ফরিদপুরের বাইকারদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল “Suzuki ADDA”. গত ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ রোজ বুধবার বিশ্ব ভালোবাসা দিবসে ফরিদপুরের পল্লি কবি জসীম উদ্দীন কমপ্লেক্সে বেলা ৩টায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ১৫০ জনেরও অধিক Suzuki বাইক ব্যবহারকারী তাদের পরিবার পরিজন নিয়ে হাজির হয়েছেন। এই “Suzuki ADDA” প্রোগ্রামে সম্মানিত অতিথি যারা উপস্থিত ছিলেন তারা হলেন- মোঃ ইমরান খান ( এডি, বিআরটিএ), জনাব তুহিন লস্কার ( টিআই এডমিন) , মোঃ মাজহারুল ইসলাম (টিআই ফরিদপুর ), জনাব তালুকদার ইশতিয়াক- আল- রাব্বি ( হেড অব সেলস, সুজুকি বাংলাদেশ), জনাব ওয়ালিউর রহমান ( আরএম, সুজুকি বাংলাদেশ), মোঃ নুরুল আলম ( চেয়ারম্যান, ৭নং আমবিকাপুর ইউনিয়ন, জনাব নুরুজ্জামান কাফি ( কন্টেন্ট ক্রিয়েটর), জনাব ড। মিজানুর রহমান ( রেজিস্ট্রার্, বিএসএমএমসি, জনাব আব্দুল গাফফার মোল্লাহ , ডিজিএফআই)
এই “Suzuki ADDA” অনুষ্ঠানে যাদের এওয়ার্ড দেওয়া হয়েছেঃ-
১- মোঃ জুয়েল রানা।
২- মোঃ মামুনুর রহমান
৩- সুকান্ত মিত্র
৪- নাজমুল মাতবর
৫- শাহদুর রহমান গাজী
এছাড়াও এই “Suzuki ADDA” ছিলো গেমস, কুইজ, সুজুকি হিস্টোরি এবং সেফটি গাইডলাইন শেয়ারিং, এওয়ার্ড ও গিফট সেশন, রাফেল ড্র, ব্যান্ড শো সহ আরও অনেক অনেক সব আয়োজন শুধুমাত্র বাইকার দের জন্য। আরও ছিলো ১২ টা গিফট হ্যাম্পার গেমস ও কুইজের জন্য এবং ১০টা গিফট হ্যাম্পার রাফেল ড্র এর জন্য। বিশেষ সার্ভিস হিসেবে ছিলো ফ্রি মেডিক্যাল চেকআপ ও ব্লাড টেস্ট।
এই “Suzuki ADDA” প্রোগ্রামকে প্রাণ জুগিয়েছেন সুজুকি এর অথোরাইজড শো-রুম বাইকারস ক্যাফে এর ম্যানেজিং ডিরেক্টর জনাব দেলওয়ার হোসেন, জনাব ওবায়দুল ইসলাম পলাশ ( এরিয়া ম্যানেজার, সুজুকি বাংলাদেশ ) , ইমরান সিদ্দিক ( টেররিটরি ম্যানেজার, সুজুকি বাংলাদেশ ) , রাসেল হোসেন মুন্সি ( টেররিটরি সার্ভিস ম্যানেজার)। তারা আশাবাদী এরকম প্রোগ্রাম ভবিষ্যতে বাইকারদের জন্য আরও থাকবে।