আমাদের দেশের বাজারে স্কুটার খুব জনপ্রিয় একটি বাইক হিসেবে দিন দিন পরিচিতি লাভ করছে। খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় বিধায় যারা ঝামেলামুক্তভাবে রাইড করতে চান তাদের ক্ষেত্রে স্কুটারের গ্রহণযোগ্যতা অনেক বেশি। মহিলা রাইডারের ক্ষেত্রে স্কুটারের গ্রহণযোগ্যতা আরও বেশি দেখা যায় কারণ এই স্কুটারের গঠন এমনভাবে করা হয়েছে যেটা মহিলা রাইডাদের জন্য অনেক সুবিধাজনক।
আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের বাজারে বিদ্যমান জনপ্রিয় স্কুটারগুলো নিয়ে। আমাদের দেশের বাজারে বর্তমানে অনেক কোম্পানী তাদের সুন্দর সুন্দর স্কুটার নিয়ে এসেছে সেগুলোর মধ্যে থেকে কোনগুলো আমাদের দেশের বাজারে জনপ্রিয় সেগুলো নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। চলুন তাহলে এক নজর দেখে নিই বাংলাদেশের বাজারে বিদ্যমান জনপ্রিয় স্কুটারগুলো।
Runner:
স্বদেশী ব্র্যান্ড হিসেবে রানার এর অনেক জনপ্রিয়তা আছে । তারা আমাদের দেশের বাজারে কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর বাইক নিয়ে আসে যা গ্রাহকদের খুবই আকৃষ্ট করে। সুন্দর বাইকের পাশাপাশি তাদের একটি সুন্দর স্কুটার রয়েছে যার নাম Runner Skooty 110।
এই Runner Skooty 110 এর রয়েছে আকর্ষণীয় ডিজাইন ও কালার কম্বিনেশন। চমৎকার ইঞ্জিন পারফরমেন্স ও রাইডার এর দরকারি অত্যাধুনিক সব ফিচারস। বর্তমানে এটি রানার এর সর্বচ্চো বিক্রিত স্কুটারের মধ্যে একটি। দিন দিন এই স্কুটারের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
Runner Skooty 110 বাইকের বাংলাদেশের দাম ১,০৪,০০০ টাকা।
Hero:
হিরো আমাদের দেশের বাজারে তাদের সুন্দর সুন্দর বাইকের পাশাপাশি সুন্দর স্কুটার নিয়ে এসেছে। বর্তমানে তাদের যে স্কুটারগুল্লো রয়েছে সেগুলো বাজারে বেশ ভালো সাড়া ফেলেছে এবং গ্রাহকদের সন্তুষ্ট করেছে। তাদের স্কুটারগুলো হল Hero Pleasure এবং Hero Maestro Edge।
Hero Pleasure স্কুটারটি আমাদের দেশের বাজারে অনেকদিন যাবত রয়েছে এবং তারা গ্রাহকদের সন্তুষ্ট করার জন্য এই স্কুটারের ফিচারস, ইঞ্জিন পারফরমেন্স অনুযায়ী দামটা সহনীয় রাখার চেষ্টা করেছে। এই স্কুটারের আছে আকর্ষণীয় ডিজাইন ও গ্রাফিক্স, মজবুত গঠন, শক্তিশালী ইঞ্জিন ইত্যাদি মিলিয়ে সহনীয় দামের মধ্যে অনেক জনপ্রিয় একটি স্কুটার।
Hero Pleasure এর বাংলাদেশের দাম ১,২৭,৯৯০ টাকা।
অন্যদিকে Hero Maestro Edge স্কুটারটি হিরোর আপডেট স্কুটার। বাজারে এই স্কুটারেরও অনেক চাহিদা আছে। শক্তিশালী ইঞ্জিন পারফরমেন্স, ব্রেকিং, কন্ট্রোল সব মিলিয়ে খুবই ভালো একটি স্কুটার নিয়ে এসেছে। বর্তমানে এই স্কুটারটিও গ্রাহকদের থেকে জনপ্রিয়তা লাভ করছে।
Hero Maestro Edge এর বাংলাদেশের দাম ১,৩৪,৯৯০ টাকা।
TVS:
TVS আমাদের দেশের অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। লোকাল মার্কেটে লক্ষ্য করলে দেখা যায় যে তাদের অনেকগুলো বাইক রয়েছে। দেশের সব প্রান্তে তারা বাইক ছড়িয়ে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে । বাইকের পাশপাশি তাদের স্কুটারগুলো জনপ্রিয় করতে বর্তমানে তাদের হাতে রয়েছে ২টি সুন্দর স্কুটার। সেগুলো হল TVS Jupiter এবং TVS Ntorq 125।
TVS Jupiter স্কুটারটি TVS এর জনপ্রিয় একটি স্কুটার। তাদের স্কুটার সেগমেন্টে এই স্কুটারটি নিয়ে এসেছে বাজারে অনেক জনপ্রিয়তা অর্জন করে। সুন্দর ডিজাইন, ইঞ্জিন পারফরমেন্স ইত্যাদি মিলিয়ে এই স্কুটারটি গ্রাহকদের ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে।
TVS Jupiter এর বাংলাদেশের দাম ১,৩৭,৯০০ টাকা।
Suzuki:
আমরা সকলেই জানি যে Suzuki খুবই ভালো ও জনপ্রিয় একটি ব্র্যান্ড। আমাদের দেশের বাজারে সুজুকি তাদের সুন্দর সুন্দর বাইকের পাশাপাশি সুন্দর সুন্দর স্কুটার নিয়ে এসেছে। স্কুটারগুলোর মধ্যে রয়েছে Suzuki Lets, Suzuki Access 125 Drum, Suzuki Access 125 Disc এবং Suzuki Access 125 Special Edition।
Suzuki Lets স্কুটারটি বাজারে নিয়ে আসার পর গ্রাহকেরা এই স্কুটারটি খুব ভালোভাবে গ্রহন করে। শক্তিশালী ইঞ্জিন, মজবুত গঠন ইত্যাদি মিলিয়ে এই স্কুটারটি তারা খুব ভালোভাবে পরিবেশন করেছে ।
Suzuki Access সিরিজটাও আমাদের দেশের বাজারে অনেক আগে থেকেই আছে। ক্লাসিক্যাল লুকস, মজবুত গঠন, শক্তিশালী ইঞ্জিন ইত্যাদির জন্য এই স্কুটারের চাহিদা ও জনপ্রিয়তা আছে। বর্তমানের Suzuki Access সিরিজের বেশ কয়েকটি মডেল বাজারে আছে। সেগুলো হল Suzuki Access 125 Drum,Suzuki Access 125 Disc এবং Suzuki Access 125 Special Edition।
Suzuki Lets এর বাংলাদেশের দাম ১,৩৬,৯১৭ টাকা।
Suzuki Access 125 Drum এর বাংলাদেশের দাম ১,৪০,০০০ টাকা।
Suzuki Access 125 Disc এর বাংলাদেশের দাম ১,৪৫,০০০ টাকা।
Suzuki Access 125 Special Edition এর বাংলাদেশের দাম ১,৬৪,৯৫০ টাকা।
Honda:
আমাদের সকলের জানা আছে যে হোন্ডা বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। দেশের বাজারে অনেক আগে থেকেই হোন্ডা তাদের সুন্দর সুন্দর বাইক বাজারজাত করছে। বর্তমান বাজারে হোন্ডার সুন্দর সুন্দর বাইকের পাশাপাশি সুন্দর কিছু স্কুটার রয়েছে। যে স্কুটারটি বর্তমানে অনেক জনপ্রিয় সেটি হল Honda Dio।
Honda Dio এর রয়েছে চমৎকার ডিজাইন । যে কেউ এই স্কুটারটি দেখলে পছন্দ করবেন। অন্যদিকে হোন্ডা ইঞ্জিন নিয়ে আপোষ করে না তাই এর সাথে দিয়েছে শক্তিশালী ইঞ্জিন। ব্রেকিং, আরাম সব দিক থেকেই হোন্ডা তাদের একটি স্কুটারটি বেশ জনপ্রিয় করে তুলেছে।
Honda Dio এর বাংলাদেশের দাম ১,৪৬,৯০০ টাকা।
Yamaha:
অন্যান্য ব্রান্ডের পাশাপাশি ইয়ামাহা ব্রান্ডের স্কুটার রয়েছে এবং বলতে গেছে বাজারের সুন্দর স্কুটারগুলো মধ্যে একটি। ইয়ামাহা চেষ্টা করেছে তাদের এই স্কুটারের সাথে ভালো ডিজাইন, ইঞ্জিন ও অন্যান্য সব ফিচারস দেওয়ার। ইয়ামাহার সুন্দর স্কুটারটি হল Yamaha Ray ZR Street Rally।
এই Yamaha Ray ZR Street Rally অনেক আগে থেকেই ইয়ামাহা আমাদের দেশের বাজারে বাজারজাত করে আসছে। গ্রাহকদের থেকে ভালো ফিডব্যাক পাবার পর এই স্কুটারটি এখন জনপ্রিয়তার শীর্ষে। সুন্দর ডিজাইন, কালার কম্বিনেশন, ইঞ্জিন পারফরমেন্স। ব্রেকিং সব মিলিয়ে এই স্কুটারটিকে বাংলাদেশের বাজারে জনপ্রিয় করে তুলেছে।
Yamaha Ray ZR Street Rally এর বাংলাদেশের দাম ১,৬৫,০০০ টাকা।
এছাড়াও আরও যে স্কুটারগুলো রয়েছে
Suzuki Burgman Street এর বাংলাদেশের দাম ২,৪৯,০০০ টাকা।
TVS Rockz এর বাংলাদেশের দাম ১,৫৫,০০০ টাকা।
Lifan KPV 150 Non ABS এর বাংলাদেশের দাম ২,৮০,০০০ টাকা।
Lifan KPV 150 Dual Channel ABS এর বাংলাদেশের দাম ৩,২০,০০০ টাকা।
Lifan KPV 150 Tri-Tone Dual Channel ABS Kings & Queens Edition এর বাংলাদেশের দাম ৩,৩০,০০০ টাকা।
Lifan Blink 125 এর বাংলাদেশের দাম ১,৩৫,০০০ টাকা।
Lifan Razor 100 এর বাংলাদেশের দাম ১,১৫,০০০ টাকা।
Meiduo Lily Super Power এর বাংলাদেশের দাম ১,০০,০০০ টাকা।
Vespa Notte 125 এর বাংলাদেশের দাম ১,৭৩,২৫০ টাকা।
Vespa LX 125 এর বাংলাদেশের দাম ১,৮৪,৮০০ টাকা।
Vespa VXL 125 এর বাংলাদেশের দাম ১,৯৯,৫০০ টাকা।
Vespa SXL 125 এর বাংলাদেশের দাম ২,০৬,৮০০ টাকা।
Vespa VXL 150 এর বাংলাদেশের দাম ২,৩০,০০০ টাকা।
Vespa SXL 150 এর বাংলাদেশের দাম ২,৩০,০০০ টাকা।
Vespa Elegante VXL 150 এর বাংলাদেশের দাম ২,৪৬,০০০ টাকা।
Keeway K Blade 125 এর বাংলাদেশের দাম ১,১৯,০০০ টাকা।
Znen Jog এর বাংলাদেশের দাম ১,২০,০০০ টাকা।
Znen T6 এর বাংলাদেশের দাম ১,৬৫,০০০ টাকা।
ZNEN T9 এর বাংলাদেশের দাম ২,১৫,০০০ টাকা।
Aprilia SR 150 Race এর বাংলাদেশের দাম ১,৮৯,০০০ টাকা।
Aprilia SR 125 এর বাংলাদেশের দাম ১,৭৯,০০০ টাকা।
Meiduo S Max 150cc এর বাংলাদেশের দাম ১,৬০,০০০ টাকা।
Meiduo M6 150cc এর বাংলাদেশের দাম ১,৭০,০০০ টাকা।
Taro F16 CT Max এর বাংলাদেশের দাম ১,৭০,০০০ টাকা।
Haojue Lindy এর বাংলাদেশের দাম ১,১০,০০০ টাকা।
Mahindra Gusto VX এর বাংলাদেশের দাম ১,২৬,৫০০ টাকা।
Mahindra Gusto 125cc এর বাংলাদেশের দাম ১,২৬,৫০০ টাকা।
Meiduo M Spark 125cc এর বাংলাদেশের দাম ১,৪০,০০০ টাকা।
এই ছিলো আমাদের হাতে থাকা বাংলাদেশের জনপ্রিয় স্কুটার সমুহ। আমরা উপরিউক্ত তথ্যগুলো আমাদের ডাটাবেজ থেকে সংগ্রহ করেছি। আশা করি আপনারা আপনাদের পছন্দের স্কুটার সঠিক দামের মধ্যে খুঁজে পাবেন এবং বাংলাদেশের বাজারে কোন কোন স্কুটারগুলোর কেমন দাম সেগুলো সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
Among the foreign brands in Bangladesh, the Thai motorcycle brand GPX has earned a great reputation even for ordinary bikers w...
English BanglaSuzuki is one of Japan's most recognizable motorbike brands renowned for its capable, performance-tuned, and stylish two-wheel...
English BanglaYamaha has organized a test ride of Yamaha's only higher cc bike Yamaha FZ25 in Bangladesh, where not only Yamaha bike users but...
English BanglaLifan is a very well-known bike brand in the biker community in the motorcycle market of Bangladesh and one of the reasons beh...
English BanglaYamaha has launched its high-cc bike, the Yamaha FZ 25, in the Bangladeshi market, creating quite a buzz among motorcycle enth...
English Bangla