বর্তমান সময়ে সাধারন বাইকের থেকে যে সকল বাইক গঠনে এবং ডিজাইনে আলাদা সেইসব বাইকগুলিই সৌখিন বাইকারদের নজর কাড়ে বেশি। আমরা যদি বাংলাদেশের বাইক প্রেমীদের শ্রেনীবিভাগ করতে যায় তাহলে দুইধরনের বাইকার খুজে পাবো, একটি হলো যারা সাধারন প্রয়োজনে অর্থাৎ প্রতিদিনের যাতায়াতের প্রয়োজনে বাইক ব্যবহার করে আর আরেকটি সৌখিন বাইক প্রেমী অর্থাৎ বাইক ব্যবহার করাটাকে যারা আভিজাত্য হিসেবে বিবেচনা করে এবং সে অনুযায়ী পছন্দ উনারা বাইক কিনে থাকে।
Scrambler Motorcycle বাংলাদেশের প্রেক্ষাপটে বাইকের নতুন একটি কনসেপ্ট কারন আজ থেকে কিছুদিন আগেও এইধরনের বাইক বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে দেখা যেত না।
তবে অভিজাত শ্রেনীর বাইকারদের কথা মাথায় রেখে সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ সারাবিশ্বে নামকরা কয়েকটি মোটরসাইকেল ব্রান্ড বাংলাদেশে ব্যবহার উপযোগী কয়েকটি Scrambler Bike বাংলাদেশের বাজারে নিয়ে আসে। ঠিক তারপর থেকেই বাংলাদেশে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে ভিন্ন গড়ন এবং দারুন ক্ল্যাসি লুকের এই স্ক্র্যাম্বলার বাইকগুলি।
বাংলাদেশে এই ক্যাটেগরির বাইক আমদানী করে থাকে দুইটি বিখ্যাত মোটরসাইকেল ব্রান্ড। একটি হলো Yamaha এবং আরেকটি হলো সদ্য বাংলাদেশে আসা Zontes Bangladesh Ltd.
২০২৩ সালে বাংলাদেশে Scrambler Motorcycle এর দাম নিম্নে দেওয়া হলোঃ
Yamaha FZ X
বর্তমানে বাইক প্রেমীদের অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দু হলো ইয়ামাহার এই বাইকটা তবে মজার ব্যাপার হলো বেশিরভাগ বাইক প্রেমীরাই এই বাইকটির ক্যাটেগরির ব্যাপারে খুব সামান্যই অবগত। Yamaha FZ X হলো Scrambler Motorcycle যার কারনে অন্যান্য সাধারন বাইকের সাথে এই বাইকের প্রথাগত আকার মিলবে না এটাই স্বাভাবিক আর এই আকারগত পার্থক্যের কারনেই
Yamaha FZ X সবার কাছে দারুন সমাদৃত। বলে রাখা ভাল যে Yamaha FZ X হলো বাংলাদেশের সবচেয়ে কমদামী Scrambler Bike.
২০২৩ সালে Yamaha FZ X বাইকটার দাম ৩,৬০,০০০ টাকা।
Zontes 155 G1
বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে বর্তমান সময়ে অন্যতম আলোচিত একটি মোটরসাইকেল ব্রান্ড হলো Zontes আর এই আলোচনায় আসার অন্যতম একটি কারন হলো Zontes এর যে কয়েকটি বাইকের মডেল বাংলাদেশের বাজারে তারা এনেছে তার প্রত্যেকটিই হলো সাধারন বাইকের থেকে আলাদা যার অন্যতম সেরা একটি বাইক হলো
Zontes 155 G1 এই বাইকটা হলো জোনটেস এর অন্যতম সেরা একটি Scrambler Motorcycle আর আমাদের দেশের আজকের যুগের আধুনিক বাইক প্রেমীদের আলোচনার শীর্ষে থাকা একটি বাইক।
২০২৩ সালে Zontes 155 G1 বাইকটির দাম ৩,৮৯,০০০ টাকা
Zontes ZT155 GK
Zontes Bangladesh Ltd এর আরেকটি অসাধারন বাইক হলো Zontes ZT155 GK এবং এটিও একটি Scrambler Motorcycle যার ডিজাইনের কারনে বর্তমানের সৌখিন বাইকাররা এই বাইকটার সৌন্দর্যকেও কোনভাবে অবজ্ঞা করতে পারেন না। তাছাড়া Zontes এর মোট চারটি মডেলের মধ্যে অন্যতম সেরা একটি বাইক হলো
Zontes ZT155 GK মডেলটি।
২০২৩ সালে Zontes ZT155 GK বাইকটির দাম ৪,১৯,০০০ টাকা।
Yamaha XSR 155
বাইকিং কমিউনিটির অভিজাত এবং সৌখিন বাইকারদের পছন্দ তালিকায় শীর্ষে থাকা একটি মোটরসাইকেল হলো
Yamaha XSR 155 . এই বাইকটার সৌন্দর্য এবং প্রিমিয়াম গুনমান বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে থাকা যে কোন বাইকের সৌন্দর্যকে হার মানাবে তা খুব সহজেই বলা যায় আর ইয়ামাহার নিয়ে আসা এই বাইকটাই বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা একটি মোটরসাইকেল আর সবচেয়ে দামী Scrambler Bike.
২০২৩ সালে Yamaha XSR 155 বাইকটার দাম ৫,৪৫,০০০ টাকা।