Yamaha Banner
Search

রানার বাইকের ডিস্কাউন্ট ও অফারসহ সর্বশেষ দাম

2019-05-24

রানার বাইকের ডিস্কাউন্ট ও অফারসহ সর্বশেষ দাম


Runner-bike-price-May-2019

বিশ্বব্যাপী সকল বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ডের পাশাপাশি বাংলাদেশের স্থানীয় বাজারে আরেকটি নামও জনপ্রিয়তা লাভ করছে এবং সেই ব্রান্ডটি হচ্ছে রানার। দেশীয় এই মোটরসাইকেল ব্র্যান্ড সবসময় চেষ্টা করে থাকে যতটা সম্ভব কম মুল্যের মধ্যে ব্যাবহারকারীদের হাতে তাদের বাইক তুলে দিতে। সাম্প্রতিক দিনগুলোতে তাদের পণ্যগুলি উন্নত মানের ফিচার এবং পারফরম্যান্সের কারণে জনপ্রিয় হয়ে উঠছে। সম্প্রতি রানার তাদের সব উপলব্ধ মোটরসাইকেলের উপর কিছু ডিসকাউন্ট অফার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে চলুন দেখে নেয়া যাক ডিস্কাউন্ট অফারের পররানার মোটরসাইকেলগুলোর বর্তমান মূল্য।


১। রানার বাইক আরটিঃ
এই ৮০ সিসিস্টাইলিশ কমিউটার বাইকটির মূল্য ছিল ৬৪০০০ টাকা। বর্তমানে রানার এটির উপর দিছে ৫০০০ টাকামুল্য ছাড়। আর তাই এই বাইকটির সাম্প্রতিক মূল্য দাড়িয়েছে ৫৯০০০ টাকা।

২। রানার এডি ৮০এস (এলয় রিম)ঃ
এই মোটরসাইকেলটির ছাড়ের আগে নিয়মিত মুল্য ছিল ৮৩০০০ টাকা এখন এটিতে রয়েছে ১৬০০০ টাকার ডিসকাউন্ট অফার। তাই এর বর্তমান মূল্য ৬৭০০০ টাকা।

৩। রানার এডি ৮০এস ডিলাক্সঃ
এডি ৮০এস ডিলাক্স এর নিয়মিত মূল্যটি ছিল ৮৫০০০ টাকা। এই বাইকটির সাথেও রানার দিছে ১৬০০০ টাকার মুল্য ছাড়, আর তাই এই মোটরসাইকেলটির সর্বশেষ মূল্য দাড়িয়েছে ৬৯০০০ টাকা।


৪। রানার চিতা:
স্থানীয় বাজারে এই বাইকটির মুল্য ৮৭০০০ টাকা। বর্তমানে রানার বাইকটির সাথে দিছে ৮০০০ টাকা মুল্যছাড়। ফলস্বরূপ এই মোটরসাইকেলটি পাওয়া যাবে ৭৯০০০ টাকায়।

৫। রানার এফ ১০০-৬এঃ
রানারের এই ১০০ সিসি মোটরসাইকেলটি ছাড়ের পূর্বে পাওয়া যেত ৮৮০০০ টকায়। ৮০০০ টকা ছাড়ের পরে এটির সাম্প্রতিক মূল্য দাড়িয়েছে ৮০০০০ টাকা।

৬। রানার বুলেট:
রানারের জনপ্রিয় একটি মোটসাইকেলট হল বুলেট ১০০ যা বাজারে ১০৫০০০ টাকা মুল্যে পাওয়া যাছিল। কিন্তু এখন ১০০০০ টাকা ছাড়ের পর এই জনপ্রিইয় রানার বাইকটির মুল্য দাড়িয়েছে ৯৫০০০ টাকা।


৭। রানার রোয়াল +:
রানার রোয়াল + এর উপলব্ধ মূল্য ছিল ১০১০০০ টাকা এখন এটিতে দেয়া হয়েছে ১০০০০ টাকাডিসকাউন্ট অফার, তাই মূল্যটি বর্তমানে ৯১০০০ টাকা।

৮। রানার কাইট +:
৯১০০০ টাকা মুল্য নির্ধারিত অবস্থায় এই বাইকটি পাওয়া যাছিল তবে রানার এই বাইকটিতে ৮০০০ টাকার ছাড় দিচ্ছে, তাই এই মোটরসাইকেলটির নতুন মূল্য ৮৩০০০ টাকা।

৯। রানার টার্বো-১২৫ঃ
১২৫সিসিসেগমেন্টে রানার টার্বো-১২৫ একটি জনপ্রিয় নাম। এই মোটরসাইকেলটির সর্বশেষ দাম ছিল ১৩০০০০ টাকা এবং এখন এটিতে ১২০০০ টাকা ডিসকাউন্ট অফার রয়েছে। ডিসকাউন্টের পরে এই বাইকটির মূল্য ১১৮০০০ টাকাতে এসে দাড়িছে।



১০। রানার টার্বো-১২৫ রেড ম্যাট:
টার্বো-১২৫এর আপডেট মডেলটির নামই হছে টার্বো-১২৫ রেড ম্যাট। এই মোটরসাইকেলটি্র নির্ধারিত মূল্য ছিল ১৩২০০০ টাকা কিন্তু ১৪০০০ টাকা ছাড়ের পরে এটি টার্বো-১২৫ এর সমমুল্যে অর্থাৎ ১১৮০০০ টাকাতে পাওয়া যাবে।

১১। রানার নাইটরাইডার:
নাইটরাইডার ১৫০সিসি এই বাইকটি দিয়ে রানার ১৫০সিসি মার্কেট ধরে রেখেছে। নগদ মুল্য ছাড় এই মোটরসাইকেলর জন্য দেওয়া হয়নি কিন্তু বিনামূল্যে রেজিস্ট্রেষণ প্রদান করা হবে এই বাইকের সাথে। এই বাইকের বর্তমান মুল্য ১৫৬০০০ টাকা।

১২। ইউএম রানার রেনেগেড কম্যান্ডো ১৫০ঃ
রানারের অন্যতম স্টাইলিশ পণ্যের মধ্যে এই বাইকটি দেখা যায়। ২৬০০০০ টাকা মুল্যের সাথে এই বাইকটি বাজারে পাওয়া যাছিল তবে এখন এর সাথে রয়েছে ২০০০০ টাক ছাড়। তাই ছাড়ের পর ইউএম রানার রেনেগেড কম্যান্ডো ১৫০ এর মুল্য দাড়িয়েছে ২৪০০০০ টাকা।

১২। ইউএম রানার রেনেগেড স্পোর্ট ১৫০ঃ
এই মোটরসাইকেলটি রানারের সর্বোচ্চ দামী মোটরসাইকেল এবং সেইজন্য এটিতে রয়াছে সবচেয়ে বেশি ডিসকাউন্ট। এটির নিয়মিত মূল্য ছিল ২৭৫০০০ টাকা, ২৫০০০ টাকা ছাড়ের পরে এই মোটরসাইকেলটির দাম ২৫০০০০ টাকা।

১৪। ইউএম রানার এক্সট্রিট ১৫০ঃ
150cc সেগমেন্টে এই বাইকটিও জনপ্রিয়তার সাথে চলছে পথ। এই বাইকটির সর্বশেষ মুল্য ছিল ১৭৩০০০ টাকা, ১৩০০০ ছাড়ের পর মোটরসাইকেলটি পাওয়া যাবে ১৬০০০০ টাকায়।


Bike News

Bajaj Bike Price in Bangladesh December 2024
2024-12-22

Bajaj Motorcycles have taken a firm place in the minds of bike lovers in Bangladesh mainly due to its excellent combination of...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh December 2024
2024-12-21

Yamaha is the top brand in the premium bike market of Bangladesh because Yamaha is popular even among the root level bike love...

English Bangla
CFMoto Bike Prices in Bangladesh December 2024
2024-12-19

Very recently, CFMoto, one of the most famous motorcycle brands in China, was launched in Bangladesh, which is known all over ...

English Bangla
CFMoto officially launches its flagship 300cc sports bike in Bangladesh
2024-12-19

(Dhaka, December 19, 2024) - Global motorcycle brand CFMoto has officially launched its flagship sports bikes in the Banglades...

English Bangla
Yamaha is expanding its service range: Available at tourist points in border areas
2024-12-14

Yamaha has once again proven that it is ahead of any other motorcycle brand in providing the highest level of service to its c...

English Bangla
Filter