বিগত সময়ে বাংলাদেশে মোটরসাইকেলের সিসি লিমিট বৃদ্ধি করে ১৫০ থেকে ১৬৫ করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানীগুলো ১৬০ সিসির বাইক লোকাল মার্কেটে নিয়ে এসেছে। ১৫০ সিসির বাইকগুলোর ছিলো ডিজাইন,ইঞ্জিন, ফিচারসগত দিক থেকে অন্যান্য সেগমেন্টের তুলনায় বেশ এগিয়ে এবং তারই ধারাবাহিকতায় যারা ১৫০ সিসির থেকে আরেকটু ভালো ইঞ্জিন পারফরমেন্স, ফিচারস আশা করে তাদের নজর থাকে ১৬০ সিসি সেগমেন্টের বাইকগুলোতে। এই সেগমেন্ট মূলত তরুণ কিংবা অধিক বাইকপ্রেমি মানুষদের জন্য যারা লং রাইড কিংবা হাইওয়েতে স্পীডের মজা নিতে চান তারা সাধারণত এই সেগমেন্টের বাইকগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন।
২০১৮ সালে খুব অল্প সংখ্যক ১৬০ সিসি সেগমেন্টের বাইক আমরা দেখতে পাই । যেহেতু সিসি লিমিট বৃদ্ধি করেছে তাই কোম্পানীগুলো নতুনভাবে চিন্তা করছে ১৬০ সিসি সেগমেন্ট নিয়ে এবং সিসি লিমিট বৃদ্ধির সাথে সাথে বাইকারদের চমক দিতে কিছু কিছু কোম্পানী লোকাল মার্কেটে ১৬০ সিসি সেগমেন্টের বাইক নিয়ে এসেছে। আর যে সকল কোম্পানী ২০১৮ সালের শেষের দিকে ১৬০ সিসি সেগমেন্টের বাইক নিয়ে এসেছে তাদেরকে আমরা আমাদের এই রিভিউতে রাখছি না কারণ সেগুলো পূর্বের ১৬০ সিসি বাইকের তুলনায় তেমনভাবে জনপ্রিয় হয়ে উঠেনি কিন্তু আশা করা যায় এইবছরের মধ্যে বাদ পড়ে যাওয়া বাইকগুলো গ্রাহকদের মন জয় করবে এবং আলোচিত বাইকের মধ্যে একটি স্থান ধরে রাখবে। এখন আমরা আলোচনা করবো ২০১৮ সালের শুরুতে যেসকল বাইক বাংলাদেশের এসেছে সেগুলো নিয়ে তাই আর দেরি না করে চলুন আলোচনা করা যাক ২০১৮ সালের জনপ্রিয় ১৬০ সিসির বাইকগুলো নিয়ে।
টিভিএস এপ্যাচি আরটিআর ১৬০
টিভিএস এপ্যাচি আরটিআর ১৫০ ছিলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি বাইক এবং তারই ধারাহিকতায় টিভিএস ১৬০ সিসি সেগমেন্টে যুক্ত করেছে টিভিএস এপ্যাচি আরটিআর ১৬০ । আরও উন্নত ইঞ্জিন ও টেকনিক্যাল কিছু বিষয় যুক্ত করে তারা বাজারে নিয়ে এসেছে এই বাইকটি। শক্তিশালী ইঞ্জিন, ফাস্ট থ্রটল রেসপন্স, মজবুত গঠন ইত্যাদি দিক দিয়ে টিভিএস এপ্যাচি বাংলাদেশের সকল গ্রাহকদের কাছে আস্থা ও বিশ্বাসের নাম। ২০১৮ সালের জনপ্রিয় ১৬০ সিসি বাইকের মধ্যে টিভিএস একটি ।
বাজাজ পালসার এনএস১৬০
দীর্ঘদিন যাবত বাজাজ পালসার ১৫০ সিসি বাংলাদেশের মার্কেটে গ্রাহকদের মন জয় করার পর বাজাজ ২০১৮ সালে নিয়ে এসেছিলো বাজাজ পালসার এনএস । গ্রাহকদের চাহিদা ও রিভিউ এর উপর ভিত্তি করে তারা এনএস বাইকটির ডিজাইন ,ইঞ্জিন ও ফিচারস আধুনিকভাবে উপস্থাপন করে। বাজাজ পালসার এন এস এর একটি লক্ষ্যনীয় বিষয় হচ্ছে যে এর ইঞ্জিন ওয়েল কুল্ড যা এই সেগমেন্টে অন্যান্য ১৬০ সিসির বাইক অফার করছে না। যার পরিপ্রেক্ষিতে বাজাজ পালসার এনএস বাংলাদেশের মার্কেটে বেশ সাড়া ফেলেছে। অন্যদিকে বাজাজ কোম্পানির বিল্ড কোয়ালিটি, ইঞ্জিন, ফিচারস ইত্যাদি গুণগত মান নিয়ে গ্রাহকদের অসন্তুষ্টি খুব কম পরিলক্ষিত হয়। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে সেরা ১৬০ সিসি বাইকের তালিকায় যুক্ত হয়েছে বাজাজ পালসার এনএস।
হোন্ডা সিবি হরনেট
হোন্ডা সিবি হচ্ছে ২০১৮ সালের আরেকটি আলোচিত বাইক যা হোন্ডা পক্ষ থেকে বাংলাদেশের গ্রাহকদের জন্য সরবরাহ করা হয়েছে। জাপানিজ ব্র্যান্ড হিসেবে হোন্ডা বেশ সুনাম রয়েছে এবং আমাদের দেশে হোন্ডা বাইক পছন্দকারী গ্রাহকদের সংখ্যা অনেক বেশি। হোন্ডার একটি বিষয় লক্ষ্যনীয় যে তারা তাদের প্রডাক্ট নিয়ে কখনই কোন আপোষ করে না বিশেষ করে ইঞ্জিনের দিক থেকে হোন্ডা তার সুনাম শুরু থেকেই বাংলাদেশের মার্কেটে ধরে রেখেছে যার জন্য হোন্ডার বাইকের প্রতি মানুষের অন্যরকম এক ভালোলাগা সৃষ্টি হয়েছে। অন্যান্য ব্র্যান্ডগুলো যখন ১৬০ সিসির বাইক অফার করছে ঠিক তখনই হোন্ডা বাজারে নিয়ে এসেছে সিবি হরনেত ১৬০আর । রুচিশীল ডিজাইন, ভালো ইঞ্জিন কোয়ালিটি, ক্রেতা সন্তুষ্টি ও দাম সব কিছু মিলিয়ে হোন্ডা সিবি হরনেট ১৬০আর ২০১৮ সালের সেরা আলোচিত বাইক হিসেবে পরিগণিত।
লিফান কেপিআর ১৬৫ এফআই
বিভিন্ন নামীদামী ব্র্যান্ডগুলো যখন বাজারে ১৬০ সিসির বাইক নিয়ে এসেছে তখন লিফানও থেমে থাকেনি । অন্যান্য ব্রান্ডের সাথে তাল মিলিয়ে লিফান বাজারে হাজির করেছে ১৬৫ সিসি লিফান কেপিআর ১৬০ এফআই। লিফান কেপিআর শুরু থেকেই বাংলাদেশের বাইকাদের কাছে খুবই পছন্দের এবং জনপ্রিয় একটি ব্র্যান্ড। বিশেষ করে যারা কম দামের মধ্যে প্রিমিয়াম বাইকের অনুভুতি নিতে চান তারা লিফান কেপিআর বাইকটি অনেক পছন্দ করেন আর তরুণদের কাছে লিফান কেপিআর বাইকটি অনেক পছন্দের । লিফান কেপিআর ১৫০ সিসি বাইক এবং ১৬৫ সিসি বাইক দেখতে প্রায় একই কিন্তু কিছু গ্রাফিক্যাল ,ইঞ্জিন ও ফিচারস গত পরিবর্তন দেখা যায়। এই লিফান কেপিআর এর আকর্ষণীয় একটি দিক হচ্ছে এফআই ইঞ্জিন যা বাংলাদেশের মার্কেটে অন্যান্য বাইকে কম লক্ষ্য করা যায় অন্যদিক ডাবল ডিস্ক ব্রেক, লোভনীয় সব ফিচারস এবং ডিজাইন ও গঠনগত দিক দিয়ে লিফান কেপিআর ২০১৮ সালের ১৬০ সিসি সেগমেন্টে একটি আলোচিত বাইক।
টিভিএস এপ্যাচি আরটিআর ১৬০ ৪ভি
টিভিএস এপ্যাচি আরটিআর ১৬০ বাইকটি বাংলাদেশের মার্কেটে সেই তুলনায় সাড়া ফেলতে পারেনি কারণ এর ডিজাইন ও গঠন পূর্বের ১৫০ সিসি বাইকের মতই রাখা হয়েছে যার জন্য বাইকাদের খুব কম আকৃষ্ট করেছে। অন্যান্য ব্র্যান্ডগুলো যখন ১৬০ সিসি সেগমেন্টে হেভিওয়েট বাইক অফার করছে সেই তুলনায় টিভিএস এপ্যাচি আরটিআর ১৬০ কিছুটা পিছিয়ে ছিলো কিন্তু সার্বিক দিক বিবেচনা করে এবং গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে তারা বাংলাদেশের বাজারে ২০১৮ এর শেষের দিকে নিয়ে আসে টিভিএস এপ্যাচি আরটিআর ৪ভি। টিভিএস এপ্যাচি আরটিআর ৪ভি এর ডিজাইন,ইঞ্জিন এবং ফিচারস সব দিক থেকে পূর্বের আরটিআর এর থেকে অনেক উন্নত এবং এটি মার্কেটে আসা মাত্রই খুব স্বল্প সময়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে শুরু করেছে। এই বাইকটিতে তারা নতুন নতুন লোভনীয় ফিচারস যুক্ত করেছে এবং বাইকের সবচেয়ে বেশি আকর্ষণীয় দিক হচ্ছে চার ভালভের ওয়েল কুল্ড ইঞ্জিন যা সচারচার খুব কম বাইকে দেখা যায়। ২০১৮ সালের শেষে এসে গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলায় আলোচিত ১৬০ সিসি সেগমেন্টের বাইকের মধ্যে স্থান করেছে নিয়েছে টিভিএস এপ্যাচি আরটিআর ৪ভি।
এই ছিলো আমাদের রিভিউ, ব্রান্ড ভ্যালূ, ক্রেতা সন্তুষ্টি ,পারফরমেন্স ইত্যাদির ভিত্তিতে সেরা আলোচিত ১৬০ সিসি বাইকের তালিকা। আমরা টিম মোটরসাইকেল ভ্যালী ইতোমধ্যেই ২০১৮ সালের সেরা ১০০-১১০ সিসি, ১২৫ সিসি ও ১৫০ সিসি বাইকগুলো নিয়ে রিভিউ প্রকাশ করেছি কিন্তু ১৬০ সিসি সেগমেন্টে বাইকের সংখ্যা কম থাকার ফলে সেরা নির্বাচন করতে না পারলেও আমরা আলোচিত কিছু বাইক প্রকাশ করতে সমক্ষম হয়েছি। এরই মধ্যে বিভিন্ন ব্রান্ডের ১৬০ সিসি বাইক বাংলাদেশের আসতে শুরু করেছে এবং আশা রাখছি ২০১৯ সাল শেষে আমরা সেরা ১৬০ সিসির বাইক নিয়ে রিভিউ প্রাকশ করতে সক্ষম হব।