গত ১৮ই সেপ্টেম্বর ২০২০ রোজ শুক্রবার তারিখে রাজশাহী বাইকারস ক্লাবের ২ বর্ষপুর্তি অনুষ্ঠিত হয় রাজশাহীর জিয়া শিশু পার্কে । উক্ত অনুষ্ঠানের মূল অভিপ্রায় ছিলো উত্তরবঙ্গের বিভিন্ন বাইকিং গ্রুপ সহ বাংলাদেশের সকল বাইকারদের একত্রিত করা এবং দিনটি সকলের সাথে ভালোভাবে উদযাপন করা। রাজশাহীর বাইকার ক্লাব খুব ভালোভাবেই সেটি সম্পন্ন করতে সক্ষম হয়েছে।
উত্তরবঙ্গের সক্রিয় এই বাইকিং গ্রুপটি তার যাত্রা শুরু করে ২০১৮ সালের ১৮ই সেপ্টেম্বর মাসে। রাজশাহী বাইকারস ক্লাব (আরবিসি) ১বর্ষ উদযাপন করে ব্যাপক সাড়া ফেলে ঠিক তারই ধারাবাহিকতায় এবারের বর্ষপূর্তি আরও জমকালো ও সুষ্ঠুভাবে করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহন করা হয় । উত্তরবঙ্গের অন্যতম সক্রিয় একটি বাইকিং গ্রুপ রাজশাহী বাইকারস ক্লাব (আরবিসি) বিভিন্নভাবে বাইকারদের মন জয় করে আসছে। কোন অঞ্চল থেকে যদি কোন বাইকার রাজশাহীতে আসে তাহলে রাজশাহী বাইকারস ক্লাব (আরবিসি) সাদরে গ্রহন করে তাদের বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যার কারণে দিনে দিনে রাজশাহী বাইকারস ক্লাব (আরবিসি) এর সুনাম সারা বাংলাদেশের দিনে দিনে ছড়িয়ে পড়ছে। রাজশাহী বাইকারস ক্লাব (আরবিসি) শুধুমাত্র বাইকিং করেই ক্ষান্ত নয় তারা সামাজিক বিভিন্ন কার্যকলাপে অংশ নিয়ে অসহায় মানুষদের সেবা করে আসছে এবং জীবন বাঁচানোর জন্য যে রক্তের প্রয়োজন হয় তারও ব্যবস্থা করেছে রাজশাহী বাইকারস ক্লাব (আরবিসি)। মোট কথায় একটি সক্রিয় বাইকিং গুপ হিসেবে নানামুখী কার্যকলাপ ও সহায়তার হাত বাড়িয়ে দেয় রাজশাহী বাইকারস ক্লাব (আরবিসি)।
দ্বিতীয় বর্ষপুর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে আর বাইক সেন্টারের স্বত্তাধিকারি জনাব কোয়েল, ইব্রাহিম মোটরস এর স্বত্তাধিকারি জনাব ইব্রাহিম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর জনাব সোহেল, সিরাজগঞ্জ রাইডারস এর এডমিন জনাব শাকিল, BOS বাইকারস অব সিরাজগঞ্জ এর এডমিন জনাব উচ্ছাস, নাটোর বাইকারস ক্লাব এর জনাব সাদি, উত্তরবঙ্গ রাইডারস এর এডমিন জনাব জুয়েল, জনপ্রিয় বাইকার জনাব মাসদাক, আরেকজন জনপ্রিয় বাইকার জনাব ইমরান বি পজিটিভ, মোটরসাইকেল ভ্যালীর সিনিয়র এক্সিকিউটিভ জনাব আসিফ, মটো ভ্যালী গিয়ারস শপ এর স্বত্বাধিকারী জনাব হামিম সহ রাজশাহী বাইকারস ক্লাব (আরবিসি) এর সভাপতি আব্দুল আওয়াল এবং রাজশাহী বাইকারস ক্লাব (আরবিসি)বাইকিং গ্রুপের সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বাইকারদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় এবং তারপরে পবিত্র কোরআন তেলায়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এরপরে অতিথিবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন এবং সভাপতি আব্দুল আওয়াল এর সমাপনী বক্তব্য ও কেক কাটার মধ্যে দিয়ে ২য় বর্ষ উদযাপন করা হয়।
160cc motorcycle market achieves the perfect balance of performance, fuel efficiency, and value. The motorcycles have powerful...
English BanglaUttara Motors Service Campaign and Sales Fair is now in the greater Jessore district! This 2-day fair will feature all kinds o...
English BanglaYamaha is one of the motorcycle brands from outside the Indian subcontinent, each model of which is unique in its own right an...
English BanglaYamaha is a globally renowned Japanese brand well known for its high-performance motorcycles, scooters, and marine products. F...
English BanglaPGM-FI stands for Programmed Fuel Injection. It's an advanced technology developed by Honda for motorcycles. It's an electroni...
English Bangla