বাংলাদেশে যে কয়েকটি ব্রান্ড সবচেয়ে পুরনো এবং বাংলাদেশ স্বাধীন হউয়ার পর থেকে ব্যবসা করে আসছে “সুজুকি” তাদের মধ্যে অন্যতম। এই দীর্ঘ সময়ে সুজুকি তাদের পন্যসম্ভারে নিয়ে এসেছে বহু সংখ্যক বাইক যা নিজস্ব গুনে সময়ের সাথে সাথে মানুষের মন জয় করে এসেছে আবার সুজুকি ব্রান্ড হিসেবে নিজেকে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে যেন তাদের প্রতিটা মডেলই একেকটা ব্রান্ড কারন সুজুকির কিছু কিছু মডেল সাধারন ক্রেতাদের নিকট এমনভাবে পরিচিত যা অন্য অনেক বাইক ব্রান্ডও এখনও হতে পারেনি।
আজকে আমরা জানবো সুজুকির মডেলের ব্যাপারে এবং সকল বাইকের দাম
সুজুকির সবচেয়ে জনপ্রিয় যে মডেলটা সেটা হলো সুজুকি জিক্সার সিরিজ আর এই জিক্সার সিরিজের সবমিলিয়ে ৮ টা মডেল বাজারে বর্তমান। দাম অনুযায়ী ক্রমান্বয়ে জিক্সারের সকল মডেল এবং সংক্ষেপে প্রতিটা মডেলের ফিচারস উল্লেখ করা হলোঃ
১। New Suzuki Gixxer SF Fi ABS
জিক্সার সিরিজের সবচেয়ে অত্যাধুনিক একটি মোটরসাইকেল যা সর্বশেষ বাজারে এসেছে এবং এতে এবিএস ব্রেকিং সিস্টেম সাথে ইঞ্জিনে ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে সম্পুর্ন স্পোর্টস এবং প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে যা বর্তমান তরুন প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়।
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এর বর্তমান দাম ২,৯১,৯৫০ টাকা।
২। New Suzuki Gixxer SF Special Edition
সদ্য বাজারে আসা মডেল হলো সুজুকি জিক্সার এসএফ স্পেশাল এডিশন যা এমনভাবে ডিজাইন এবং কালার কম্বিনেশন করা হয়েছে যা সহজেই যেকারই মন জয় করতে সক্ষম হবে। এই বাইকটিও সাজানো হয়েছে স্পোর্টস এবং প্রিমিয়াম লুক দিয়ে।
সুজুকি জিক্সার এসএফ এফআই স্পেশাল এডিশনের বর্তমান দাম ২,৯১,৯৫০ টাকা।
জিক্সার সিরিজের খুব পরিচিত মডেল এটি বিশেষত যারা অল্পদামে স্পোর্টস এবং প্রিমিয়াম কোয়ালিটির বাইক খুজেন তাদের জন্যে এই বাইকটা সুজুকির অসাধারন সমন্বয়। যারা সুজুকির এই মডেল ব্যবহার করেছেন তারাও অনেক খুশি বলেই আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়া সকলের কাছে আমরা জেনেছি।
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস মডেলের বর্তমান দাম ২,৭৯,৯৫০ টাকা।
জিক্সার সিরিজের অন্যতম সেরা মডেল হলো সুজুকি জিক্সার এবিএস যা ন্যাকেড এবং স্পোর্টস ডিজাইনের অসাধারন একটা সমন্বয় এবং তরুন প্রজন্মের কাছে প্ন্যতম সেরা একটি নাম।
সুজুকি জিক্সার এবিএস এর বর্তমান দাম ২,৪৪,৯৫০ টাকা।
পুর্বের মডেলের সাথে এই জিক্সারের দৃশ্যতো কোন পার্থক্য নাই। আউটলুকে কালার এবং গ্রাফিক্যাল কিছু পরিবর্তন এবং ইঞ্জিনে ফুয়েল ইঞ্জেকশন এবং ভাল কন্ট্রোলের জন্যে এন্টি লক ব্রেকিং (এবিএস) সিস্টেম দেওয়া হয়েছে যা গতি প্রিয় বাইকারের অনেক পছন্দের একটা মডেল।
সুজুকি জিক্সার ১৫৫ এফআই এবিএস এর দাম ২,৩৯,৯৫০ টাকা।
নতুন জিক্সারের সিরিজে প্রথম মডেল হলো জিক্সার ১৫৫ ২০১৯। বাজারে আসার পরপরই এই মডেলটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে যার ফলশ্রুতিতে সুজুকি কর্তৃপক্ষ এই মডেলের আরও অনেকগুলা আপডেট পরবর্তী সময়ে নিয়ে আসে যা আমরা পুর্বেই উল্লেখ করেছি।
সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর দাম ২,১৯,৯৫০ টাকা
জিক্সার সিরিজের শুরু হলো এই মডেলটা দিয়ে যা রীতিমত সুজুকি ব্রান্ডকে এক অন্য রকম উচ্চতায় নিয়ে গেছে। জিক্সার সিরিজের তুমুল জনপ্রিয়তাই সুজুকিকে পরবর্তীতে জিক্সারের সবমিলিয়ে ১০টি মডেল বাজারে আনতে উদ্বুদ্ধ করে।
সুজুকি জিক্সারের বর্তমান দাম ১,৭৪,৯৫০ টাকা।
৮। New Suzuki Gixxer SF Carburetor
মডেলে ভিন্নতা নিয়ে আসা এবং ক্রেতাদের রকমারি চাহিদার সাথে মানিয়ে নিতে সুজুকির সম্প্রতি বাজারে নিয়ে আসা অসাধারন একটি জিক্সারের মডেল যা স্পোর্টস সেগমেন্টের বাইক প্রেমীদের মধ্যে বেশ ভালভাবে আলোড়ন ফেলেছে।
নিউ সুজুকি জিক্সার এসএফ কার্বুরেটরের দাম ২,৭১,৯৫০ টাকা।
৯। New Suzuki Gixxer Carburetor
মানুষের পছন্দের যেমন শেষ নাই ঠিক কোম্পানির নতুন মডেল তৈরিতেও কোন কমতি নাই। সুজুকি কর্তৃপক্ষ সবসময়ই চেষ্টা করে আসছে গ্রাহকদের পছন্দ অনুযায়ী নতুন কিছু দেওয়ার আর তাই নতুন সুজুকি জিক্সার কার্বুরেটর খুব সম্প্রতি বাজারে নিয়ে এসেছে।
যার বর্তমান মুল্য ২,২৪,৯৫০ টাকা
১০। Suzuki Gixxer SF Carburetor
কার্বুরেটর ইঞ্জিনের সাথে স্পোর্টস ডিজাইনের দারুন এক সমন্বয় নিয়ে তোই রি হলো জিক্সার এসএফ কার্বুরেটর মডেলটা যার দাম নির্ধারন করা হয়েছে ২,৫৯,৯৫০ টাকা।
১১। Suzuki GSX R Special Edition
সুজুকির প্রিমিয়াম সেগমেন্টের সেরা বাইক হিসেবে এই বাইকটাকে উল্লেখ করলে ভুল হবে না। সুজুকি কর্তৃপক্ষ সম্প্রতি এই বাইকটা বাজারে লঞ্চ করেছে যা খুব অল্পসময়ের মধ্যেই প্রিমিয়াম কোয়ালিটির বাইক লাভারদের মধ্যে বেশ ভাল সাড়া জাগিয়েছে।
সুজুকি জিএসএক্স স্পেশাল এডিশন মুল্য নির্ধারন করা হয়েছে ৩,৯৫,০০০ টাকা। বলে রাখা ভাল যে বাজারে থাকা অন্যান্য যেকোন প্রিমিয়াম বাইকের থেকে এই বাইকটার দাম অনেকই কম।
১২। Suzuki GSX R 150
সাধ্যের মধ্যে প্রিমিয়াম বাইকের স্বাদ দিতে সুজুকির এটি একটি অসাধারন মডেল যার অসাধারন কালার কম্বিনেশন খুব সহজেই যে কারই নজর কাড়তে এবং প্রশংসা করাতে সক্ষম তাছাড়া ইঞ্জিন এবং অন্যান্য ফিচারস এ সুজুকির ভরসা তো আছেই।
সুজুকি জিএসএক্স আর ১৫০ এর বর্তমান দাম ৩,৫০,০০০ টাকা।
সুজুকির যে কয়েকটি চোখ ধাধানো বাইক আছে তার মধ্যে অন্যতম সেরা বাইক হলো Suzuki GSX R Dual ABS যা বর্তমান তরুন প্রজন্মের কাছে রীতিমত একটা আলোড়ন সৃষ্টি করেছে। ইঞ্জিনে অসাধারন সমন্বয় সাথে ডুয়াল এবিএসের মাধ্যমে ব্রেকিং এ নিরাপত্তা। হলুদ রং এর ওপর কালো রঙের গ্রাফিক্যাল ডিজাইন এই বাইকের সৌন্দর্যকে নিয়ে গেছে সম্পুর্ন নতুন এক সীমায়।
Suzuki GSX R Dual ABS এর বর্তমান দাম ৩,৭৯,৯৫০ টাকা।
সুজুকজির যে কয়েকটি মডেল অভিজাত্যের পরিচয় বহন করে সুজুকি ব্যানডিট ১৫০ হলো সেইসব মডেলের মধ্যে অন্যতম।
অসাধারন ইঞ্জিন ফিচারস সহ সুজুকি ব্যানডিটের বর্তমান দাম ৩,২৯,৯৫০ টাকা।
দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতা থেকে সুজুকি ব্রান্ড সকল শ্রেনী এবং ক্যাটেগরির মোটরসাইকেল বাজারজাত করে আসছে আর সুজুকি এক্সেস ১২৫ ডিস্ক হলো স্কুটার সেগমেন্টের অন্যতম সেরা একটি মোটরসাইকেল যার দুইটা মডেল বর্তমানে বাজারে আছে। একটি ডিস্ক ব্রেকের সমন্বয়ে এবং অন্যটি হলো ড্রাম মডেলের সমন্বয়ে।
সুজুকি এক্সেস ১২৫ ডিস্ক মডেলের দাম ১,৪৫,০০০ টাকা আর ড্রাম মডেলের দাম ১,৪০,০০০ টাকা।
স্কুটার সেগমেন্টের আভিজাত্য এবং প্রিমিয়াম সেগমেন্টের সুজুকির একমাত্র বাইক হলো সুজুকি বার্গম্যান স্ট্রীট। যা বর্তমান বাজারে স্কুটার সেগমেন্টের সেরা বাইক হিসেবে উল্লেখ করলে ভুল হবে না।
অফারের আওতায় থাকা বর্তমানে সুজুকি বার্গম্যান স্ট্রীটের দাম ২,৩৫,৯০০ টাকা।
১৭। Suzuki Lets
সুজুকির স্কুটার সেগমেন্ট তো বটেই কমিউটার সেগমেন্টের বেশভালমানের একটা বাইক সুজুকি লেটস। যারা স্বল্প পরিসরে শহরের মধ্যে যযাতায়াত করেন তাদের পছন্দের শীর্ষে দেখা যায় সুজুকি লেটস বাইকটাকে।
অফারের সাথে সুজুকি লেটস এর বর্তমান দাম ১,৩৬,৯০০ টাকা।
১৮। Suzuki GSX 125
কমিউটার সেগমেন্টের বেশ শক্তিশালী একটি মোটরসাইকেল হলো সুজুকি জিএসএক্স ১২৫ যা দিয়ে সুজুকি তাদের ১২৫সিসির কমিউটার সেগমেন্টের বাইকের যে ঘাটতি ছিল তা পুরন করেছে এবং সুজুকির কমিউটার বাইকের চাহিদা এই মডেল দিয়ে অনেকখানীই কমিয়ে আনা সম্ভব হয়েছে।
সুজুকি জিএসএক্স ১২৫ এর বর্তমান দাম ১,৩৪,৯৫০ টাকা।
১৯। Suzuki Hayate
সুজুকি হায়াতে শুধুমাত্র সুজুকিরই নয় বরং বর্তমান বাজারের সেরা একটি কমিউটার বাইক আর এর জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে সুজুকি কর্তৃপক্ষ সুজুকি হায়াতের সবমিলিয়ে ৩টা মডেল বাজারজাত করছে যার প্রতিটাই কমিউটার বাইক প্রেমিসহ নিয়মিত বাইক ব্যবহারকারীদের কাছে খুব জনপ্রিয়।
সুজুকির প্রতিটা মডেলই ১১০সিসির ইঞ্জিন দিয়ে তৈরি আর ক্রমান্বনে দাম হলোঃ
সুজুকি হায়াতে ৮৯,৯৫০ টাকা
সুজুকি হায়াতে ইপি ৯৯,৯৫০ টাকা এবং
সুজুকি হায়াতে স্পেশাল এডিশন ৯৪,৯৫০ টাকা
বাইক প্রেমিদের ক্রুজার বাইকের ফিল দিতে সুজুকি সম্পুর্ন নতুন আঙ্গিকে প্রস্তুত একটি বাইক হলো সুজুকি ইন্ট্রুডার যা অসাধারন একটা ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে।
এই বাইকটা বর্তমানে দুইটা মডেল পাওয়া যাবে এবং তাদের দাম হলোঃ
সুজুকি ইন্ট্রুডার এবিএস ২,৭৫,০০০ টাকা আর
সুজুকি ইন্ট্রূডার এফআই এবিএস ২,৯৯,০০০ টাকা।
২১। Suzuki Samurai
১৫০সিসি সেগমেটে সুজুকি ব্রান্ডের পুর্নতা এনেছে সুজুকি সামুরাই মডেলটা কারন ১৫০সিসি সেগমেন্টে যতগুলা বাইক সুজুকির আছে তা সবার হাতের নাগালে নাও থাকতে পারে তাই সুজুকি বাইক লাভারদের ১৫০সিসি ক্যাটেগরিতে সুজুকির সবচেয়ে সহজলভ্য বাইক হলো সুজুকি সামুরাই ১৫০সিসি।
সুজুকি সামুরাই ১৫০ বাইকের দাম ১,৪৯,৯০০ টাকা যা ব্রান্ড ভ্যালু অনুযায়ী অন্যান্য যেকোন ১৫০সিসি বাইকের থেকে অনেকটাই কম।
Yamaha is the top brand in the premium bike market of Bangladesh because Yamaha is popular even among the root level bike love...
English BanglaVery recently, CFMoto, one of the most famous motorcycle brands in China, was launched in Bangladesh, which is known all over ...
English Bangla(Dhaka, December 19, 2024) - Global motorcycle brand CFMoto has officially launched its flagship sports bikes in the Banglades...
English BanglaYamaha has once again proven that it is ahead of any other motorcycle brand in providing the highest level of service to its c...
English BanglaLets see the bikes Yamaha FZS V4 Yamaha FZS V4 is an all-stylish, performance-oriented street motorcycle built for city...
English Bangla