টিল ব্রেস র্যাডিয়াল টায়ার নিয়ে এসেছে ।
গত ২২ মে ২০২৪ রোজ বুধবার আনুষ্ঠানিক ভাবে এই টায়ার বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে টায়ার জগতে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েল এন্টারপ্রাইজ এর হাত ধরে। রয়েল এন্টারপ্রাইজ আশাবাদী যে বর্তমান সহ আগামীতে আসা হাই সিসি বাইক সমুহ ও স্পোর্টস কমিউটার সেগমেন্টের বাইকের জন্য STEEL BRACE Radial ভালো পারফরম করবে।
জানা গেছে MRF এর রিসার্চ ও ডেভেলপমেন্ট টিম বিগত কয়েক বছর ধরে টায়ারের পারফরমেন্স বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করেছে তারই ফল STEEL BRACE Radial tyre.
STEEL BRACE Radial Tyer এর গুরুত্বপুর্ন ফিচারস সমূহ:
- ডাইনামিক প্রোফাইল
- উন্নত গ্রিপ
- চাপ শোষণ এবং দ্রুত স্টিয়ারিং রিএকশন ক্ষমতা সম্পন্ন
- প্রশস্ত কন্ট্যাক প্যাচ
- উন্নত ট্রেড প্যাটার্ন
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে এই টায়ারের চাহিদার দিক থেকে ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং আশা করা যাচ্ছে যে দেশের বাজারে হাই সিসি বাইক প্রবেশ করছে তাই সে সকল বাইকে এই টায়ার আরও বেশি ভালো পারফরম করবে ।
যে সকল সাইজের পাওয়া যাবে:
- সামনে - 110/70ZR17 54W (Front)
- পেছনে - 150/60ZR17 66W (Rear)
আশা করা যায় রয়েল এন্টারপ্রাইজের সকল অথোরাইজড ডিলার পয়েন্টে এই টায়ারটি পেয়ে যাবেন।