রাজধানীতে মোটরসাইকেল চালককে ট্রাফিক পুলিশের প্রকাশ্যে মারধরের প্রতিবাদে অভিনব কর্মসূচি পালিত হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে দায়ী পুলিশ কনস্টেবলের শাস্তির দাবিতে রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে একযোগে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন মোটর সাইকেল চালকরা। ফেসবুকে ‘সচেতন বাইকওয়ালা’ নামে একটি গ্রুপ খুলে সবাইকে জড়ো করেছেন উদ্যোক্তারা।
গত শুক্রবার রাজধানীর ফার্মগেটে তর্কাতর্কির এক পর্যায়ে মোটর সাইকেল চালককে হাতের লাঠি দিয়ে বেদম পিটুনি দেন এক ট্রাফিক কনস্টেবল। কেউ একজন ভিডিও করে সেটি ছেড়ে দিয়েছেন ফেসবুকে।
পুলিশ সদস্য কাকে মারধর করেছেন সেটা জানেন না প্রতিবাদকারীরা। তারপরও সমব্যাথি হয়ে এই কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে অভিযুক্ত ট্রাফিক পুলিশ কনস্টেবলের চাকরিচ্যুত করা,বিনা কারণে বাইকওয়ালাদের হয়রানি কমান,অযথা মামলা দেয়া বন্ধ ও ট্রাফিক পুলিশের সংযত আচরণের দাবি জানানো হয়।
কর্মসূচির আয়োজকরা জানান, ফার্মগেটের ওই ঘটনার পর মোটরসাইকেল চালকরা ফেসবুকে ‘ট্রাফিক পুলিশের বিচার চাই’ নামে একটি গ্রুপ খোলা হয়। ধীরে ধীরে গ্রুপে যুক্ত হন রাজধানীতে বাইক চালান এমন অনেকে। পরে গ্রুপে সোমবার সকালে সংসদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের কথা জানানো হয়।
নির্ধারিত সময়ে শতাধিক বাইকওয়ালা নির্ধারিত স্থানে জড়ো হন। তবে সংসদের ভবনের উল্টো দিকে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে কর্মসূচি শুরু করতে চাইলে পুলিশ সেখান থেকে সরিয়ে দেয়। পরে ফার্মগেইটে আল রাজি হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অন্যদিকে একগ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি)সামনে জড়ো হন। পরে সবাই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে কর্মসূচি শেষ করেন।
আয়োজকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘গত শুক্রবার যেভাবে একজন ট্রাফিক পুলিশ বাইক চালককে মারধর করেছেন এটা নিন্দনীয়। আমরা এর প্রতিবাদ করতেই এমন উদ্যোগ নিয়েছি। আমরাও মানুষ। এটা বোঝানোর চেষ্টা করেছি।’
মামুন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি-একজন ট্রাফিক পুলিশ কোন ইখতিয়ারে এভাবে সাধারণ মানুষের উপর বিনা অপরাধে লাঠিচার্জ করল? তারা এত সাহস কোথায় পায়? আমাদের কষ্টের টাকার ট্যাক্সে যাদের বেতন, ভাতা তারা আমাদের সাথে কেন এমন নিষ্ঠুর ব্যবহার করছে? সরকারের উচিত তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করা।’
এদিকে ফার্মগেইটে বাইক চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার লিটন কুমার রায়।
ঢাকাটাইমসকে লিটন বলেন, ‘এই ঘটনার পর অভিযুক্তকে ক্লোজ করা হয়েছে। তদন্ত চলছে। একটুকু নিশ্চিত করতে পারি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যেহেতু ঘটনার প্রতক্ষ্যদর্শী আছে এবং ওই ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তাকে কোনো ছাড় দেয়া হবে না।’
সুত্র: ঢাকাটাইমস২৪ডটকম