মোটরসাইকেলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এটি নিঃসন্দেহে বলা যায় যে যেকোন বয়সের চালকের জন্য মোটরসাইকেল খুবই গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। দেশ এবং দেশের বাইরে মোটরসাইকেলের চাহিদা মেটানোর জন্য তারা দক্ষতার সাথে বেশ ভাল ভাল মোটরসাইকেল প্রস্তুত করছে সেসকল কোম্পানী গুলোর মধ্যে উল্লেখ যোগ্য একটি কোম্পানীর নাম হল রোডমাস্টার। রোডমাস্টার হল বাংলাদেশি একটি ব্র্যান্ড যারা Dayun মোটরসাইকেলের মাধ্যমে লোকাল মার্কেটে যাত্রা শুরু করেছিল। কিছু দিন পর মোটরসাইকেল মার্কেটে অভাবনীয় সাড়া ফেলার পরে তারা একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করে। কম দামে ভাল মোটরসাইকেল সরবরাহ করার ফলে তারা বাংলাদেশের মার্কেটে অন্যান্য বাইকের তুলনায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।রোডমাস্টারের কিছু বাইক আছে যেগুলো সিসি অনেক কম কিন্তু দামে ও গুনে বেশ ভাল। আসুন জেনে নেই তাদের বাইকের বর্তমান দামগুলো।
রোডমাস্টার প্রাইম
মোটরসাইকেলটি তৈরি করা হয়েছে ৮০ সিসির সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন দিয়ে। ৮০ সিসি বাইকের মধ্যে এই বাইকটি দেখতে বেশ সুন্দর। এছাড়াও অসাধারণ ডিজাইন সাথে সুন্দর কালার কম্বিনেশন, এলয় হুইল, ভাল মানের সাসপেনশন এবং ব্রেকিং, পাওয়ারফুল হেডল্যাম্প এবং অন্যান্য সব ফিচার নিয়ে ৮০ সিসি বাইক হিসেবে বেশ সুন্দর। বাইকটি পারফরমেন্সে গ্রাহককে হতাশ করবে না, ৬৫ কিমি প্রতি লিটারে মাইলেজ, ৭০ কিমি প্রতি ঘন্টায় টপ স্পীড ভাবাই যায় না। বাইকটির দাম ৬৪৯০০ টাকা যেটা বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে সবচেয়ে কম মুল্যের বাইক।
রোডমাস্টার রেক্স
৮০ সিসি সেগমেন্টের বাইকের মধ্যে Roadmaster REX 80 এবং Roadmaster Prime 80 প্রায় একই ডিজাইন রয়েছে তবে এদের ফিচার গুলো একবারেই আলাদা। সেজন্য দামটা একটু কম বেশী করা হয়েছে। ইঞ্জিন বলতে গেলে একই আছে তবে টপ স্পীড Roadmaster Prime 80 এর থেকে বেশী যেটা ৮০ কিমি প্রতি ঘণ্টায় তবে মাইলেজ Roadmaster Prime 80 এর মতই রয়েছে। এছাড়াও ইলেকট্রিক দিকে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় এবং সামনের চাকায় ডিস্ক ব্রেকের ফলে পারফরমেন্স বেশ ভাল হবে বলে আশা করা যায়। বাইকটির দাম ৮০৯০০ টাকা।
রোডমাস্টার ডিলাইট
রোডমাস্টারের আরেকটি সুন্দর বাইক হল ডিলাইট। বাইকটির ইঞ্জিনে রয়েছে ৯৮.৫৩ সিসির ইঞ্জিন যেটা খুব ভাল পাওয়ার আউটপুট এবং ভাল টর্ক তৈরি করতে সক্ষম। ডিজাইন এবং ডাইমেনশান খুবই চমৎকার এবং বাইকটির ভাল কালার কম্বিনেশন,এলয় রিম, সামনের চাকায় ডিস্ক ব্রেক বাইকটির সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। বাইকটির দাম ৯৪৯০০ টাকা।
রোডমাস্টার ভেলোসিটি
১০০ সিসির সেগমেন্টের বাইকের মধ্যে এই বাইকটির ফিচার বেশ ভাল এবং ফ্যাশানেবল ডিজাইন রয়েছে। ৯৯.৭১ সিসির সিংগেল সিলিন্ডার,এয়ার কুলড, ৪ স্ট্রোক ইঞ্জিন রয়েছে যেটা ম্যাক্স পাওয়ার 6.3KW @ 7500 এবং ম্যাক্স টর্ক 7.5NM @ 5000 তৈরি করতে সক্ষম।ভাল মাইলেজ এবং ভাল স্পীড, সুন্দর ডাইমেনশন, ডিস্ক ব্রেক বাইকটিকে আরও সুন্দর করে তুলেছে। বাইকটির দাম ১০৯৯০০ টাকা।
রোডমাস্টার র্যাপিডো
আধুনিক ডিজাইন এবং শক্তিশালী ইনজিন দিয়ে তৈরী রোডমাস্টার র্যাপিডো মোটরসাইকেলটি ১৫০সিসি স্পোর্টস বাইক। সর্বশেষ দাম ১৬৫০০০.০০