আমাদের পার্শ্ববতী দেশ ভারতে ওলা কোম্পানির বিশাল টু হুইলার কারখানা তৈরি করা হচ্ছে এবং এটা শীঘ্রই উদ্বোধন করা হচ্ছে। অন্যদিকে ওলার নতুন প্রযুক্তির স্কুটার ১৫০কিমি পথ পারি দিবে মাত্র ৩৬ মিনিটের চার্জে। এই স্কুটারটি ও ওলা কোম্পানী দ্বারা ভারতের বাজারে আসছে।
জানা গিয়েছে যে, পৃথিবীর বৃহত্তম এই টু হুইলার কোম্পানিটি অবস্থিত বেঙ্গালুরু থেকে ১৫০ কিলোমিটার দূরে তামিল নাড়ুর বিশেষ অঞ্চলে ৫০০ একর জমির ওপর। কোম্পানীর কারখানা তৈরির কাজ প্রায় শেষের দিকে এবং এটি তৈরি করতে খরচ হচ্ছে ২৪১৬ কোটি টাকারও বেশি। ওলার কর্নধর ভাবিশ আগরওয়াল এক টুইট বার্তায় জানিয়েছেন যে, পৃথিবীর বৃহত্তম ইলেকট্রিক স্কুটার তৈরির কারখানা এখন প্রায় শেষের পথে।
ব্যাটারি চালিত ওলার স্কুটার বাজারে আসার পর যেন কোন সমস্যায় পড়তে না হয় সেজন্য নেওয়া হয়েছে আগাম প্রস্তুতি যেমন – ভারত জুড়ে বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশন তৈরির ওপর জোর দিচ্ছেন তাঁরা, এছাড়াও তৈরি হবে হাইপার চার্জার নেটওয়ার্ক এবং ৪০০টি শহরে ১ লাখেরও বেশি চার্জিং স্টেশন রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে এই নেটওয়ার্কের অধীনে। চলতি বছরে ১০০টি শহরে ৫ হাজার চার্জার পয়েন্ট এর মধ্যে কয়েক শো চার্জিং পয়েন্ট বসানোর কাজ স্কুটার উদ্বোধন হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ভার্টিকাল টাওয়ার ভিত্তিক চার্জার ও আরেকটি হল বিভিন্ন শপিং মল, রেস্তোরাঁ বা কাফে, আইটিপার্ক, অফিস কমপ্লেক্সের মতো জায়গায়, যেখানে লোক সমাগম বেশি হয়, সেখানে হাইপার চার্জার নেটওয়ার্ক দুই ধরনের ফরম্যাটে কাজ করবে।
তথ্য সুত্রে জানা গেছে যে ,ওলার ই স্কুটারের ব্যাটারী ৫০% চার্জ হতে সময় নেয় ১৮ মিনিট, তাহলে নিঃসন্দেহে ১০০% চার্জ হতে সময় লাগবে ১৫-১৬ মিনিট। তাদের নতুন এই স্কুটার তৈরির কারখানায় বছরে প্রায় ১ কোটি ইউনিট স্কুটার তৈরি করতে সক্ষম হবে এবং প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে ।
সুত্র - হিন্দুস্থান টাইম বাংলা