স্বদেশী ব্রান্ড গুলোর মধ্যে অন্যতম স্বনামধন্য ব্রান্ড হলো “রোডমাস্টার” যা ইতোমধ্যে তাদের বাইকের বৈচিত্র, ভিন্নতা, আধুনিক ফিচারের দারুন সমন্বয়তা এবং দামের সহজলভ্যতার কারনে গ্রাহক মনে জায়গা করে নিয়েছে যা চোখে পড়ার মত দ্রুত। তবে অন্যান্য ব্রান্ডের সাথে পাল্লা দেওয়ার ক্ষেত্রেও রোডমাস্টার কোনভাবেই পিছিয়ে নেই। তাদের প্রতিটা বাইকই নজর কাড়া ডিজাইন দিয়ে তৈরি যা সকল বয়সের রাইডারদের মন জয় করতে সক্ষম।
অন্যদিকে রোডমাস্টার হাজির হয়েছে “বৈশাখী ছাড়” নিয়ে যা বাইকারদের রোডমাস্টার বাইকের প্রতি আকৃষ্ট করবে আরো ভালভাবে। চলুন আমরা দেখে নিই “বৈশাখী ছাড়” বাইকারদের আসলে কই অফার করছে। এই ছাড় মুলত রোডমাস্টারের প্রায় সকল বাইকের ওপর নির্দিষ্ট একটি অংকের মুল্য ছাড় এবং ছাড় দেওয়ার পর বর্তমান মুল্য তালিকা নিম্নে দেওয়া হলঃ
রোডমাস্টার প্রাইম ১০০সিসি
পুর্বে মুল্য ছিল ৯১,৯০০/-
ছাড় দেওয়া হয়েছে নগদ ১০,০০০/-
বর্তমান মুল্য ৮১,৯০০/-
রোডমাস্টার ভেলোসিটি ১০০সিসি
এই বাইকটার মুল্য ছিল ১০৯,৯০০/-
যার ওপর বর্তমানে ছাড় দেওয়া হয়েছে ৫০০০/-
বর্তমান মুল্য ১০৪,৯০০/-
রোডমাস্টার ডিলাইট ১০০সিসি
এর পুর্ব মুল্য ৯৬,৯০০/- টাকা
যার ওপর বর্তমানে ছাড় দেওয়া আছে নগদ ৫০০০/- টাকা
তাতে এই বাইকটার বর্তমান দাম ৯১,৯০০/- টাকা
রোডমাস্টার র্যাপিডো ১৫০সিসি
যার পুর্ব মুল্য ১,৬৮,৯০০/-
এই বাইকটার ওপর ছাড় দেওয়া হয়েছে ১২০০০/- টাকা
এবং এর বর্তমান মুল্য ১,৫৬,৯০০/- টাকা
রোডমাস্টার প্রাইম ৮০সিসি
এবং এই বাইকের বর্তমান মুল্য ৬৭,৯০০ টাকা।
একই সাথে রোডমাস্টার “ডায়ুন” নামে একটি ব্রান্ড বাজারজাত করে থাকে। যার ওপর এই ছাড় তারা প্রযোজ্য করেছে। আসুন দেখে নিই ডায়ুন মডেলের বর্তমান এবং পুর্ব মুল্যঃ
ডায়ুন স্প্রাউট ১০০সিসি
পুর্বে এই বাইকটা বিক্রি হত ৯২,৯০০ টাকায়
এর ওপর বর্তমানে ছাড় দেওয়া হয়েছে ৫০০০ টাকা
তাতে এর বর্তমান মুল্য ৮৭,৯০০/-
ডায়ুন প্লাইট ১১০সিসি
এর খুচরা বিক্রয় মুল্য পুর্বে ছিল ৯৫,৯০০ টাকা
যা এখন ৯০,৯০০ টাকা যার মানে এর ওপর ছাড় দেওয়া হয়েছে ৫০০০ টাকা।
বলা বাহুল্য যে আপনি যদি উক্ত বাইকের মধ্যে যেকোনটি কেনার ব্যাপারে আগ্রহী হউন তবে দেরি না করে আপনার নিকটস্থ শো রুমে যোগাযোগ করুন।