রানার নিয়ে এলো একঝাক নতুন বাইকের সমাহার! বাংলাদেশের অন্যতম মোটরসাইকেল নির্মাতা রানার গ্রুপের পক্ষথেকে সকল রানার প্রেমীদের জন্য এই দুর্বিসহ করোনাকালে এ এক নতুন উপহার।
বাংলাদেশের বাজারে প্রচলিত সকল বাইকের মাঝে নিজ দেশের পন্য রানারের চাহিদাও কোন অংশে কম নয়। দেশের মাটিতে অন্যনান্য দেশের মোটরসাকেল বেশি থাকলেও রানার বাইকের প্রতি আছে অনেকেরই এক অন্যরকম আস্থা। আর সেই জায়গাটিকে আরো দৃড় করতে রানার নিয়ে এলো একঝাক নতুন বাইকের সমাহার। বাংলাদেশের বাজারে জনপ্রিয় ইতালিয়ান কিছু ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটার এই রানার গ্রুপ। ইতোমধ্যেই তারা দেশের বাজারেনিয়ে এসেছে Vespa & Aprilia ব্র্যান্ডের কিছু স্কুটার। আর এই কোভিড-১৯ আক্রান্ত সকলের কথা মাথায় রেখে অনলাইন বুকিং সুবিধাসহ রানার নিয়ে এলো কিছু মনমুগ্ধকর APRILIA মোটরসাইকেল। এখানেই শেষ নয়, নিজেদের পন্যের চাহিদা মাথায় রেখে ঈদ আনন্দকে আরও গভীর করতে তাদের এই অনলাইন সার্ভিসের আওতায় থাকবে তাদের নিজস্ব নতুন ৭ টি মোটরসাইকেলের সমাহার। যেখানে থাকছে রানারের জনপ্রিয় ২ টি বাইকের নতুন ভার্শন, এবং সময়ের চাহিদা ও পরিবেশ বান্ধব ২ টি স্কুটার এবং ইলেক্ট্রিক বাইক। করোনা পরিস্থিতি এবং ঈদকে কেন্দ্র করে যখন অন্যান্য কোম্পানিগুলো দিচ্ছে আকর্ষোনীয় অফার তখন দেশীও পন্য রানার কেন পিছিয়ে থাকবে। তাই সুলভ মূল্যে এই নতুন এই বাইকগুলো রানারের ঈদ উপহারও বটে। তাহলে চলুন দেখে নেয়া যাক সেই বাইকগুলো।
এক্সক্লুসিভ কালেকশন ইতালিয়ান ব্র্যান্ডের APRILIA মোটরসাইকেলগুলোর মধ্যে থাকছে, APRILIA GPR 150, APRILIA FX 150, APRILIA TERRA 150, APRILIA CAFÉ 150 । ১৫০ সিসি সেগ্মেন্টে এই বাইকগুলোর চাহিদা কতটা তা এখন সময় বলে দেবার অপেক্ষা।
অন্য দিকে, রানারের নিজেস্ব প্রোডাকশনের কিছু নতুন বাইকের তালিকায় রয়েছে, রানারের জনপ্রিইয় একটি বাইক Runner Bullet 100 এর দ্বিতীয় ভার্শন Runner Bullet 100 v2। ১৫০ সিসি সেগ্মেন্টে রানারের আরেকটি অন্যতম বাইক Runner Knight Rider । এই বাইকটিরও ভার্শন ২ বাজারে নিয়ে এসেছে রানার, নামকরন Runner Knight Rider v2।
স্কুটার ক্যাটেগরিতে রানার নিয়ে এসেছে ১১০ সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন Runner Skooty 110।
অন্যদিকে, জনপ্রিয় ইতালিয়ান কোম্পানি Vespa সেগ্মেন্টে রানার নিয়ে এসেছে Vespa Notte, Vespa VXL, Vespa Elegant মডেল গুলো।
পরিবেশ বান্ধব ইলেক্ট্রিক বাইকের চাহিদাকে মাথায় রেখে রানার বাজারে নিয়ে এসেছে তিনটি ইবাইক, যে তালিকায় রয়েছে, eWave Voltage, eWave Electrica এবং eWave Eco।
সর্বপোরি, করোনা পরিস্থিতি মাথায় রেখে উল্লেখিত বাইকগুলোর অনলাইন লঞ্চিং করা হয়েছে এবং বুকিং ব্যাবস্থা রাখা হয়েছে ক্রেতাদের উদ্দেশ্যে। পরিস্থিতি স্বাভাবিক হবার সাথে সাথেই বাইকগুলো পাওয়া যাবে রানার শোরুমে। বাইকের মুল্য এবং বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন https://www.runnerbd.com অথবা, https://www.motorcyclevalley.com