বাংলাদেশের বাজারে হিরো নিয়ে আসছে নতুন Passion X Pro বাইক। এই বাইকটি পুর্বে বাজারে ছিলো কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের নতুন নতুন ফিচারস ১১০ সিসির বাইকের সাথে সরবরাহ করার জন্য তারা দেশের বাজারে নিয়ে আসছে একদম নতুন Passion X Pro বাইক। চলুন এক নজরে দেখে নিই তাদের পূর্বের মডেলের সাথে নতুন আগত মডেলের কী কী পার্থক্য লক্ষ করা যাবে।
Hero Passion X Pro Disc পূর্বের মডেলে লক্ষ্য করা যায় যে , এই বাইকের ডিজাইন অনেক আকর্ষণীয় এবং গ্রাফিক্স অনেক সুন্দর, সেই সাথে ১১০ সিসির মধ্যে রয়েছে অত্যাধুনিক ইঞ্জিন সাথে হিরোর অভিনব I3s প্রযুক্তি। সিটিং পজিশন খুবই আরামদায়ক এবং হ্যান্ডেলবারের পজিশনটাও একদম ঠিকঠাক। এদিকে বাইকের ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে সিংগেল ডিস্ক ব্রেক। সব মিলিয়ে কম দামের মধ্যে ১১০ সিসির সুন্দর একটি বাইক Hero Passion X Pro Disc।
নতুন Hero Passion X Pro নতুন Hero Passion X Pro বাইকটি পূর্বের থেকে একদম ভিন্ন করা হয়েছে। রাইডারদের আকৃষ্ট করার জন্য রয়েছে সম্পূর্ণ নতুন ডিজাইনের সাথে আধুনিক গ্রাফিক্স, রাতের রাইড নিরাপদ করতে এই প্রথম ১১০ সিসির বাইকে দেওয়া হয়েছে প্রজেকশান হেডল্যাম্প। মিটার কনসোল সম্পূর্ণরুপে ডিজিটাল এবং এখানে রাইডারদের প্রয়োজনীয় সব ফিচারস দেওয়া আছে। নতুন এই ১১০ সিসি বাইকে রয়েছে এই প্রথম স্মার্ট কানেক্টিভিটি , চারজিং সুবিধার জন্য রয়েছে ইন্টিগ্রেটেড চারজিং সিস্টেম। আরামদায়ক রাইডিং এর জন্য আছে প্রশস্ত সিটিং পজিশন । ইঞ্জিনের ফিচারসে রয়েছে হিরোর অভিনব I3s প্রযুক্তি। এছাড়াও ব্রেকিং সিস্টেমে রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম।
বাংলাদেশের বাজারে এই বাইক আশা করা যায় খুব শীঘ্রই আসবে এবং নতুন Hero Passion X Pro বাইকের সম্ভাব্য দাম হতে পারে ১, ২০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকার মধ্যে।