স্বদেশী ব্র্যান্ড হিসেবে অনেক আগে থেকেই বাংলাদেশে রানার অটো মোবাইল সুনামের সাথে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। আধুনিক ফিচারস, সহনীয় দাম ইত্যাদি মাথায় রেখে তারা গ্রাহকদের বেশ ভালো মানের পণ্য সরবরাহ করছে। রানার চায় যে বাংলাদেশের প্রতিটি ঘরে তাদের একটি করে মোটরসাইকেল থাকুক। গ্রাহকদের সাধ্যের কথা চিন্তা করে এবং বাংলাদেশের রাস্তায় চলার উপযোগী করে নিত্য নতুন মোটরসাইকেল প্রস্তুত করে চলেছে। তারা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশে তাদের মোটরসাইকেল রপ্তানি করছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক তাদের প্রত্যেকটি মোটরসাইকেলের ফিচারস এবং বর্তমান দামগুলো।
রানার বাইক আরটি
৮০ সিসির এই বাইকটিতে রয়েছে সুন্দর ডিজাইন ও মার্জিত আউটলুক। এদিকে ইঞ্জিনের দিক দিয়েও বাইকটি ৮০ সিসি হিসেবে বেশ শক্তিশালী। এর ইঞ্জিনে রয়েছে ৮০ সিসির সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন এবং বাইকটি সম্পূর্ণ ওজন প্রায় ৮৬ কেজি। এর একটি কালার(লাল) বাজারে পাওয়া যাচ্ছে। বাইকটির সর্বশেষ দাম ৬৪০০০ টাকা।
রানার এডি৮০এস এলয়
৮০ সিসির এই বাইকটির ইঞ্জিনে রয়েছে ৭৯সিসি সিংগেল সিলিন্ডার ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার ৪.৮ কিলোওয়াট@ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৫.৭ এন এম @ ৬০০০ উৎপন্ন করতে সক্ষম। এদিকে কোম্পানী এর মাইলেজ দাবি করে ৬৫ কিমি প্রতি লিটার। বাইকটির বর্তমান দাম ৮৩০০০ টাকা
রানার এডি৮০এস ডিলাক্স
এই বাইকটিতে পূর্বের বাইকের মতোই ফিচারস এবং ইঞ্জিন রয়েছে তবে এই ডিজাইনগত দিক দিয়ে পূর্বের বাইকের থেকে কিছু আলাদা করা যায়। বাইকটির বর্তমান মুল্য ৮৫০০০ টাকা।
রানার চিতা
১০০ সিসির এই বাইকটিতে প্রায় আধুনিক সকল ফিচারস রয়েছে এবং এর ইঞ্জিনে রয়েছে ৫.২ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং ৬.৫ এন এম ম্যাক্স টর্ক । রানার দাবি করে যে তাদের এই বাইকটি মাইলেজ দিবে লিটারে প্রায় ৬০ কিমি এর মতো এবং টপ স্পীড দিবে প্রায় ৭০ কিমি প্রতি ঘন্টায়। সর্বশেষ দাম ৮৭০০০ টাকা।
রানার এফ১০০-৬এ
১০০ সিসির এই বাইকটি দেখতে অনেকটা সাধারণ। বাইকটির ইঞ্জিনে রয়েছে ৫.২ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং কোম্পানির দাবি অনুযায়ী বাইকটি মাইলেজ দিবে ৬০ কিমি প্রতি লিটারে। বাইকটির সর্বশেষ মুল্য ৮৮০০০ টাকা।
রানার বুলেট
ভালো ইঞ্জিন শক্তি ওবং বেশ মার্জিত ডিজাইনের বাইক হল রানার বুলেট । বাইকটিতে ১০০ সিসির শক্তিশালী ইঞ্জিন রয়েছে যেটা ম্যাক্স পাওয়ার ৪.৮ কিলোওয়াট এবং ম্যাক্স টর্ক ৭ এন এম বাইকটির মাইলেজ ৫০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড দিবে ১০০ কিমি প্রতি ঘণ্টায় যেটা কোম্পানী দাবি করে। সব মিলিয়ে বাইকটির সর্বশেষ মুল্য ১০৫০০০ টাকা।
রানার রয়েল প্লাস
১১০ সিসির এই বাইকটি দেখতে বেশ আকর্ষণীয় এবং অনেক মার্জিত ডিজাইন যেটা সকল বয়সের রাইডারের সাথে মানানসই। বাইকটিতে শক্তিশালী ১১০ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটা বেশ ভালো স্পীড এবং মাইলেজ সরবারাহ করে। বাইকটির সর্বশেষ দাম ১০১০০০ টাকা।
রানার কাইট প্লাস
১১০ সিসির এই স্কূটারটি রানারেন একমাত্র স্কূটার। রানার চেষ্টা করেছে তাদের এই স্কূটারটিতে আধুনিক সকল ফিচারস ব্যবহার করার যেনো গ্রাহকদের স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে । রানার দাবি করে তাদের এই বাইকটি মাইলেজ দিবে লিটারে ৬০ কিমি এবং টপ স্পীড দিবে ঘণ্টায় ৮০ কিমি। বাইকটির সর্বশেষ দাম ৯১০০০ টাকা।
রানার টারবো ১২৫
১২৫ সিসির এই বাইকটি রয়েছে সকল আধুনিক ফিচারস এবং সুন্দর বডি ডিজাইন। এদিকে ইঞ্জিনে রয়েছে ৮.৪ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং ১১ এন এম ম্যাক্স টর্ক । কোম্পানির দাবি অনুযায়ী বাইকটি মাইলেজ দিবে ৫৫ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড দিবে ঘণ্টায় প্রায় ১১০ কিমি। বাইকটি সর্বশেষ মুল্য ১৩০০০০ টাকা এবং ম্যাট সিরিজের দাম হচ্ছে ১৩২০০০ টাকা।
রানার নাইটরাইডার
রানারের একমাত্র ১৫০ সিসির অত্যাধুনিক বাইক হল নাইটরাইডার। বাইকটির ইঞ্জিনে রয়েছে ১১.৯২৬ বিএইচপি ম্যাক্স পাওয়ার এবং ম্যাক্স টর্ক ১২.২ এন এম। ১৫০ সিসির এই বাইকটি মাইলেজ কোম্পানি দাবি করে ৫০ কিমি প্রতি লিটারে এবং টপ স্পীড দাবি করে ১২০ কিমি প্রতি ঘণ্টা। সব মিলিয়ে বাইকটির সর্বশেষ দাম ১৫৬০০০ টাকা।