আশির দশকের শুরু থেকে যখন টু স্ট্রোক মোটরসাইকেলের প্রবর্তন ঠিক তখন থেকেই সুজুকি একটি স্বনামধন্য মোটরসাইকেল ব্রান্ড হিসেবে খুব ভালভাবে বাংলাদেশে পরিচিত, এমনকি তৃণমুল পর্যায়েও এই ব্রান্ডটিকে নতুনভাবে তুলে ধরার মত কিছু নেই।
সময়ের সাথে সাথে আধুনিকায়ন ও নজরকাড়া ডিজাইন নিয়ে গ্রাহকদের সর্বদাই নতুনভাবে চিন্তা করিয়েছে সুজুকির বাইকগুলো এবং এরই ধারাবাহিকতায় এখন সুজুকি তাদের সার্ভিস সেন্টারের মান আরো উন্নত করার সুদুরপ্রসারী একটি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যার দ্বারা গ্রাহকগন অতিসহজেই এবং খুব কাছ থেকেই তাদের বাইক সার্ভিসিং করতে পারবেন এবং পূর্বের তুলনায় আরো বেশি মানসম্মত এবং আধুনিকভাবে।
আজ (১০-০৯-২০১৮) রাজশাহীতে “কে আর বাইক সেন্টার”এ সুজুকির সার্ভিস সেন্টারের মানউন্নোয়ন কার্যক্রম উদ্বোধনের প্রাক্কালে “মোটরসাইকেলভ্যালীর”অফিসে এক মতবিনিময় অনুষ্ঠানে সুজুকির এমন পরিকল্পনার কথা জানান শাইখ মোঃ নোমান (হেড অফ সার্ভিস)তার সাথে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদ হোসেন (সিনিয়র এক্সিকিউটিভ – সার্ভিস এবং পার্টস) এবং মোহাম্মদ হাসিবুল হাসান শোভন (হেড অফ সেলস নর্থ এবং ওয়েস্ট)।
মতবিনিময় অনুষ্ঠানে জনাব নোমান জানান- উত্তরবংগে মোট ৬টি প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস সেন্টার উদ্বোধনের প্রক্রিয়ায় আছে যার মধ্যে রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জের সার্ভিস সেন্টার আজ উদ্বোধন হবে। অন্যান্য ৪ টি হলো নীলফামারী, ঠাকুরগাঁও এবং রংপুরে দুইটি যার মধ্যে একটি “সুজুকি সার্ভিস ক্যাফে” অপরটি পূর্বের ডিলার পয়েন্টে। এখন মানউন্নয়ন এবং নতুন আংগিকে ঢেলে সাজানোর প্রক্রিয়ায় কোম্পানীর ম্যানেজমেন্ট সেই সার্ভিস সেন্টারগুলাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ হাতে নিয়েছে।
উল্লেখ্য যে, গত দুই ঈদেও সুজুকি হাইওয়েতে ফ্রি সার্ভিস ক্যাম্পের আয়োজন করে যেখানে ঘরমুখী মানুষের বিশেষত যারা বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তাদের বাইকের সমস্যার ফ্রি সার্ভিস দেওয়া হয় এবং সেখানে সকল ব্রান্ডের বাইককে সার্ভিস দেওয়া হয় যা বাইক কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধের উদাহরন হয়ে থাকবে।