Yamaha Banner
Search

রেস মোটরসাইকেলের মুল্য তালিকা অক্টোবর ২০১৭

2017-10-14

রেস মোটরসাইকেলের মুল্য তালিকা অক্টোবর ২০১৭


Race-Motorcycle-Price-October-2017


আমরা জানি যে মোটরসাইকেল সকলের প্রিয় একটি বাহন এর কারণ হলো স্টাইলিশ ডিজাইন, আকর্ষণীয় ফিচার এবং ব্যবহার উপযোগী। দিন দিন মোটরসাইকেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং অজানা কিছু ব্র্যান্ড যেগুলো সারা বিশ্বব্যাপী পরিচিত লাভ করছে। সেই সকল ব্রান্ডের মধ্যে রয়েছে রেস ব্র্যান্ড যেটা বাংলাদেশে খুব সম্প্রতি বাংলাদেশের মার্কেট এসেছে
এবং তাদের একমাত্র আমদানিকারক ও পরিবেশক হলো র্যাং গস গ্রুপ। বর্তমানে তাদের ৮টি বেশ ভাল মানের মোটরসাইকেল বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। চলুন এক নজর দেখে নেওয়া যাক তাদের বাইকগুলোতে কি কি ফিচারস রয়েছে এবং বাইকগুলোর সর্বশেষ মুল্যগুলো।

RACE CITY 100 Alloy
বাইকটি কমিউটার ক্যাটাগরির একটি বাইক এবং দেখতে বেশ সুন্দর। বাইকটিতে ১০০ সিসির ইঞ্জিন রয়েছে যেটা ৭.৩৭ ম্যাক্স পাওয়ার এবং ৭.৬ এনএম টর্ক তৈরি করতে সক্ষম পাশাপাশি এই ইঞ্জিন ৮০ কিমি প্রতি ঘন্টা টপ স্পীড এবং ৭০ কিমি প্রতি লিটারে মাইলেজ সরবরাহ করতে পারে। এই বাইকটির সর্বশেষ মুল্য হচ্ছে ৯৯০০০ টাকা। এই একই ক্যাটাগরির আরেকটি বাইক রয়েছে যার নাম RACE CITY 100 spoke ।এই দুটো মডেলের বাইকের রিমে বিশাল তফাৎ রয়েছে। এছাড়া অন্যান্য ফিচারস গুলোতে তেমন কোন তফাৎ নেই এবং দামটাও একই রয়েছে।

RACE FIERO 150 FR
এই বাইকটিতে রয়েছে নেকেড টাইপের অসাধারণ ডিজাইন এবং সুন্দর কালার কম্বিনেশন। ১৪৯.৪ সিসির লিকুয়িড কুল্ড ইএফআই, সিংগেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যেটা ম্যাক্স পাওয়ার ১২ বিএইচপি এবং ম্যাক্স টর্ক ১০.৭ এনএম দিতে সক্ষম। এই ইঞ্জিন বাইকটিকে ১২০ কিমি প্রতি ঘন্টায় ছুটতে এবং প্রায় ৫০ কিমি প্রতি লিটারে মাইলেজ দিতে সাহায্য করে। ডাবল ডিস্ক ব্রেক, আপ সাইড ডাউন মনোশক সাসপেনশনসহ বেশ ভালো ইলেকট্রিক ফিচারস রয়েছে। বাইকটির সর্বশেষ মুল্য ২০৯০০০ টাকা।

RACE GSR 125
এই বাইকটি রেস এর অন্যতম শক্তিশালী একটি বাইক। বাইকটির সুন্দর স্পোর্টস লুক এবং নজরকাড়া কালার কম্বিনেশন রয়েছে। ১২৫ সিসির ইঞ্জিন যার ম্যাক্স পাওয়ার ১৫.৮১ বিএইচপি এবং ম্যাক্স টর্ক ১২ এন এম রয়েছে যেটা ১২৫ সিসি অন্যান্য বাইকের তুলনায় অনেক বেশী। বাইকটিতে আরও রয়েছে ডাবল ডিস্ক ব্রেক, আপ সাইড ডাউন এবং মনোশক সাসপেনশন। এর মাইলেজ প্রায় ৫০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড আনুমানিক ১২০ কিমি প্রতি ঘন্টা। বাইকটির সর্বশেষ মুল্য ২৫০০০০ টাকা।

RACE HYOSUNG GT 125
১২৫ সিসির বাইক হিসেবে এই বাইকটিতে অসাধারণ নেকেড ডিজাইন এবং ভালো কালার রয়েছে। এই বাইকটির সাথে রয়েছে ওয়েল কুল্ড, ৮টি ভাল্ভ, ভি-টুইন ইঞ্জিন এবং এটি ম্যাক্স পাওয়ার ১০.৯২ কিলোওয়াট ও ম্যাক্স টর্ক ১০.২০ দিতে সক্ষম। টপ স্পীড রয়েছে প্রায় ১০০ কিমি প্রতি ঘন্টায় এবং মাইলেজ টাও রয়েছে অসাধারন যেটা ৫০ কিমি প্রতি লিটারে। বাইকটির ভালো দিক হল যে ১২৫ সিসি বাইক হিসেবে যথেষ্ট মোটা টায়ার রয়েছে। সামনের টায়ারের সাইজ ১১০/৭০-১৭ এবং পেছনের টায়ার ১৫০/৭০-১৭ । অসাধারণ ফিচারের এই বাইকটির সর্বশেষ দাম ২৯৯৯৯৫

RACE HYOSUNG GTR 125
RACE HYOSUNG GT 125 এর নেকেড টাইপের ফেয়ারিং মডেল হচ্ছে RACE HYOSUNG GTR 125 এই বাইক। এই বাইকটিতে চমৎকার স্পোর্টস লুক এবং পাওয়ার দুটিই রয়েছে । পাওয়ার টাও GT 125 মডেলের থেকে আরও উন্নত করা হয়েছে যার ফলে এর টপ স্পীড রয়েছে ১২০ কিমি প্রতি ঘন্টা ।এছাড়া অন্যান্য ফিচারস গুলো প্রায় একই রয়েছে। বাইকটির সর্বশেষ মুল্য ৩৫৯৯৯৫।

RACE HYOSUNG RT 125
রেস এই বাইকটিতে অফ রোড বাইকের মত ডিজাইন রয়েছে এবং চকচকে কালার বাইকটিতে সুন্দর দেখতে করেছে। ১২৫ সিসির বাইক হিসেবে যথেষ্ট শক্তিশালী ইঞ্জিন রয়েছে। ওয়েল কুল্ড, DOHC, ৪ টি ভাল্ভ সমৃদ্ধ ইঞ্জিন রয়েছে যেটা ম্যাক্স পাওয়ার ১০.৬ কিলোওয়াট এবং ম্যাক্স টর্ক ১০.৮৯ দিতে সক্ষম। সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন, পেছনের দিকে মনোশক সাসপেনশন, ডিস্ক এবং ড্রাম ব্রেকিং এর কম্বিনেশন সব মিলিয়ে বেশ দারুন ফিচারস সমৃদ্ধ একটি বাইক। বাইকটির সর্বশেষ মুল্য ২৪৯৯৯৫ টাকা।

RACE SR 125
বাইকটি দেখতে ছোট মনে হলেও এর পারফরমেন্স তেমন ঘাঁটতি নেই। সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, ওয়াটার কুল্ড DOHC ১২৫ সিসির ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ১৫.৮১ বিএইচপি এবং ম্যায টর্ক ১২ এন এম সরবরাহ করতে পারে যেটা সত্যিই অবিশ্বাস্য একটি ব্যপার। রেস এর অন্যান্য বাইকের মতো এই ফিচারস একই রয়েছে। সব মিলিয়ে বাইকটির সর্বশেষ মুল্য ধরা হয়েছে ১৯৯০০০ টাকায়।


Bike News

Price of Royal Enfield Meteor 350 in Bangladesh 2024
2024-10-31

Royal Enfield is one of the best motorcycle brands that express the prestige of bikers known all over the world and needless t...

English Bangla
Royal Enfield Hunter 350 price in Bangladesh 2024
2024-10-28

Royal Enfield is a brand that carries a biker’s aristocracy and excellent choice of personality meanwhile, Royal Enfield is ...

English Bangla
Royal Enfield Classic 350 Price in Bangladesh
2024-10-27

Royal Enfield is one of the most and most waited motorcycle brand in Bangladesh which is widely known in all over the world fo...

English Bangla
Hero Xtreme 125R Bike Price in Bangladesh
2024-10-26

Hero MotoCorp has brought various models of motorcycles and scooters to the Bangladeshi market depending on the customers' pre...

English Bangla
Win exciting prizes with Yamaha FZS V2
2024-10-24

The best motorcycle brand of the country Yamaha has one of its popular models called Yamaha FZS V2. The leading selling model ...

English Bangla
Filter