ইয়ামাহা বাংলাদেশের বাজারে জনপ্রিয় একটি নাম । তাদের অনেকগুলো বাইক বাংলাদেশের বাজারে দেখতে পাওয়া যায় তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে Yamaha FZS V2। কেন এই বাইকের এত চাহিদা এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহল চলুন দেখে নিই কী কী কারনে Yamaha FZS V2 বাইকের চাহিদা এত বেশি?
ব্র্যান্ড ভ্যালূ
সবার প্রথমে যে বিষয়টি আসে সেটি হল ব্র্যান্ড ভ্যালূ। ইয়ামাহা দেশের বাজারে গ্রাহকদের সামনে তাদের বাইক ও সার্ভিসগুলো খুব ভালোভাবে তুলে ধরেছে যার কারনে গ্রাহকদের মাঝে এই ব্রান্ডের চাহিদা ও ভ্যালূ বৃদ্ধি পেয়েছে। দেশের সকল অথোরাইজড শোরুমে তাদের থ্রি এস সার্ভিস এর মাধ্যমে গ্রাহকদের মন জয় করতে সক্ষম হয়েছে এবং এক ছাদের নিচেই সমস্ত সেবা গ্রহন করতে পারছে।
ডিজাইন
Yamaha FZS V2 বাইকটির যে ডিজাইন রয়েছে তা এই বাজেটের মধ্যে সত্যি প্রশংসনীয়। সব বয়সের রাইডারের সাথে এই বাইকের ডিজাইন খুব সহজেই খাপ খায় এবং এর যে গ্রাফিক্যাল ডিজাইন রয়েছে সেটাও খুব মার্জিত তাই ডিজাইনের দিক থেকে এই বাইকটা আসলেই অনেক বেশি ভালো।
ফিচারস
ফিচারসের দিক থেকেও এই বাইকটি অন্যতম একটি বাইক কারণ এর সাথে অত্যাধুনিক সব ফিচারস যুক্ত করা হয়েছে যেমন এফআই প্রযুক্তি, ব্লু কোর প্রযুক্তির মত সুন্দর সুন্দর ফিচারস রয়েছে এই বাইকের সাথে। এই ব্লু কোর ও এফ আই সম্মিলিতভাবে বাইকের পারফরমেন্স খুব সুন্দরভাবে সরবরাহ করে।
ভালো মাইলেজ
মাইলেজের দিক থেকেও এই বাইকটি বেশ এগিয়ে। এফআই প্রযুক্তি থাকার কারনে এই বাইক থেকে মাইলেজ একটু বেশি পাওয়া যায়। আমরা এই বাইকের ইউজার এর সাথে কথা বলে জানতে পেরেছি যে এই বাইকের মাইলেজ ৪০-৫০ কিমি এর মত তারা পেয়ে থাকেন ।
আরাম কন্ট্রোল
আরাম এর দিক থেকেও এই বাইকটি সেরা অবস্থানে রয়েছে কারণ এর সিটিং পজিশন ও হ্যান্ডেলবারের কম্বিনেশনটা বেশ দারুন যার ফলে দীর্ঘ রাইডেও কোন সমস্যা হয় না রাইডারের। এদিকে উন্নত্মানের সাসপেনশন, মোটা টায়ার, বডি চ্যাসিস , ওয়েট ডিস্ট্রিবিউশন সব মিলিয়ে খুব ভালো আরাম সরবরাহ করতে সক্ষম এই বাইক। এদিকে এই বাইকটা যারা রাইড করেছেন তারা সকলেই কম বেশি বাইকের পারফরমেন্স অনেক স্মুথ পেয়েছেন।
ইলেক্ট্রিক্যাল ফিচারস
ইলেক্ট্রিক্যাল ফিচারস এর দিক থেকে এই বাইকটি একটু পিছিয়ে থাকলেও দেখা যায় যে গ্রাহকেরা এই বাইকটা ইলেক্ট্রিক্যাল বিষয় তেমন আমলে নেন না এবং কিছু পরিবর্তন করতে হলে তা বাইক কেনার পর করে নেন।
এই বাইকটি যারা এখন পর্যন্ত রাইড করেছেন তারা এখন পর্যন্ত কোন বড় সমস্যার সম্মুখীন হননি বা বাইকের কোন জিনিস নিয়ে বড় বিপদে পড়েনি । তাই যারা এই বাইকটি ব্যবহার করছেন তাদের মধ্যে থেকে বেশির ভাগ গ্রাহক বাইকটাকে ভালো বলেছেন।
এই সকল কারনে Yamaha FZS V2 বাইকটি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এবং এর চাহিদা দেখা যাচ্ছে দিন দিন বেড়েই চলেছে। আপনি যদি এই বাইকটি ব্যবহার করে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানান কেন আপনার কাছে এই বাইকটি প্রিয়।