সুজুকি নতুন নতুন ডিজাইনের বাইক দেশের বাজারে নিয়ে এসেছে গ্রাহকদের মাঝে অনেক ভালো সাড়া ফেলেছে। বিশেষ করে তারা তরুণ প্রজন্মকে ভালোভাবে আকৃষ্ট করার জন্য জিক্সার সিরিজে আধুনিক ডিজাইন দিয়েছে এবং নতুন নতুন ফিচারস সংযুক্ত করেছে। এদিকে প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে সেরা স্পীডের দিক থেকে একধাপ এগিয়ে Suzuk GSX-R 150। এজন্য দেশের বাজারে সুজুকি বাইকের প্রতি গ্রাহকদের অন্যরকম একটা টান কাজ করে। কমিউটার সেগমেন্টের বাইকের ক্ষেত্রেও তারা খুব সুন্দর ফিচারস ও সুবিধা দিয়েছে। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, দেশের বাজারে সুজুকি বাইকের সর্বশেষ দাম নিয়ে।
বর্তমানে সারা বিশ্বে ডলারের ব্যাপক ক্রাইসিস দেখা দিয়েছে এবং এর প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে। দেশের বাজারে যে সকল মোটরসাইকেল ব্র্যান্ড রয়েছে তাদেরকে বাইক উৎপাদনের জন্য কাঁচামাল একটু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। যার ফলে বাইকের মূল্য সামান্য বৃদ্ধি করা হয়েছে। চলুন তাহলে এক নজরে দেখে নিই কোন বাইকের কেমন মূল্য বৃদ্ধি করা হয়েছে।
Suzuki Hayate বাইকের বর্তমান দাম ১,০৭,৯৫০ টাকা।
Suzuki GSX -125 Street বাইকের বর্তমান দাম ১,৪১,৯৫০ টাকা।
Suzuki Access Fi CBS বাইকের বর্তমান দাম ১,৭৪,৯৫০ টাকা।
Suzuki Gixxer Monotone বাইকের বর্তমান দাম ১,৯২,৯৫০ টাকা।
Suzuki Gixxer Monotone Classic বাইকের বর্তমান দাম ১,৯৯,৯৫০ টাকা।
Suzuki Gixxer Carb Disc বাইকের বর্তমান দাম ২,৪১,৯৫০ টাকা।
Suzuki Gixxer Fi ABS বাইকের বর্তমান দাম ২,৬৪,৯৫০ টাকা।
Suzuki Gixxer SF Carb Disc বাইকের বর্তমান দাম ২,৯৪,৯৫০ টাকা।
Suzuki Gixxer SF Fi ABS বাইকের বর্তমান দাম ৩,১৯,৯৫০ টাকা।
Suzuki Gixxer SF Fi ABS Matt বাইকের বর্তমান দাম ৩,৩৪,৯৫০ টাকা।
Suzuki Intruder Fi ABS বাইকের বর্তমান দাম ৩,১৯,৯৫০ টাকা।
GSX-R 150 ABS বাইকের বর্তমান দাম ৪,২৯,৯৫০ টাকা।
বর্তমানে সুজুকির যে সকল অথরাইজড শোরুম রয়েছে তাদের তালিকা পেতে এখানে ক্লিক করুন।
As part of its commitment to customers, Yamaha motorbikes can now be purchased very easily on EMI through credit cards. To ...
English BanglaIn Bangladesh, 125cc bikes are highly popular due to their balance between affordability, fuel efficiency, and performance. Th...
English BanglaAfter getting approval for higher cc bikes in Bangladesh, various brands have brought their higher cc bikes to the Bangladesh ...
English BanglaFounded in 1989, CFMoto quickly became well-known in the domestic market for producing motorcycles with good engines and attra...
English BanglaOne of the few globally renowned premium quality motorcycle brands that do business in Bangladesh is the Thai brand GPX and it...
English Bangla