বাংলাদেশের জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড রোডমাস্টার । তাদের একটি বিশেষ দিক হচ্ছে তারা তাদের সকল বাইকের সাথে একটি তকমা ব্যবহার করে সেটা হল “মেড ইন বাংলাদেশ” অর্থাৎ বুঝায় যাচ্ছে যে এটি স্বদেশি একটি মোটরসাইকেল ব্র্যান্ড। নিজ দেশের মানুশের ক্রয় ক্ষমতা ,রুচি ইত্যাদি বিবেচনা করে রোডমাস্টার তাদের বাইকগুলো ঠিক সেভাবেই তৈরি করে চলেছে। এখন তাদের প্রত্যেকটি মোটরসাইকেলের দাম বাংলাদেশের মানুষের হাতের নাগালের মধ্যে। বিভিন্ন কোম্পানী বিভিন্ন উদ্দেশ্য নিয়ে তাদের কিছু অফার গ্রাহকদের সামনে তুলে ধরে এর ফলে গ্রাহকদের একটু হলেও সামর্থ্য হয় সেসকল বাইক কেনার জন্য। ঠিক তেমনিভাবে স্বদেশি এই মোটরসাইকেল ব্র্যান্ডটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে হেমন্ত অফার । এই হেমন্ত অফার তাদের বাইকগুলোতে থাকছে বিশেষ ছাড়। তাই চলুন এক নজর দেখে নেওয়া যাক তাদের কোন কোন বাইকে ছাড় দেওয়া হয়েছে।
রোডমাষ্টার প্রাইম ৮০ সিসি
৮০ সিসির এই বাইকটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমদামী এবং বেশ ভালো ফিচারস সমৃদ্ধ একটি বাইক। রোডমাস্টার তাদের এই বাইকের অফার মুল্য করেছে ৬৩৯০০ টাকা যা পূর্বে ছিলো ৬৭৯০০ টাকা।
রোডমাষ্টার প্রাইম ১০০ সিসি
১০০ সিসির বাইকগুলোর মধ্যে রোডমাস্টারে প্রাইমের চাহিদাও কম নেই। আর সেই চাহিদা দ্বিগুণ করতে রোডমাস্টার এই বাইকের অফারমুল্য করেছে ৮০৯০০ টাকা।
রোডমাষ্টার ডিলাইট ১০০ সিসি
রোডমাস্টার ডিলাইট বাইকটি গ্রাম অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। এই বাইকের অফারমুল্য ধার্য করা হয়েচে ৮৬৯০০ টাকা।
রোডমাষ্টার ভেলোসিটি ১০০
১০০ সিসির মধ্যে স্টাইলিশ এবং সহনীয় দামের একটি বাইক হচ্ছে ভেলোসিটি। এই লুক এতটাই গারজিয়াস যে অনেকেই এটাকে ১৫০ সিসির বাইক বলে থাকে কিন্তু এটা ১০০ সিসির ইঞ্জিন সমৃদ্ধ একটি বাইক। এই বাইকের অফারমুল্য ১০৪৯০০ টাকা।
ডায়ুন স্প্রাউট ১০০ সিসি
অন্যান্য বাইকের মতই এই বাইকেরও বিশেষ চাহিদা করেছে। বয়স ভেদে রাইডার ভেদে বাইকগুলো নির্ভর করে। এই বাইকের অফারমুল্য দিয়েছে ৮২৯০০ টাকা।
ডায়ুন প্লাইট ১১০ সিসি
এতক্ষন কথা হচ্ছিল ৮০ ও ১০০ সিসির বাইক নিয়ে আর এখন কথা বলছি তার থেকে ১০ সিসি বেশি বাইক অর্থাৎ ১১০ সিসির প্লাইট নিয়ে। ১১০ সিসির এই বাইকটির অফারমুল্য ৮৫৯০০ টাকা।
রোডমাষ্টার র্যা পিডো ১৫০ সিসি
বাংলাদেশের রাস্তায় ১৫০ সিসির মধ্যে জনপ্রিয় একটি বাইক হচ্ছে র্যা পিডো। এই বাইকটি বিশেষ করে তরুণদের বেশি আকৃষ্ট করে। অন্যান্য ১৫০ সিসি বাইকের তুলনায় এই বাইকের দাম অনেক কম আর তার সাথে অফারমুল্য যোগ করে বাইকটার দাম হয়েছে ১৫৬৯০০ টাকা।
তাদের এই অফারটি চলবে ১ নভেম্বর থেকে স্টক থাকা পর্যন্ত । তাই আজই আপনার পছন্দের রোডমাস্টারের বাইক দখল করুন।