নতুন্রুপে বাংলাদেশের বাজারে এলো সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ এর স্পেশাল এডিশন। বাংলাদেশী বাইক প্রেমিদের নতুন স্বাদ দিতে সুজুকি নিয়ে এসেছে জিক্সার ও জিক্সার এসএফ বাইক এবং জিক্সার এসএফ বাইকটির আরেকটি ভ্যারিয়েন্ট ১০০ বছরপুর্তির জন্য লিমিটেড এডিশন হিসেবে বাংলাদেশের বাজারে আজকে উন্মোচন করা হয়েছে। আগামী ২০ শে জুন থেকে বাংলাদেশের সকল সুজুকির অথোরাইড শো রুমে এই নতুন এডিশনে দুইটি বাইক পাওয়া যাবে।
নতুন এই দুইটি বাইকে বিশেষ যে পরিবর্তনটি লক্ষ্য করা যায় তা হল এর আউটফিট, গ্রাফিক্স ও কালার কম্বিনেশন। অন্যদিকে সুজুকি জিক্সার এসএফ এই বাইকটির কালার কম্বিনেশন, গ্রাফিক্স, আউটফিট ১০০ বছর পুর্তির জন্যই Triton Blue Silver কালার এর সমন্বয়ে তৈরি করা হয়েছে এবং এটা লিমিটেড এডিশনের বাইক । তাই এই সুজুকি জিক্সার এসএফ Triton Blue Silver বাইকটি খুব বেশিদিন মার্কেটে স্থায়ী হবে না। এদিকে নতুন যে বাইকগুলো সুজুকি এনেছে সেগুলোর রয়েছে ৩ টি ভিন্ন রঙ ( Pearl Mira Red, Sparkle Black and Triton Blue) . আর ১০০ বছর উপলক্ষ্যে সুজুকি জিক্সার এসএফ এর Triton Blue Silver কালার তো থাকছেই যা বাংলাদেশের মার্কেটে ইউনিক।
গ্রাহকদের সুবিধার্তে সহজভাবে যদি বলা যায় তাহলে –
সুজুকি জিক্সার এসএফ নতুন এডিশনের বাইকের রয়েছে Pearl Mira Red, Sparkle Black and Triton Blue এবং লিমিটেড এডিশন এর Triton Blue Silver। এদিকে সুজুকি জিক্সার এর মধ্যে থাকছে Pearl Mira Red, Sparkle Black and Triton Blue ৩টি ভিন্ন রঙ।
নতুন এই বাইকগুলোর দাম নির্ধারন করা হয়েছে –
নতুন জিক্সার কারবুরেটর এবং ডিস্ক ভার্সন এর দাম – ২,২৪,৯৫০ টাকা
নতুন জিক্সার এফ আই, এবিএস বাইকের দাম – ২,৪৪,৯৫০ টাকা
নতুন জিক্সার এসএফ কারবুরেটর ও ডিস্ক ভার্সনের দাম ২,৭১,৯৫০ টাকা
নতুন জিক্সার এসএফ এফআই , এবিএস বাইকের দাম – ২,৯১,৯৫০ টাকা