বাইক প্রেমিদের রুচি, ইচ্ছা, পছন্দ এবং প্রয়োজনের কথা বিবেচনা করে মোটরসাইকেল মার্কেটে যে কয়েকটি মোটরসাইকেল সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো Off Road বাইকসমুহ যার কয়েকটি বাংলাদেশে ট্যুরিং বাইক হিসেবেও পরিচিত।
যদিও বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহারের পেছনের কারনসমুহ এবং বাংলাদেশের আয়তন/অবস্থান এবং রোড কন্ডিশন অফরোড বাইক ব্যবহারের ক্ষেত্রে তেমনটা উপযোগী না তারপরেও বাইক প্রেমীদের অফরোড বাইক নিয়ে অদানীং আগ্রহী হতে দেখা যাচ্ছে।
বাংলাদেশের প্রেক্ষাপট Off Road বা Dirt Bike ব্যবহারের তেমন উপযোগী না হলেও বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে সবমিলিয়ে ৬টি Off Road Bike পাওয়া যায়।
বাংলাদেশে Off Road বাইকসমুহঃ
Lifan KPT 150 ABS বাইকটি Off Road এবং Touring Bike হিসেবে বাংলাদেশের বাইকারদের কাছে সমধিক পরিচিত এবং এই বাইকটার বর্তমান দাম ৩,১৫,০০০ টাকা
Lifan Xpect 150 বাইকটি লিফানের পিউর অফরোড বাইক যার মুল্য ১,৭৫,০০০ টাকা
TVS Max 125 ST যা হলো বাংলাদেশে TVS এর একমাত্র অফরোড বাইক যার গ্রাহক পর্যায়ে বেশ ভাল সুনাম পাওয়া যায়, এই বাইকটার বর্তমান দাম ১,২৩,৯৯০ টাকা
Aprilia Terra 150 আমরা যারা মোটামুটি বিশ্ববিখ্যাত ব্রান্ড Aprilia এর সাথে পরিচিত তারা একরকম অনুমান করে নিতে পারি যে Aprilia Terra 150 বাইকটার গুনমান কেমন হতে পারে, Aprilia Terra 150 বাইকটার বর্তমান বাজারমুল্য ২,৫০,০০০ টাকা (যেখানে ৭৫,০০০ টাকার একটি ছাড় চলমান)
Kawasaki D Tracker এবং Kawasaki KLX 150 BF বাইক দুটিকে বাংলাদেশের অফরোড বাইকের মধ্যে প্রিমিয়াম বাইক বলা যেতে পারে কারন বিশ্ববাজারে Kawasaki একটি হেভিওয়েট ব্রান্ড এবং এই ব্রান্ডটি তাদের হেভিওয়েট বাইকের কারনেই বিখ্যাত। বাংলাদেশে Kawasaki D Tracker এর বর্তমান দাম ৩,৬৫,০০০ টাকা এবং Kawasaki KLX 150 BF এর বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে ৩,৮৫,০০০ টাকায়।