বাংলাদেশে যে কয়েকটি ব্রান্ড সবচেয়ে পুরনো এবং বাংলাদেশ স্বাধীন হউয়ার পর থেকে ব্যবসা করে আসছে “সুজুকি” তাদের মধ্যে অন্যতম। এই দীর্ঘ সময়ে সুজুকি তাদের পন্যসম্ভারে নিয়ে এসেছে বহু সংখ্যক বাইক যা নিজস্ব গুনে সময়ের সাথে সাথে মানুষের মন জয় করে এসেছে আবার সুজুকি ব্রান্ড হিসেবে নিজেকে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে যেন তাদের প্রতিটা মডেলই একেকটা ব্রান্ড কারন সুজুকির কিছু কিছু মডেল সাধারন ক্রেতাদের নিকট এমনভাবে পরিচিত যা অন্য অনেক বাইক ব্রান্ডও এখনও হতে পারেনি।
আজকে আমরা জানবো সুজুকির মডেলের ব্যাপারে এবং সকল বাইকের দাম
সুজুকির সবচেয়ে জনপ্রিয় যে মডেলটা সেটা হলো সুজুকি জিক্সার সিরিজ আর এই জিক্সার সিরিজের সবমিলিয়ে ৮ টা মডেল বাজারে বর্তমান। দাম অনুযায়ী ক্রমান্বয়ে জিক্সারের সকল মডেল এবং সংক্ষেপে প্রতিটা মডেলের ফিচারস উল্লেখ করা হলোঃ
New Suzuki Gixxer SF Carburator
জিক্সার সিরিজের সবচেয়ে অত্যাধুনিক একটি মোটরসাইকেল যা সর্বশেষ বাজারে এসেছে এবং এতে এবিএস ব্রেকিং সিস্টেম সাথে ইঞ্জিনে ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। New Suzuki Gixxer SF Carburator সম্পুর্ন স্পোর্টস এবং প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে যা বর্তমান তরুন প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়।
New Suzuki Gixxer SF Carburator এর বর্তমান দাম ২,৯৪,৯৫০ টাকা।
New Suzuki Gixxer SF Special Edition
বিদায়ী বছরে বাজারে আসা মডেল হলো New Suzuki Gixxer SF Special Edition যা এমনভাবে ডিজাইন এবং কালার কম্বিনেশন করা হয়েছে যা সহজেই যেকারই মন জয় করতে সক্ষম হবে। এই বাইকটিও সাজানো হয়েছে স্পোর্টস এবং প্রিমিয়াম লুক দিয়ে।
New Suzuki Gixxer SF Special Edition এর বর্তমান দাম ২,৯৩,৯৫০ টাকা।
Suzuki Gixxer ABS
জিক্সার সিরিজের অন্যতম সেরা মডেল হলো সুজুকি জিক্সার এবিএস যা ন্যাকেড এবং স্পোর্টস ডিজাইনের অসাধারন একটা সমন্বয় এবং তরুন প্রজন্মের কাছে অন্যতম সেরা একটি নাম।
Suzuki Gixxer ABS এর বর্তমান দাম ২,৬৪,৯৫০ টাকা।
Suzuki Gixxer
জিক্সার সিরিজের শুরু হলো এই মডেলটা দিয়ে যা রীতিমত সুজুকি ব্রান্ডকে এক অন্য রকম উচ্চতায় নিয়ে গেছে। জিক্সার সিরিজের তুমুল জনপ্রিয়তাই সুজুকিকে পরবর্তীতে জিক্সারের সবমিলিয়ে ১০টি মডেল বাজারে আনতে উদ্বুদ্ধ করে।
Suzuki Gixxer এর বর্তমান দাম ১,৯২,৯৫০ টাকা।
New Suzuki Gixxer SF Fi ABS
মডেলে ভিন্নতা নিয়ে আসা এবং ক্রেতাদের রকমারি চাহিদার সাথে মানিয়ে নিতে সুজুকির গেল বছরের শুরুতে নিয়ে আসা অসাধারন একটি জিক্সারের মডেল যা স্পোর্টস সেগমেন্টের বাইক প্রেমীদের মধ্যে বেশ ভালভাবে আলোড়ন ফেলেছে।
New Suzuki Gixxer SF Fi ABS এর বর্তমান দাম ৩,১৯,৯৫০ টাকা।
Suzuki Gixxer Carburator
কার্বুরেটর ইঞ্জিনের সাথে স্পোর্টস ডিজাইনের দারুন এক সমন্বয় নিয়ে তৈরি দারুন একটি বাইক হলো সুজুকি জিক্সার এসএফ কার্বুরেটর মডেলটা যার দাম নির্ধারন করা হয়েছে ২,৪১,৯৫০ টাকা।
Suzuki GSX R Special Edition
সুজুকির প্রিমিয়াম সেগমেন্টের সেরা বাইক হিসেবে এই বাইকটাকে উল্লেখ করলে ভুল হবে না। সুজুকি কর্তৃপক্ষ বিদায়ী বছরের শুরুর দিকে এই বাইকটা বাজারে লঞ্চ করেছিল যা খুব অল্পসময়ের মধ্যেই প্রিমিয়াম কোয়ালিটির বাইক লাভারদের মধ্যে বেশ ভাল সাড়া জাগিয়েছে।
Suzuki GSX R Special Edition এর মুল্য নির্ধারন করা হয়েছে ৩,৯৫,০০০ টাকা। বলে রাখা ভাল যে বাজারে থাকা অন্যান্য যেকোন প্রিমিয়াম বাইকের থেকে এই বাইকটার দাম অনেকই কম আর বাজারে থাকা অন্যান্য বাইকের দাম অনেকটা বাড়লেও এই বাইকের দাম সামান্যও বাড়েনি।
Suzuki GSX R Dual ABS
সুজুকির যে কয়েকটি চোখ ধাধানো বাইক আছে তার মধ্যে অন্যতম সেরা বাইক হলো Suzuki GSX R Dual ABS যা বর্তমান তরুন প্রজন্মের কাছে রীতিমত একটা আলোড়ন সৃষ্টি করেছে। ইঞ্জিনে অসাধারন পারফরমেন্সের সমন্বয় সাথে ডুয়াল এবিএসের মাধ্যমে ব্রেকিং এ নিরাপত্তা। হলুদ রং এর ওপর কালো রঙের গ্রাফিক্যাল ডিজাইন এই বাইকের সৌন্দর্যকে নিয়ে গেছে সম্পুর্ন নতুন এক সীমায়।
Suzuki GSX R Dual ABS এর বর্তমান দাম ৪,২৯,৯৫০ টাকা।
Suzuki Bandit 150
সুজুকির যে কয়েকটি মডেল অভিজাত্যের পরিচয় বহন করে সুজুকি ব্যানডিট ১৫০ হলো সেইসব মডেলের মধ্যে অন্যতম।
অসাধারন ইঞ্জিন ফিচারস সহ Suzuki Bandit বর্তমান দাম ৩,১৯,৯৫০ টাকা।
Suzuki Bandit 150 Dual Channel ABS
উন্নত ব্রেকিং সিস্টেমের সমন্বয় এবং আউটলুকে ভিন্নতা নিয়ে এই বাইকটা ঠিক পুর্বে উল্লেক্ষিত বাইকটির উন্নত পরিবেশন যা ২০২২ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের বাজারে নিয়ে আসা হয়। এই বাইকটা ১৫০সিসি সেগমেন্টে সুজুকির আরেকটি দারুন এবং আকর্ষনীয় মোটরসাইকেল।
Suzuki Bandit 150 Dual Channel ABS এর বর্তমান দাম ৩,৪৯,৯৫০ টাকা।
Suzuki Access 125 Fi
দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতা থেকে সুজুকি ব্রান্ড সকল শ্রেনী এবং ক্যাটেগরির মোটরসাইকেল বাজারজাত করে আসছে আর সুজুকি এক্সেস ১২৫ এফআই হলো স্কুটার সেগমেন্টের অন্যতম সেরা একটি মোটরসাইকেল।
Suzuki Access 125 Fi মডেলের বর্তমান দাম ১,৭৪,৯৫০ টাকা।
Suzuki Burgman Street
স্কুটার সেগমেন্টের আভিজাত্য এবং প্রিমিয়াম সেগমেন্টের সুজুকির একমাত্র বাইক হলো সুজুকি বার্গম্যান স্ট্রীট। যা বর্তমান বাজারে স্কুটার সেগমেন্টের সেরা বাইক হিসেবে উল্লেখ করলে ভুল হবে না।
বর্তমানে Suzuki Burgman Street দাম ২,৪৯,০০০ টাকা।
Suzuki Lets
সুজুকির স্কুটার সেগমেন্ট তো বটেই কমিউটার সেগমেন্টের বেশভালমানের একটা বাইক সুজুকি লেটস। যারা স্বল্প পরিসরে শহরের মধ্যে যাতায়াত করেন তাদের পছন্দের শীর্ষে দেখা যায় সুজুকি লেটস বাইকটাকে।
অফারের সাথে Suzuki Lets এর বর্তমান দাম ১,৩৬,৯১৭ টাকা।
Suzuki GSX 125
কমিউটার সেগমেন্টের বেশ শক্তিশালী একটি মোটরসাইকেল হলো সুজুকি জিএসএক্স ১২৫ যা দিয়ে সুজুকি তাদের ১২৫সিসির কমিউটার সেগমেন্টের বাইকের যে ঘাটতি ছিল তা পুরন করেছে এবং সুজুকির কমিউটার বাইকের চাহিদা এই মডেল দিয়ে অনেকখানীই কমিয়ে আনা সম্ভব হয়েছে।
Suzuki GSX 125 এর বর্তমান দাম ১,৩৪,৯৫০ টাকা।
Suzuki Gixxer Classic Matte
বিদায়ী ২০২২ সালে সুজুকির যে কয়েকটি চোখ জুড়ানো বাইক বাংলাদেশের বাজারে উদ্বোধন হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো Suzuki Gixxer Classic Matte যার আকর্ষনীয় কালার কম্বিনেশন এবং মাদার জিক্সার মডেলের অসাধারন আউটলুকের সমন্বয় দিয়ে তৈরিকৃত এই বাইকটি যে কারই পছন্দ হতে একরকম বাধ্য। বলা বাহুল্য যে বাংলাদেশের বাজারে এমন কালার বা আউটলুকের বাইক অন্যকোন বাইক ব্রান্ডের নেই।
Suzuki Gixxer Classic Matte এর বর্তমান দাম ১,৯৯,৯৫০ টাকা।
Suzuki Gixxer SF Matte Plus
এই বাইকটি পুর্বের মডেলটিরই আপডেট ভার্শন, এটিতে বেশকিছু উন্নত প্রযুক্তির সমন্বয় দিয়ে এটিকে স্পোর্টস ক্যাটেগরির বাইকের মধ্যে আনা হয়েছে সময়র সাথে চলার জন্যে সাথে স্পোর্টস বাইক প্রেমী বাইকারদের চাহিদার কথা মাথায় রেখে। এই বাইকটির কালার কম্বিনেশন এবং গ্রাফিক্স ডিজাইন সত্যিকার অর্থেই প্রশংসার যোগ্য।
Suzuki Gixxer SF Matte Plus বাইকটির মুল্য নির্ধারন করা হয়েছে ৩,৩৪,৯৫০ টাকা।
Suzuki Gixxer Classic Plus
জিক্সারের মাদার মডেলের বৈচিত্র আনার ক্ষেত্রে এই বাইকটা সুজুকির দারুন একটি উপস্থাপন। বাংলাদেশের তরুন বাইকারদের কাছে সুজুকির জিক্সার মডেলটা সর্বদায় জনপ্রিয়তার শীর্ষে থাকা অন্যতম একটি সেরা বাইক যেখানে বিদায়ী ২০২২ সালে সুজুকির অন্যতম সেরা একটি বাইক হলো Suzuki Gixxer Classic Plus.
Suzuki Gixxer Classic Plus এর বর্তমান দাম ১,৯৯,৯৫০ টাকা।
Suzuki Hayate
সুজুকি হায়াতে শুধুমাত্র সুজুকিরই নয় বরং বর্তমান বাজারের সেরা একটি কমিউটার বাইক আর এর জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে সুজুকি কর্তৃপক্ষ সুজুকি হায়াতের সবমিলিয়ে ২টা মডেল বাজারজাত করছে যার প্রতিটাই কমিউটার বাইক প্রেমিসহ নিয়মিত বাইক ব্যবহারকারীদের কাছে খুব জনপ্রিয়।
সুজুকির প্রতিটা মডেলই ১১০সিসির ইঞ্জিন দিয়ে তৈরি আর ক্রমান্বনে দাম হলোঃ
সুজুকি হায়াতে ৯৪,৯৫০ টাকা
সুজুকি হায়াতে ইপি ১,০৭,৯৫০ টাকা
Suzuki Intruder
বাইক প্রেমিদের ক্রুজার বাইকের ফিল দিতে সুজুকি সম্পুর্ন নতুন আঙ্গিকে প্রস্তুত একটি বাইক হলো সুজুকি ইন্ট্রুডার যা অসাধারন একটা ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে।
এই বাইকটা বর্তমানে দুইটা মডেল পাওয়া যাবে এবং তাদের দাম হলোঃ
সুজুকি ইন্ট্রুডার এবিএস ২,৭৫,০০০ টাকা আর
সুজুকি ইন্ট্রূডার এফআই এবিএস ৩,১৯,৯৫০ টাকা।
Suzuki Samurai 150
১৫০সিসি সেগমেটে সুজুকি ব্রান্ডের পুর্নতা এনেছে সুজুকি সামুরাই মডেলটা কারন ১৫০সিসি সেগমেন্টে যতগুলা বাইক সুজুকির আছে তা সবার হাতের নাগালে নাও থাকতে পারে তাই সুজুকি বাইক লাভারদের ১৫০সিসি ক্যাটেগরিতে সুজুকির সবচেয়ে সহজলভ্য বাইক হলো সুজুকি সামুরাই ১৫০সিসি।
সুজুকি সামুরাই ১৫০ বাইকের দাম ১,৪৯,৯০০ টাকা যা ব্রান্ড ভ্যালু অনুযায়ী অন্যান্য যেকোন ১৫০সিসি বাইকের থেকে অনেকটাই কম।