আমাদের এশিয়া মহাদেশে লক্ষ্য করলে দেখা যায় যে মোটরসাইকেল ব্যবহারের সংখ্যা অন্যান্য মহাদেশের তুলনায় অনেক বেশি । বিশেষ করে দক্ষিন এশিয়াতে এই সংখ্যা অনেক বেশি দেখা যায় । সহজে রাইড ও ব্যবহার করা যায় জন্য এই বাহনের ব্যবহারকারীর সংখ্যা অনেকটাই বেশি দেখা যায়।
মজার ব্যাপার হল বিশ্বে মোটরসাইকেল ব্যবহারে শীর্ষে রয়েছে আমাদের দক্ষিন এশিয়ার ৫টি দেশ কিন্তু দুঃখের বিষয় হল বাংলাদেশ এই তালিকার মধ্যে নেই। সম্প্রতি Pew Research Center তাদের এই পরিসংখ্যানটি প্রকাশ করেছে যার মধ্যে উঠে এসেছে দক্ষিন এশিয়ার অনেকগুলো দেশ যার মধ্যে প্রথম ৫টিও রয়েছে দক্ষিণ এশিয়ার দখলে ।
দেশের জনসংখ্যার পরিবারের উপর ভিত্তি করে গড়ে কতটি পরিবার মটর বাইক ব্যবহার করছেন তার একটি তালিকা দেওয়া হয়। এই তালিকার মধ্যে প্রথম ৫টি দক্ষিন এশিয়ার দেশগুলো নিম্নে দেওয়া হল।
থাইল্যান্ড
মোটরসাইকেল মার্কেট পর্যালোচনা করলে দেখা যায় যে , থাইল্যান্ডে মোটরসাইকেলের চাহিদা অনেক এবং এই বাহনকে কেন্দ্র করে বৃহৎ বৃহৎ সব শিল্প গড়ে উঠেছে। Pew Research Center এর গবেষণা অনুযায়ী এই দেশের জনসংখ্যার মধ্যে ৮৭% পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোটরবাইক ব্যবহার করে থাকে।
ভিয়েতনাম
Pew Research Center এর গবেষণা অনুযায়ী দক্ষিন এশিয়ার এই দেশ মোটরসাইকেল ব্যবহারের দিক থেকে সেরা ২ নম্বরে রয়েছে। তাদের তথ্য অনুযায়ী ভিয়েতনাম এর জনসংখ্যার মধ্যে ৮৬% পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোটরবাইক ব্যবহার করে থাকে।
ইন্দোনেশিয়া
বাইকিং জগতে ইন্দোনেশিয়ার ভুমিকা অনেক এবং এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মোটরসাইকেল মার্কেট। Pew Research Center এর গবেষণা অনুযায়ী এই দেশের মোট জনসংখ্যার ৮৫ শতাংশ পরিবার বাইক ব্যবহার করে থাকে।
মালয়েশিয়া
Pew Research Center এর গবেষণা অনুয়ায়ী দেখা যায় যে বিশ্বে মোটরসাইকেল ব্যবহারের দিক থেকে মালয়েশিয়া চতুর্থ স্থানে রয়েছে । এই সংস্থাটির গবেষণার তথ্যানুযায়ী মালয়েশিয়ার জনসংখ্যার মধ্যে ৮৩% পরিবার বাইক ব্যবহার করে থাকেন।
চীন
সেরা ৫টি দক্ষিন এশিয়ার দেশের মধ্যে মোটরসাইকেল ব্যবহারের দিক থেকে চীন এর অবস্থান পঞ্চম স্থানে রয়েছে। টেক জায়েন্ট এই দেশটিতে অন্যান্য শিল্পের পাশাপাশি মোটরসাইকেল শিল্প অনেক ভালোভাবে গড়ে উঠেছে। Pew Research Center এর গবেষণা অনুযায়ী দেশের জনসংখ্যার ৬০ শতাংশ পরিবার মোটরসাইকেল ব্যবহার করে থাকে।
Pew Research Center এর তালিকার দক্ষিন এশিয়ার আরও অনেক দেশ রয়েছে এবং দেখা যাচ্ছে যে আমাদের এই মহাদেশে মোটরসাইকেল এর ব্যবহার অন্যান্য মহাদেশের তুলনায় অনেক বেশি । আমরা আশাবাদী যে আমাদের দেশের বাজারে মোটরসাইকেলের ব্যবহার আরও বাড়বে এবং এই শিল্প আরও সমৃদ্ধ হবে।