মোটরসাইকেল এবং স্কুটার দুইটি বাহনে দৃশ্যত অনেক পার্থক্য থাকলেও আইনের ক্ষেত্রে এবং সাধারন মানুষের বিবেচনায় দুইটিই মোটরসাইকেল এই ক্ষেত্রে আবার স্কুটারের রাইডার নিজেকে সাধারন মোটরসাইকেল চালক থেকে আলাদাই মনে করেন আর এই চিন্তা থেকেই অনেক সময় ছোট ছোট অনেক ব্যাপারে অবহেলা করে বসেন যা অনেক বড় ক্ষতির কারন হয়ে দাঁড়ায়।
তাই আসুন দেখে নিই স্কুটি চালানোর সময় কোন কোন সাধারন বিষয়ের দিকে আপনাকে খেয়াল রাখতে হবেঃ
• অবশ্যই হেলমেট পরিধান করবেন।
• স্কুটারের কাগজ সাথে রাখবেন কারণ ট্রাফিক পুলিশ স্কুটি বলে ছাড় দেয় না বা দিবে না।
• ওভার স্পিডে চালাবেন না, যতটুকু কন্ট্রোল করতে পারেন ততটুকুই স্পিডে চালান।
• স্কুটারের ওজন সাধারনত হালকা হয়ে থাকে তাই আপনার স্কুটারের ওজন বুঝে ব্যালেন্স করে চালানোর চেষ্টা করবেন।
• সময় মত মোবিল পাল্টাবেন এবং একটা নির্দিষ্ট সময় পর সার্ভিসিং করাবেন।
• স্কুটির চাকা ছোট, তাই ভাঙ্গা রাস্তায় কিভাবে চালাতে হয় তা শিখবেন কারন শুধু বাকনেয়ার সময় বালি, কাদা ও কাকড় ইত্যাদিতে দপাশ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকবেন।
• টিউবলেস টায়ার না হলে, টিউবলেস করে নিবেন কারণ স্কুটির চাকা পাংচার হলে সারাতে চায় না।
• একহাতে চালাবেন পারতপক্ষে কাউকে চালাতে দিবেন না।
• পিলিয়ন সহ এবং পিলিয়ন ছাড়া চাকার হাওয়া কত হবে সিটের নিচে লেখা থাকে তা দেখে হাওয়া দেন।
• বেশি স্টাইল নিয়ে আসার জন্য অতিরিক্ত আলোকসজ্জা করতে যাবেন না এতে করে ব্যাটারির চার্জিং এ সমস্যা হয়.
• রিক্সা আর সিএনজি অটোরিকশা থেকে নিরাপদ দূরত্বে রাইড করবেন। তাইলেই স্কুটারটি তার স্বাভাবিক সৌন্দর্য নিয়ে দীর্ঘজীবি হবে।
এর বাইরে সতর্কতার জন্যে আপনার মনে যদি কোন বিষয়ের উদয় হয় তাহলে অবশ্যই সেটি নিজে থেকেই মানার চেষ্টা করবেন আর আমাদের সাথেও তা শেয়ার করবেন।