মোটরসাইকেলের জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই। দেশে বিভিন্ন ক্যাটেগরীর মোটরসাইকেল পাওয়া যায়। সাধারন কমিউটার বাইক থেকে স্পোর্টস বাইক পর্যন্ত। দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে স্কুটার ও। বিশেষকরে তাদের আরামদায়ক সিটিং পজিশন, তেলসাশ্রয়ী কিন্তু ক্ষমতাশালী ইনজিন এবং বাহারী ডিজাইনের কারনে। বাংলাদেশে এক সময় ভেসপা নামের স্কুটার অনেক জনপ্রিয় ছিলো। ধীর স্থির মাঝ বয়সী লোকেরাই সাধারনত সেই বাইক চালাতেন। বর্তমানে স্কুটার এসেছে নতুন রূপ নিয়ে। বাহারী ডিজাইন, বিভিন্ন রেঞ্জের ইনজিন, এবং হরেক ব্রান্ড। কলেজগামী কিশোর থেকে শুরু করে বৃদ্ধদের উপযোগী করা হয়েছে স্কুটার গুলোকে। আমাদের দেশে প্রচলিত একটি ধারনা রয়েছে স্কুটার মানেই মেয়েদের জিনিস। সে ধারনা পরিবর্তনের সময় চলে এসেছে। এখন নারী-পুরুষ, কিশোর-যুবা সবাই এটি ব্যবহার করতে পারে স্বচ্ছন্দে, আনন্দের সাথে। বাংলাদেশে সাধারন ইনজিন স্কুটারের সাথে ইলেক্ট্রিক চালিত স্কুটারও পাওয়া যায়। এই স্কুটারগুলো ব্যবহার সহজ এবং খরচ কম বলে অনেকেই পছন্দ করে থাকেন। তবে যারা তুলনামূলকভাবে একটু বেশি স্পীড পছন্দ করেন তারা ইনজিনচালিত স্কুটারই বেশি পছন্দ করেন। প্রায় সব ধরনের স্কুটারের বড় সুবিধা হলো সামনে পা রাখার প্রসস্ত জায়গা এবং সীটের নীচে পর্যাপ্ত জায়গা। যা ব্যক্তি বা পারিবারিক বাহন হিসেবে কাজে খুবই কাজে লাগে।
দিনে দিনে স্কুটারের জনপ্রিয়তা বাড়ছে বিধায় অনেক মোটরবাইক কোম্পানীর স্কুটার পাওয়া যাচ্ছে। বাংলাদেশে অনেক ধরনের এবং অনেক ব্রান্ডের স্কুটার পাওয়া যায়। বিশেষকরে ইলেক্ট্রিক স্কুটার এর অনেক ব্রান্ড রয়েছে। দেশে স্কুটার এর জন্য পরিচিত ব্রান্ডগুলোর মধ্যে রয়েছে TVS, Mahindra, Hero, ZNEN, SYM, Green Tiger ইত্যাদি. এগুলো বাদেও অনেক ব্র্যান্ড রয়েছে যাদের স্কুটার রয়েছে।
Hero: পার্শ্ববর্তি দেশ ভারতে Hero এর বেশ কয়েকটি মডেলের স্কুটার থাকলেও বাংলাদেশে এই মুহুর্তে Hero Pleasure টিই শুধু পাওয়া যায়।
TVS: বাংলাদেশে মোটরসাইকেল জগতে জনপ্রিয় ব্রান্ডগুলোর একটি হলো টিভিএস। তাদের স্কুটি গুলোর মধ্যে TVS ZEST 110, TVS Jupiter, TVS WEGO 110 এবং TVS SCOOTY PEP PLUS বেশ জনপ্রিয়।
Mahindra: একটু ভিন্ন ধারার এবং বৈচিত্রপুর্ণ স্কুটারের জন্য Mahindra ব্রান্ডের সুনাম রয়েছে। বাংলাদেশে তাদের যে স্কুটার গুলো পাওয়া যায় সেগুলো হলো Mahindra Gusto, Mahindra Duro DZ, এবং Mahindra Redeo RZ.
ZNEN: ৫০সিসি থেকে ১৫০সিসি পর্যন্ত হরেক রকমের এবং হরেক কাজের জন্য ZNEN এর স্কুটারগুলোর সুনাম রয়েছে। তাদের শক্তিশালী স্কুটার হিসেবে Roar এবং Vista পরিচিত। এছাড়াও তাদের অন্যান্য স্কুটারের মধ্যে ZNEN Goldfish50, ZNEN A9, ZENEN T6 পরিচিত মডেল.
SYM: SYM ব্রান্ডের বেশ কয়েকটি মডেলের স্কুটার রয়েছে তাদের মধ্যে SYM Fiddle II 50, SYM GR 125cc এবং SYM NITRO 50 অন্যতম.
Green Tiger: বর্তমান সময়ে ব্যবহারের সহজতা, কম দাম এবং কম খরচের কারনে ইলেক্ট্রিক স্কুটারগুলো জনপ্রিয় হচ্ছে দিন দিন। ইলেক্ট্রিক স্কুটারগুলোর মধ্যে Green Tiger তাদের নিজেদের অবস্থান তৈরী করে নিয়েছে। তাদের বেশ কয়েকটি মডেলের মধ্যে Green Tiger GT5 Pulse এবং Green Tiger Digital-300 অন্যতম.
প্রতিটি স্কুটারই নিজস্ব বৈশিস্ট্যে উদ্ভাসিত। কেউ দামে কম কেউ শক্তিশালী কেউ ডিজাইনে অপুর্ব আবার কেউ সর্ব গুনে গুনান্বিত। স্কুটারগুলো ৪০ হাজার টাকা থেকে শুরু করে ২লক্ষ বা তারও বেশি মূল্যের রয়েছে।