হিরো মটোকর্প লিঃ বিশ্বের সর্ববৃহৎ মটরসাইকেল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। বৈশ্বিক চাহিদার সাথে তাল মিলিয়ে হিরো মটোকর্প সবসময়ই তাদের পন্যের মানউন্নয়নে সচেষ্ট। তারই ধারাবাহিকতায় সেফটি এবং পরিবেশ ভারস্যামের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারের জন্য নিয়ে এলো নতুন Splendor+ এতে সংযোজন হয়েছে (IBS) ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, (i3S) আইডল-স্টপ-স্টার্ট সিস্টেম, প্রশস্থ টিউবলেস টায়ার এবং পরিবেশ বান্ধব BS-IV ইঞ্জিন।
আজ Dhaka Regency এর Grand Summit -1 এ Splendor+ IBS এবং i3S এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিটল নিলয় গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ। তিনি বলেন, “Splendor + বিশ্বে সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল এবং এই মডেলটি বাংলাদেশে মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত ও সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড। নতুন Splendor + এ যুক্ত হয়েছে ৫টি নতুন ফিচার সেফটির জন্য IBS, জ্বালানী সাশ্রয়ীর জন্য i3S, প্রশস্থ টিউবলেস টায়ার ও নতুন গ্রাফিক্স এছাড়াও পরিবেশ বান্ধব BS-IV ইঞ্জিন যা ১০০ সিসি মোটরসাইকেলে আগে কখনো ছিল না। আমরা গ্রাহকদের পছন্দ অনুযায়ী যুগ উপযোগী পন্য সরবরাহে দৃঢ় প্রত্যয়ী” এবং হিরো মটোকর্প সর্বদা গ্রাহকের প্রতিশ্রুতি রক্ষা ও চাহিদা পূরনে বদ্ধপরিকর।
জাকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠানে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহমাদ বলেন, হিরো সুদীর্ঘকাল থেকে বাংলাদেশের একটি আইকনিক ব্র্যান্ড। হিরো সব সময়ই লো মেনটেইনেন্স, হাই মাইলেজ এবং প্রযুক্তিগত ভাবে অত্যাধুনিক মানের পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের সাথে সম্পৃক্ত থেকেছে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের আস্থা অর্জনকারী মোটরসাইকেল Splendor + এ যুক্ত হয়েছে IBS যা নিরাপদ রাইডিং জন্য খুবই প্রযোজনীয় একটি বিষয়। আমি নিশ্চিত যে দেশব্যাপী গ্রাহকরা বাইকটি খুবই পছন্দ করবে।”
হিরো মটর্কপ লিঃ এর সংক্ষিপ্ত বিরবণ:
১৯৮৪ সালে শুরু হওয়ার পর থেকে কোমপানিটি ৯০ মিলিয়ন এর উপর মোটরসাইকেল এবং স্কুটার বিক্রি করেছে। এবং বিশ্বব্যাপি ২০ মিলিয়ন এর মতো Splendor + বিক্রি হয়েছে। হিরো মটোকর্র্প বর্তমানে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ ও সেন্ট্রাল আমেরিকার ৩৭ টি দেশে পন্য সরবরাহ করে থাকে।
হিরো মটোকর্পের প্রযুক্তিগতভাবে সর্বাধুনিক ৮টি মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরী প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে ৬ টি ভারতে, ১টি বাংলাদেশে এবং ১টি কলম্বিয়ায়।