Sunra
Yamaha Banner
Search

রানার স্কুটি ১১০সর্বোচ্চ বিক্রিত স্কুটার ২০২০-২০২১

2021-10-18

রানার স্কুটি ১১০সর্বোচ্চ বিক্রিত স্কুটার ২০২০-২০২১

Runner-Skooty-110-1634537351.jpg
কিছুদিন আগেও আমরা স্কুটারের ব্যাপারে তেমন একটা আগ্রহী ছিলাম না, অনেকে মেয়েলি রাইডিং মেশিন হিসেবেও বিবেচনা করে নিতেন।  বেশিরভাগ সময় মানুষ তাদের ব্যবহারের জন্য স্কুটার তেমন একটা পচ্ছন্দ করতেননা বলা চলে। তবে বর্তমান বাস্তবতা পরিবর্তন হয়েছে। স্কুটারকে এখন সকলের রাইডিং মেশিন হিসেবে বিবেচনা করা হয়। বাইক রয়েছে এমনকি একটি গাড়ি রয়েছে এমন মানুষও বেশি সুবিধা এবং আরামদায়ক চলাচলের জন্য স্কুটারকে অগ্রাধিকার দিয়ে বেছে নিচ্ছেন। বাংলাদেশের বাজারে তাকালে,  আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর স্কুটার রয়েছে, কিন্তু রানার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মধ্যে  উন্নত ফিচার সম্পন্ন একটি স্কুটার আমাদের দিয়েছে যার নাম “রানার স্কুটি ১১০”। এই স্কুটারটির দিকে তাকালে আমরা দেখতে পাবো, ১১০ সিসি সেগমেন্টে সেরা ফিচার সহ সর্বনিম্ন দাম, এমনকি আমাদের রাইডিং এর সময় পর্যাপ্ত লেগ স্পেস, স্টোরেজ সুবিধা, সামনের অংশে স্মার্ট পকেট, ইউএসবি চার্জিং সুবিধা, সব কিছু যা একজন রাইডারের প্রয়োজন হবে। এই স্কুটারটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই উপযুক্ত।  

একটি স্কুটার বেছে নেবার সময় এর ফিচার ছাড়াও আমরা ডিজাইন এবং কালার কম্বিনেশনকে অনেকটা অগ্রাধিকার দিয়ে থাকি। রানার স্কুটি ১১০ এর ক্ষেত্রে আপনি পাচ্ছেন কিছুটা স্পোর্টি এবং কিছুটা কমিউটার ডিজাইনের কম্বিনেশন, যা ৫ টি ভিন্ন রঙে পাওয়া যাবে, ম্যাট ব্ল্যাক, গোল্ড, ম্যাট ব্লু, ম্যাট রেড, এবং হলুদ এই হল পাঁচটি কালার স্কিম। আকর্ষণীয় রঙ ছাড়া রানার স্পোর্টি ডিকেল ব্যবহার করেছে এই স্কুটারটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য। রানার স্কুটি ১১০ কম্প্যাক্ট এবং ছোট, কিন্তু রাইড কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে বেশ স্পোর্টি।

রানার স্কুটি ১১০- স্কুটারটির রয়েছে ১০৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন, যা সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেমের সাথে মিলিত। অর্থাৎ এই স্কুটার চালানোর সময় কোন গিয়ার শিফটিং এর ঝামেলা নেই। আপনি ইলেকট্রিক এবং কিক স্টার্ট উভয় অপশন দিয়েই ইঞ্জিন চালু করতে পারেন। যদি আমরা পাওয়ার আউটপুট সম্পর্কে কথা বলি, এই স্কুটারটি আপনাকে মোটেও হতাশ করবে না। রানারের মতে, স্কুটি ১১০ ব্যবহারকারীদের সন্তুষ্ট করার জন্য ভাল মাইলেজ প্রদান করবে, সেই সাথে এক্সেলেরেশনের দ্বারা সবাই থাকবে অনন্দিত। স্কুটারটির সর্বোচ্চ গতি প্রায় ১০৫ কিমি/ঘণ্টা হবে বলে আশা করছে রানার।

Runner-Skooty-110-1-1634537376.jpg
যেমনটি আমরা আগেই উল্লেখ করেছি, এই স্কুটারের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা আপনার যাত্রাকে আনন্দময় করে তুলতে পারে, আসুন সেগুলি আরেকবার দেখে নেয়া যাক। রানার স্কুটি ১১০ এর সেইফটি ফিচার হিসেবে সিটের নিচে একটি সুইচ আছে, এই সুইচ বন্ধ থাকলে স্কুটারটি সম্পূর্ণভাবে বন্ধ রাখা সম্ভব, তাই ভয় নেই। সেই সাথে থাকছে পর্যাপ্ত লেগ স্পেস,যা এই স্কুটারকে আরো বেশি আরামদায়ক করে তোলে, বিশেষ করে যখন আপনি স্টোরেজ স্পেসের বাইরে অতিরিক্ত কিছু বহন করতে চান। গাড়ির ড্যাশ বোর্ড পকেটের মতো আপনার রানার স্কুটি ১১০ এ সামনের দিকে থাকছে স্মার্ট পকেট, যাতে আপনার সাধারণত প্রয়োজনীয় জিনিসপত্র বহন করা যায়। সেই স্মার্ট পকেটের ভিতরে আপনার জন্য থাকছে ইউএসবি চার্জিং সুবিধা, যাতে আপনি নিজেকে কাছাকাছি রাখতে পারেন সকলের সাথে এবং কখনও নেটওয়ার্কের বাইরে না যান। তাছাড়া, ডিস্ক এবং ড্রাম ব্রেক কম্বিনেশন, এলোয় হুইলের উপর টিউবলেস টায়ার, বড় এবং আরামদায়ক সিট, প্রশংসনীয় সাসপেনশন সেটআপ সবই রানার স্কুটি ১১০ এ দেয়া হয়েছে।

রানার মোটরসাইকেলগুলো সম্পর্কে সেরা একটি বিষয় হল EMI ব্যাবস্থা। এমনকি, আপনি নগদ এবং ক্রেডিট ক্রয় উভয় ক্ষেত্রেই বিভিন্ন ছাড় এবং ক্যাশব্যাক অফার পেতে পারেন। এই সুবিধা রানার বাইকগুলিকে আরও আকাঙ্ক্ষিত এবং কেনার ক্ষেত্রে সহজ করে তোলে। এই সমস্ত সুবিধা, ফিচারস এবং বিশেষ করে ব্যবহারকারীদের পজিটিভ মতামত "রানার স্কুটি ১১০" স্কুটারটিকে করেছে স্কুটার সেগমেন্টে সেলস ভলিউমের দিক থেকে সর্বোচ্চ বিক্রিত স্কুটার।

Bike News

Bajaj Bike Price in December 2025
2025-12-10

Bajaj is one of the few motorcycle brands that are at the top of the commuter segment in Bangladesh, each of whose models is wel...

English Bangla
GPX Bike Price in Bangladesh November 2025
2025-11-30

In the sports bike segment of Bangladesh, one of the most admired and fast-growing brands is the Thai motorcycle manufacturer GP...

English Bangla
Hyosung Arrives: Cruisers with a Futuristic Edge Hit Bangladesh Market
2025-11-29

The South Korean motorcycle brand Hyosung has officially entered the Bangladeshi market, bringing with it a highly anticipated l...

English Bangla
CFMoto Bike Price in Bangladesh November 2025
2025-11-20

One of the few brands that has received a great response from the bike lovers and biker community since the increase in the CC l...

English Bangla
Bajaj Bike Price in Bangladesh November 2025
2025-11-19

Bajaj is one of the most well-known motorcycle brands in Bangladesh, one of the reasons for which is the excellent combination o...

English Bangla
Filter