আজ ২৬ শে সেপ্টেম্বর ২০২০ রোজ শনিবার রাজশাহীতে জাকজমকপুর্ন ভাবে উদ্বোধন হয়ে গেল সুজুকির তিনটি মডেলের বাইক। বাইক তিনটি হল সুজুকি ব্যানডিট ১৫০, সুজুকি জিএসএক্স১২৫ এবং সুজুকি সামুরাই ১৫০। একতা এন্টারপ্রাইজের পৃষ্ঠপোষকতায় বেশ জাকজমকপুর্নভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। রাজশাহীর জনপ্রিয় দর্শনীয় স্থান পদ্মার পাড় লালন শাহ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় এতে করে হরেক রকম দর্শনার্থীদের ভীড়ের পাশাপাশি উৎসুক বাইকাররা সহ এলাকার মানুষের মধ্যে আনন্দঘন মুহূর্ত তৈরি হয়।
অনুষ্ঠানে রাজশাহীতে এই প্রথমবারের মত নিয়ে আসা হয় সুজুকি জিএসএক্স-আর ১০০০ সিসি। এই বাইকটির প্রতি ছিলো সকলের বিশেষ আকর্ষন। উপস্থিত সবার মাঝে কৌতূহল বিরাজ করছিলো যে আসলেই জিএসএক্স-আর ১০০০ বাইকটি সামনা সামনি দেখতে কেমন । এই কারনেই আজকে অনুষ্ঠানের ট্যাগ লাইন ছিলো Witness The Greatness On Rajshahi.
বেলা ৪টা থেকে স্বাস্থ্যবিধি মেনে ৭টা পর্যন্ত এই অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।র্যানকন মোটরবাইক লিমিটেড এর টেররিটরি ম্যানেজার জনাব ওবায়দুল ইসলাম পলাশ সঞ্চালনা এবং একতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব এজাজ উদ্দ দৌলা খান বাবুর শুভেচ্ছা বক্ত্যবের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয় । এসময় ভিডিং কনফারেন্সে সরাসরি যুক্ত ছিলেন র্যা নকন মোটরবাইক লিমিটেড এর হেড অব সেলস এ কে এম তৌহিদুর রহমান । এছাড়াও আরও উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার জনাব রাব্বির আহমেদ সোহাগ, এরিয়া ম্যানেজার জনাব আহসান হাবিব, এরিয়া ম্যানেজার জনাব রিজভী আহমেদ, এসিস্ট্যান্ট মার্কেটিং রিজভি করিম, সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং নাফিজ উল হাসান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন রুনা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জনাব রফিকুল ইসলাম, হারুন মোটরস এর স্বত্বাধিকারী জনাব হারুন উর রশিদ খান, রাফিদ মটরস এর স্বত্বাধিকারী জনাব আলতাফ হোসেন প্রাং, মৃদুলা ট্রেডিং কর্পরেশন এর স্বত্বাধিকারী জনার রেজাউল তৌফিক, মন্ডল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইদুর রহমান বাবু , জনপ্রিয় ওয়েব সাইট মোটরসাইকেল ভ্যালীর বিজনেস ডেভেলপার জনাব মোস্তাফিজুর রহমান ও এবং সাথে টিম মোটরসাইকেল ভ্যালী, জনপ্রিয় বাইকারস ক্লাব রাজশাহী বাইকারস ক্লাব এর সকল মেম্বারগণ ।
তিনটি বাইক উদ্বোধন করার পর সুদূর সৌদি সীমান্ত পর্যন্ত রাইড করা বাংলাদেশী বাইকার মাসদাক চৌধুরীকে র্যা নকন মোটরবাইক লিমিডেট এর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এরপরে ১০০০ সিসির জিএসএক্স –আর ১০০০ বাইকটি উন্মোচন করা হয় এবং প্রোগ্রামটি সমাপ্ত ঘোষণা করা হয়।