পিএইচপি পরিবারের প্রধান “সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন”, “আমি আমার কর্মজীবন ১০০ টাকায় শুরু করেছিলাম আর এখন আমার প্রতিষ্ঠান প্রতিবছর সরকারকে পরিশোধ করে ৫০০ – ৬০০ কোটি টাকা কিন্তু কিভাবে তা সম্ভব হয়েছে? আমি প্রায় সময়ই নতুনদের পরামর্শ দিয়ে থাকি সর্বদা তাদের কাজের প্রতি আন্তরিক থাকতে এবং স্বপ্ন নিয়ে পথ চলতে”।
গত সোমবার নগরীর শোলক – বহরে পিএইচপি অটোমোবাইল আয়োজন করে একটি গ্রান্ড প্রোগ্রামের যেখানে উপস্থিত ছিলেন পিএইচপির নতুন শোরুমের ব্যক্রিবর্গ এবং তাদের উদ্দেশ্যে পিএইচপি পরিবারের প্রধান তার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলেন।
এই সকল উৎসাহমুলক কথা সাথে “সুফি মোহাম্মদ মিজানুর রহমান” বলেন “সারাবিশ্বে মালয়েশিয়াই একমাত্র মুসলিম দেশ যেখানে গাড়ী তৈরি হয় এবং সারাবিশ্বে তা রপ্তানি কথা হয়। আমার কথাকে নোট করে রাখা হউক যে বাংলাদেশ হবে মুসলিম বিশ্বে ২য় দেশ যেখানে গাড়ী উৎপাদন এবং বিশ্ববাজারে তা রপ্তানি করা হবে চাহিদামত সব ধরনের গুনাগুন বজায় রেখে। আমরা এমন কিছু স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছি। যদি সর্বশকিমান চায়, তভে আমরা মানসম্মত পন্য সহজলভ্য দামেই ক্রেতার কাছে হস্তান্তর করবো”।
দেশের সাম্প্রতিক ঘঠনার প্রেক্ষিতে তিনি বলেন, “কিছু আধুনিকতার কারনে আমাদের ছেলেরা আজ সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। আমি বলবোনা যে এটা তাদের দোষ বরং আমি বলবো যে এটা আমাদের দোষ আমরা যারা অভিভাবক তাদের দোষ। আমাদেরকে এই সকল প্রতিবন্ধকতা দূর এবং না দেখতে চাইলে আমাদের উচিত হবে আমাদের সন্তারদের সঠিক ধর্মীয় জ্ঞান দান করা। এতে করে তারা বুঝতে পারবে যে কোনটা সঠিক এবং আমাদের সকলের উচিত আমাদের সন্তারদের এইসকল শিক্ষা দেওয়া যাতে এমন ধরনের গুরুতর অপরাধে তারা যুক্ত না হয়। তাদের শেখানো উচিত আমাদের শর্ম কতটা নমনীয় হউয়ার শিক্ষা দেয়। আমাদের দেশে কোন সন্ত্রাসবাদের জায়গা নেই এবং আমরা আমাদের দেশে কোন ধরনের ঘঠনা সহ্যও করবো না”।
উক্ত অনুষ্ঠানে বেশ কিছু সম্মানী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের মধ্যে রয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর “মোরশেদ আলম”, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি অটোমোবাইলস এর অর্গানাইজিং সেক্রেটারী “মোহাম্মদ আখতার পারভেজ” এবং থানার অফিসার ইন চার্জ জনাব “মোহাম্মদ মাহমুদ” পিএইচপি পরিবারের নির্বাহী পরিচালক “জনক কুমার ব্যানার্জী”, পিএইচপি অটোমোবাইলসের উপদেষ্টা “মোহাম্মদ আলী” প্রশাসনিক নির্বাহী পরিচালক “মেজবাহ উদ্দীন আতিক” এবং ইনাদের সাথে আরও অনেকেই উপস্থিত ছিলেন। তাদের সকলের উপস্থিতি উক্ত অনুষ্ঠানকে আরও অনেক সুন্দর এবং দেখার মত করেছিল। আগত মেহমানদের কেউ কেউ তাদের বক্তব্য দ্বারা অনুষ্ঠানের প্রাঞ্জনলতা আরও বাড়িয়েছিল।
পিএইচপি পরিবারের ম্যানেজিং ডাইরেকটর জনাব মোহাম্মদ আখতার পারভেজ তার বক্তব্যে বলেন “আমরা মুলত ৩ ধরনের মোটরসাইকেল লোকালবাজারে নিয়ে আসতে যাচ্ছি। ১০০সিসি – ১৫০সিসিরবাইক গুলা ক্রমান্বয়ে হলোঃ পিএইচপি সুপার, পিএইচপি প্রাইড এবং পিএইচপি মারকাবা। এই সকল মোটরসাইকেল অত্যাধুনিক ফীচার সমৃদ্ধ এবং এইগুলার দামও সকল শ্রেনীর বাইকারের নাগালেরমধ্যেই রয়েছে। আমরা আশা রাখি যে এই বাইকগুলা আমাদের কাস্টমারদের বেশ ভালভাবেই সন্তুষ্ট করতে পারবে একইসাথে আমরাও আমাদেরক্রেতাদের সম্ভাব্য সকল সুযোগ সুবিধা দিতে থাকবো।
পিএইচপি পরিবারের অন্যান্য নির্বাহীদের মধ্যে একজন বলেন “এইটা আমাদের ৪র্থ শোরুম এবং শাহজালাল এন্টারপ্রাইজ আমাদের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে”।