গত ১২ই নভেম্বর অনুষ্ঠিত হল রাজশাহী সুজুকি রাইডারসদের নিয়ে সুজুকি রাইডারস রি-ইউনিয়ন। উক্ত অনুষ্ঠানের মূল অভিপ্রায় ছিলো ট্র্যাফিক বিষয়ে সচেতনতা এবং সুজুকি রাইডারসদের সাথে কিছু মতবিনিময়। রাজশাহীর স্বনামধন্য ঘরোয়া রেস্টুরেন্টে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সুজুকি রাইডারস রি-ইউনিয়নে রাজশাহীর গ্রাহকদের ব্যাপক সাড়া ছিলো এবং তারা সেখানে তাদের সমস্যাগুলো তুলে ধরে সমাধান করার চেষ্টা করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যানকন মোটর বাইক লিমিটেড রাজশাহীর টেররিটরি ম্যানেজার জনাব ওবায়দুল ইসলাম পলাশ, টেররিটরি সার্ভিস ম্যানেজার ঋত্বিক রয়, স্বনামধন্য প্রতিষ্ঠান ও র্যানকন মোটর বাইক লিমিটেড এর অথোরাইজড ডিলার একতা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী এজাজ-উদ-দৌলা খান বাবু, আরও উপস্থিত ছিলেন টিম মোটরসাইকেলভ্যালীর সিনিয়র এক্সিকিউটিভ জনাব আসিফ রেজা , জুনিয়র এক্সিকিউটিভ আল বায়েস হিশাম, এছাড়াও রাজশাহীতে বিদ্যমান সুজুকি রাইডারগন উপস্থিত ছিলেন।
রাজশাহীর টেররিটরি ম্যানেজার জনাব ওবায়দুল ইসলাম পলাশ বলেন যে, “ বর্তমানে বাংলাদেশের ট্র্যাফিক আইন কানুন অনেক কড়া হয়েছে সেই সাথে রাইডারদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের সকলেই নিরাপদে রাইড করতে হবে। এছাড়াও সুজুকি মোটরসাইকেল এর ইতিহাস এবং বাংলাদেশের বিদ্যমান সুজুকি বাইকগুলো নিয়ে গ্রাহকদের সাথে মত বিনিময় করেন।“
টেররিটরি সার্ভিস ম্যানেজার ঋত্বিক রয় গ্রাহকদের বাইক সার্ভিস ও বাইকের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
একতা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী এজাজ-উদ-দৌলা খান বাবু গ্রাহকদের সাথে শুভেচ্ছা জ্ঞ্যাপন করেন এবং গ্রাহদের নিরাপদে বাইক রাইড করতে বলেন।
টিম মোটরসাইকেলভ্যালীর সিনিয়র এক্সিকিউটিভ জনাব আসিফ রেজা সুজুকি মোটরসাইকেল এর বিশেষ কিছু ফিচারস ও গ্রাহকদের বাইক বিষয়ে কিছু উপদেশ দেন।
সুজুকি জিক্সার ক্লাব রাজশাহী এর টিম মেম্বারদের পরিচয় পর্ব এবং সেলফি তুলার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।