বহুল আলোচিত “সুজুকি ইন্ট্রুডার” আনুষ্ঠানিকভাবে (০৮-০৫-২০১৮) বাংলাদেশের বাজারে বিক্রয়ের জন্যে উন্মুক্ত করা হয়েছে যা সৌখিন বাইক প্রেমীদের আপেক্ষার পালা অনেকাংশে শেষ করলো মাত্র। অন্যদিকে ক্রুজার বাইকের বাজারে একটি নতুন মাইলফলকের সূচনা হল।
রাজশাহীতে কেআর বাইক সেন্টারে “সুজুকি ইন্ট্রুডার” উদ্বোধন ও বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয় যেখানে উপস্থিত ছিলেন কে আর বাইক সেন্টারের স্বত্তাধিকারী জনাব “আবু হোসেন সিদ্দিকী কোয়েল”, মোটরসাইলভ্যালীর ফাউন্ডার এবং সিইও জনাব “আবু সাঈদ মাহমুদ হাসান” এবং তার সাথে ছিলেন টীম মোটরসাইকেলভ্যালীর সদস্যবৃদন্দ। উপস্থিত ছিলেন সুজুকির টেরিটরি ম্যানেজার(সেলস) জনাব “মোঃ ওবায়দুল ইসলাম”। উপস্থিত ছিলেন রাজশাহীর স্থানীয় স্বনাম ধন্য মোটরসাইকেল ব্যবসায়ীবৃন্দ। একই সাথে অনেক বাইক প্রেমী বিশেষত সৌখিন বাইক প্রেমীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন সুজুকির টেরিটরি ম্যানেজার অফ সেলস জনাব “মোঃ ওবায়দুল ইসলাম” তিনি বলেন- “সুজুকি ইন্ট্রুডার বাংলাদেশের বাইকপ্রেমী এবং আরামদায়ক বাইকের ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করবে যা ইতোপুর্বে কোন বাইক করতে পারেনি”।
মোটরসাইকেলভ্যালীর ফাউন্ডার এবং সিইও জনাব “আবু সাইদ মাহমুদ হাসান” তার বক্তব্যে বলেন- “আরামের প্রশ্নে ক্রুজার বাইকের কোন তুলনা হয় না এবং একই সাথে সুজুকি ইন্ট্রুডার আরামসহ আধুনিক বাইকের সকল বৈশিষ্ঠ্য সমৃদ্ধ বলে তিনি মন্তব্য করেন”। তিনি আরো বলনে- “সুজুকি ইন্ট্রুডারে সংযুক্ত এবিএস ব্রেকিং সিস্টেম ব্রেকিং এ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে”।
সব শেষে বক্তব্য রাখেন কেআর বাইক সেন্টারের স্বত্তাধিকারী জনাব “আবু হোসেন সিদ্দিকী কোয়েল” তিনি আশাবাদ ব্যক্ত করেন “সুজুকি ইন্ট্রুডার” সৌখিন বাইক প্রেমীদের সকল চাহিদা পুরনে সক্ষম হবে এবং তিনি উক্ত অনুষ্ঠানে আগত সকল অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।