আপনার পুরাতন মোটরসাইকেল টি বদলে নতুন ইয়ামাহা মোটরসাইকেল নিতে চলে আসুন Yamaha Presents Exchange Festival-এ। এক্সচেঞ্জে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। এর পাশাপাশি এই Exchange Festival-এ রয়েছে ব্যাংক লোন সুবিধা। City Bank এবং EBL Bank এর মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের ইয়ামাহা মোটরসাইকেল ক্রয় করতে পারবেন।
আপনার যেকোনো ব্র্যান্ডের পুরাতন মোটরসাকেলটি এক্সচেঞ্জ করে R15 V3, MT15 নিলে পাচ্ছেন বর্তমান মূল্যের উপরে ৫,০০০ টাকা ছাড়।Fazer Fi V2 ও FZ-S Fi V3 নিলে পাচ্ছেন বর্তমান মূল্যের উপরে ৩,০০০ টাকা ছাড়।এছাড়া Saluto 125cc এবং RayZR Street Rally নিলে পাচ্ছেন ২,০০০ টাকা ছাড়।
এক্সচেঞ্জ প্রক্রিয়া ও নিয়মাবলীঃ
১। এক্সচেঞ্জ ফেস্টে অনলাইনে রেজিস্ট্রেশন করে বুথে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি টোকেন সংগ্রহ করতে পারবেন।
রেজিস্ট্রেশন লিংকঃ
২। ইভেন্টের দিন যে বাইকটি এক্সচেঞ্জ করতে চান সেই বাইকটি নিজে নিয়ে আসতে হবে, বাইকের সকল কাগজপত্রসহ।
৩। আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অথবা পাসপোর্ট এর ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে।
৪। ইয়ামাহা এক্সচেঞ্জ প্রোগ্রামে সংশ্লিষ্ট জেলার স্বনামধন্য বাইক রিসেলারগণ অংশগ্রহণ করবেন এবং যেকোনো একজন রিসেলার আপনার বাইকটি সেরা দামে ক্রয় করবেন এবং ক্রয়কৃত মূল্য বাইকের বুকিং হিসেবে রাখা হবে।
৫। আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করতে বাকি যত টাকা প্রয়োজন, তা ডিলার পয়েন্ট থেকে বাইক ডেলিভারির সময় পরিশোধ করতে হবে।
৬। ইভেন্টে বাইক রিসেলের পর, আপনাকে আপনার ইয়ামাহা বাইকটি ৩১ সেপ্টেম্বর এর মধ্যে ডিলার পয়েন্ট থেকে সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে ইয়ামাহার সেপ্টেম্বর মাসের রেগুলার অফার আপনার জন্য প্রযোজ্য হবে।
৭। নির্দিষ্ট সময়ের মধ্যে বাইক ডেলিভারি না নেয়া হলে ইভেন্টে দেয়া এক্সচেঞ্জ অফার কার্যকর হবে না।
এক্সচেঞ্জ অফার তারিখ ও স্থান - ১৭/০৯/২০২১, ক্রিসেন্ট এন্টারপ্রাইজ
Lifan is one of the best motorcycle brands in the Bangladeshi motorcycle market, whose reputation is heard by bike lovers of a...
English BanglaSuzuki is a leading and very popular Japanese motorcycle brand in the motorcycle market of Bangladesh. As because, most of their p...
English BanglaLifan is a very familiar name to the diverse bike lovers of Bangladesh, each of whose bikes is attractive to bike lovers, whic...
English BanglaHonda is a globally renowned automobile and motorcycle brand that is recognized for its innovation, reliability, and performan...
English BanglaBajaj is a well-known motorcycle brand among all levels of bike lovers in Bangladesh, whose reputation and quality are nothing...
English Bangla