সময় গড়ানোর সাথে সাথে জিক্সারের জনপ্রিয়তা বেড়েই চলেছে আর এই জনপ্রিয়তাকে বাড়িয়ে নিতে সুজুকি কোন অংশে কোনরকম ছাড় দিচ্ছে না আর এরই ফলস্রুতিতে জিক্সারের বর্তমানে সবমিলিয়ে ১০ টি মডেল বাজারে বর্তমান যার প্রতিটাই বাইক কমিউনিটির সবার কাছে ব্যাপক জনপ্রিয়।
সুজুকি জিক্সারের জনপ্রিয় মডেলের মডেলের মধ্যে অন্যতম হলো Suzuki Gixxer SF আর মজার ব্যাপার হলো সুজুকি জিক্সার এসএফ এর বর্তমানে ৫টি মডেল বাজারে আছে যার সবগুলি চরম পর্যায়ের জনপ্রিয়।
আজ আমরা দেখবো সুজুকি জিক্সার এসএফ এর প্রতিটা মডেলের বিস্তারিতঃ
New Suzuki Gixxer SF Special Edition
জিক্সার এসএফ সিরিজের সবচেয়ে আকর্ষনীয় মডেল বলা যায় এটিকে। এই বাইকটা হলো স্পোর্টস বাইক সেগমেন্টের মধ্যে কার্বুরেটর ইঞ্জিনের অসাধারন একটি মোটরসাইকেল যা সাজানো হয়েছে মন জুড়িয়ে দেওয়া কালার এবং গ্রাফিক্যাল আউটলুক দিয়ে। এই বাইকটি ১৫৫সিসি ইঞ্জিন দিয়ে তৈরি যা সর্বোচ্চ শক্তি ১৪ ১ পিএস @ ৮০০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৪.০এমএন @ ৬০০০ আরপিএম এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে বলে কোম্পানী দাবী করে।
এই বাইকটার বর্তমানে বিক্রি হচ্ছে ২,৯১,৯৫০ টাকায়
পুর্বের এসএফ মডেলের সাথে এই মডেলের ডিজাইনগত তেমন পার্থক্য না থাকলেও কালার, ইঞ্জিন ফিচারস এবং ব্রেকিং এ সর্বোচ্চ পর্যায়ের আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি বাইক হলো New Suzuki Gixxer SF Fi ABS। এই বাইকটি ১৫৫সিসি ইঞ্জিন দিয়ে তৈরি যা সর্বোচ্চ শক্তি ১৪.১পিএস @ ৮০০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৪.০ এনএম @ ৬০০০ আরপিএম এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার মাইলেজ দিবে বলে কোম্পানীর দাবী।
এই বাইকটার দামও পুর্বের মডেলের সাথে একই ২,৯১,৯৫০ টাকা
New Suzuki Gixxer SF Carburetor
সুজুকির স্পোর্টস সেগমেন্টের আরেকটি অসাধারন বাইক হলো জিক্সার এসএফ কার্বুরেটর যা সদ্য লঞ্চ হউয়া সুজুকি জিক্সার এসএফ মডেলের মধ্যে একটি। এই মডেলের অসাধারন ডিজাইন এবং কালার কম্বিনেশন যে কাউকে সহজেই আকর্ষন করতে সক্ষম। ১৫৫সিসি ইঞ্জিনের সমন্বয়ে চালিত এই বাইকটি যা সর্বোচ্চ শক্তি ১৪.১পিএস@ ৮০০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৪.০এনএম @ ৬০০০ আরপিএম এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে বলে কোম্পানী দাবি করেছে।
সুজুকির এই আকর্ষনীয় মডেলের দাম ২,৭১,৯৫০ টাকা।
জিক্সার এসএফ সিরিজের সবচেয়ে বেশি বিক্রিত মডেল হলো এটি যা আপনি আপনার আশপাশে খেয়াল করলেও বেশকিছু দেখতে পাবেন। এই বাইকে আছে ১৫৫সিসির ইঞ্জিন যা সর্বোচ্চ শক্তি ১৪.১পিএস @ ৮০০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৪.০এনএম@৬০০০ আরপিএম এবং এটি প্রতি লিটারে ৬৪ কিলোমিটার পর্যন্ত চলতে পারে বলে কোম্পানি দাবি করে যেখানে ব্যবহারকারীরা মাইলেজ পাচ্ছেন গড়ে ৪২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছেন।
বর্তমানে এই সুজুকির এই পরিচিত মডেলটার দাম ২,৫৯,৯৫০ টাকা
আর আপনি চাইলেই ব্যবহারকারীদের অভিজ্ঞতা দেখে আসতে পারেন এই লিংকে গিয়ে https://www.motorcyclevalley.com/user-reviews/suzuki-gixxer-sf-carburetor/
সুজুকির জনপ্রিয় মডেল জিক্সার এসএফ মডেলের শুরুটা হলো এইটা এবং ঠিক পুর্বের মডেলটা দিয়ে। বলে রাখা ভাল যে স্পোর্টস সেগমেন্টে সুজুকির অন্যতম স্বনামধন্য বাইক হলো Suzuki Gixxer SF Fi ABS ফুয়েল ইঞ্জেকশন এবং এবিএস ব্রেকিং এর সমন্বয়ে অসাধারন একটি বাইক ছিল এই মডেলটা।
এই মডেলটা এখনও বাজারে আছে এবং বিক্রি হচ্ছে ২,৭৯,৯৫০ টাকায় ।
সবমিলিয়ে এই মডেলের ১৩ জন ব্যবহারকারী আমাদের সাথে এই মডেলের ব্যবহার নিয়ে কথা বলেছেন। আপনি দেখে আসতে পারেন https://www.motorcyclevalley.com/user-reviews/suzuki-gixxer-sf-fi-abs/
Lifan is one of the best motorcycle brands in the Bangladeshi motorcycle market, whose reputation is heard by bike lovers of a...
English BanglaSuzuki is a leading and very popular Japanese motorcycle brand in the motorcycle market of Bangladesh. As because, most of their p...
English BanglaLifan is a very familiar name to the diverse bike lovers of Bangladesh, each of whose bikes is attractive to bike lovers, whic...
English BanglaHonda is a globally renowned automobile and motorcycle brand that is recognized for its innovation, reliability, and performan...
English BanglaBajaj is a well-known motorcycle brand among all levels of bike lovers in Bangladesh, whose reputation and quality are nothing...
English Bangla