বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় যাতায়াতের মাধ্যম হিসেবে মোটরসাইকেলের জনপ্রিয়তা উর্দ্ধমুখী। সরকারী পলিসি এবং মোটরসাইকেল কোম্পানীগুলোর প্রচেষ্টায় মোটরসাইকেলের দাম দিনে দিনে ক্রেতাদের নাগালের মধ্যে চলে এসেছে। আর তাই মোটরসাইকেল এখন বিলাসদ্রব্য নয় বরং প্রয়োজনীয়। কমিউটার সেগমেন্টে দাম, সহজ ব্যবহার এবং তেল খরচ বিবেচনায় ১০০সিসি বাইক থাকে ক্রেতাদের পছন্দের তালিকাতে শীর্ষে। বিগত ২বছর ধরেই মোটরসাইকেলের দাম কমতে থাকায় বর্তমানে অনেক ১০০সিসি মোটরসাইকেলই লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। দাম, ব্রান্ডভ্যালু, টেকসই, জ্বালানি খরচ এবং সর্বপরি ক্রেতাদের পছন্দের উপরে বিবেচনা করে মোটরসাইকেলভ্যালী ১০টি ১০০সিসি মোটরসাইকেলের তালিকা তৈরী করেছে যেটি ২০১৭ সালে জনপ্রিয় ছিলো। চলুন পরিচিত হই তাদের সাথে।
বাজাজ ডিস্কোভার ১০০
বিগত ১যুগেরও অধিক সময় ধরে বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে শীর্ষে অবস্থান করছে। রুচীশীল ডিজাইন, টেকসই, কম জ্বালানী খরচ, সহনীয় দাম, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা এবং পুরো দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের কারনে বাজাজের প্রায় প্রতিটি পন্য রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে। বাজাজ ডিস্কোভার ১০০ তাদের মধ্যে অন্যতম। আরামদায়ক, কম জ্বালানী খরচ এবং ভালো রিসেল ভ্যালু থাকার কারনে ২০১৭ সালে ক্রেতাদের পছন্দের তালিকায় উপরে ছিলো বাজাজ ডিস্কোভার ১০০ । ব্যবহারকারীগন দাবি করেন মোটরসাইকেলটির জ্বালানি খরচ ৬০-৬৫ কিমি প্রতি লিটারে।
Full Features of Bajaj Discover 100
টিভিএস মেট্রো ১০০
ক্ষু্দ্র স্ক্রু থেকে শুরু করে ইনজিন পর্যন্ত প্রতিটি যন্ত্রই তৈরী করে থাকে নিজস্ব তত্ত্বাবধানে। আর তাই টিভিএস এর প্রতিটি মোটরসাইকেলের গুনগত মান নিয়ন্ত্রিত হয় সঠিকভাবে। ভালো মাইলেজ, টেকসই এবং তুলনামুলক কম দাম থাকার কারনে ক্রেতারা ১০০সিসি সেগমেন্টে খুব সহজেই পছন্দ করেছেন টিভিএস মেট্রো ১০০সিসি মোটরসাইকেলটিকে পুরো ২০১৭ সাল জুড়ে। মোটরসাইকেলটির জ্বালনি খরচ গ্রাহকদের অভিজ্ঞতার আলোকে ৬৫-৭০ কিমি প্রতি লিটারে।
Full Features of TVS Metro 100
হিরো স্প্লেন্ডর প্লাস
শুরু থেকেই হিরো এবং হোন্ডা যৌথভাবে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিলো। তারা একত্রে যুক্ত হয়ে অনেক জনপ্রিয় মোটরসাইকেল তৈরি করেছে। তাদের প্রোডাক্ট গুলো গ্রাহকদের পছন্দের শীর্ষে থাকার কারণ হল ভালো পারফরেমসন্স এবং টেকসই। সেই ধারাবাহিকতারই একটি পন্য হিরো স্পেন্ডর প্লাস বর্তমান সময়ে ১০০ সিসির মধ্যে জনপ্রিয় একটি মোটরসাইকেল। যদিও এটা তেমন স্টাইলিশ বাইক নয় তবে এর মজবুত ও টেকসই গঠন, ভালো মাইলেজ এবং ভালো পারফরেমেন্সের ফলে অনেক জনপ্রিয়তা লাভ করেছে বিশেষ করে মোটরসাইকেলটির টেকসই গঠন এবং তেল সাশ্রয়ীর ফলে আমাদের দেশের কর্পোরেট লেভেলের দিকে এটি অনেক গ্রাহক ব্যবহার করে । ব্যবহারকারীর দাবী মতে এর জ্বালানি খরচ ৫৫-৬০ কিমি প্রতি লিটারে।
Full Features of Hero Splendor Plus
বাজাজ সিটি ১০০
১০০ সিসি সেগমেন্টের মধ্যে বাজাজ অনেক ভালো কোয়ালিটির কিছু বাইক অফার করে এবং তাদের মধ্যে বাজাজ ডিস্কোভার ১০০ এরপরে বাজাজ সিটি ১০০ অন্যতম। ব্র্যান্ডের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেটা প্রোডাক্টের কোয়ালিটির উপরেও প্রভাব লক্ষ্য করা যায়। আকারে বড়, তেল সাশ্রয়ী, মার্জিত লুক এবং দামটা সাধ্যের মধ্যে থাকায় অনেক জনপ্রিয়তা পেয়েছে। ১০০ সিসি সেগমেন্টের মধ্যে রিসেল ভ্যালুটাও বাজাজ সিটি ১০০ এর অনেক বেশি। ২০১৭ সালে গ্রাহকদের পছন্দের তালিকায় ছিলো বাজাজ সিটি ১০০ সিসি। গ্রাহকদের মতে বাজাজ সিটি ১০০ এর তেল খরচ ৬৫-৭০ কিমি প্রতি লিটারে।
Full Features of Bajaj CT100
হিরো এইচএফ ডিলাক্স
এই মোটরসাইকেলটি যাত্রা শুরু করে, যখন হিরো এবং হোন্ডা একত্রে ছিলো। সে সময় থেকেই গ্রাহকদের মনে এর বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্সে গ্রাহকদের মনে আলাদা একটি জায়গা করে নিতে সক্ষম হয়েছে। বর্তমান সময়ে হিরো এর ডিজাইনে এবং ফিচারসে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে যার কারণে পারফরমেন্স লেভেল এবং টেকসই এর দিকটা আগের থেকে আরও উন্নত হয়েছে। যারা মার্জিত ডিজাইন, ভালো তেল সাশ্রয়ী এবং নরমাল স্পীডে বাইক রাইড করতে চান তারা অনায়াসেই এই বাইকটি পছন্দ করতে পারেন। হিরো এইচএফ ডিলাক্সের মাইলেজ গ্রাহকদের মতে ৬০-৬৫কিমি প্রতি লিটারে।
Full Features of Hero HF Deluxe
বাজাজ প্লাটিনা ১০০
বাজাজ নিয়ে আমরা আগেই আলোচনা করেছি তাই নতুন করে ব্র্যান্ড ভ্যালু নিয়ে বলার কিছু নেই। বাজাজের আরেকটি ১০০ সিসির মধ্যে জনপ্রিয় মোটরসাইকেল হল বাজাজ প্লাটিনা ১০০। ১০০ সিসি কমিউটার অন্যান্য বাইকগুলোর তুলনায় এর অনেক প্রশস্থ সিটিং পজিশন রয়েছে পাশাপাশি মার্জিত লুক এবং ভালো মাইলেজের ফলে গ্রাহকদের কাছে অনেক সুনাম কুড়িয়েছে। ২০১৭ সালেও গ্রাহকদেরকে পছন্দের তালিকায় ছিলো এ্ই বাইকটি। গ্রাহকরা দাবি করেন মোটরসাইকেলটির জ্বালানি খরচ ৬৫-৭০ কিমি প্রতি লিটারে।
Full Features of Bajaj Platina 100
কিওয়ে আরকেএস ১০০
বাংলাদেশে জনপ্রিয় এবং আগে থেকেই বিদ্যমান ব্র্যান্ডগুলোর কথা বাদ দিয়ে একটি নতুন নামের তারিফ করা যায় এবং সেটা হল কিওয়ে। চমৎকার ডিজাইন ও স্টাইল, আনকমন লুক, মাইলেজ, স্পীড এবং সার্বিক পারফরমেন্স এর জনপ্রিয়তার মুল কারণ। তাদের অন্যান্য প্রোডাক্টের তুলনায় কিওয়ে আরকেএস ১০০ খুব অল্প সময়ের মধ্যেই অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। আরকে এস ১০০ এর বর্তমানে ২ টি ভার্সন বাজারে রয়েছে। ভালো মাইলেজ, ১০০ সিসির মধ্যে সেরা ডিজাইন, দাম কম এবং সম কিছু মিলিয়ে গ্রহণযোগ্য পারফরমেন্স বাইকটির চাহিদা দিন দিন আরও বাড়িয়ে তুলছে। কিওয়ে আরকে এস এর মাইলেজ ৫৫-৬৫ কিমি প্রতি লিটারে যেটি সাধারণত গ্রাহকরা পেয়ে থাকেন বলে থাকেন বলে দাবি করেন।
Full Features of KeeWay RKS100
রানার বুলেট ১০০
রানার অটোমোবাইল কোম্পানী হচ্ছে স্বদেশী অন্যতম একটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানী। তারা তাদের প্রোডাক্টগুলোর মাধ্যমে অনেক ভালো পরিচিতি লাভ করেছে এবং চেষ্টা করছে বাইরের ব্র্যান্ডগুলোর মতো তাদের প্রোডাক্টের মান বৃদ্ধি করার। তাদের মুল অভিপ্রায় হচ্ছে সবচেয়ে কম দামে গ্রাহকদের হাতে ভালো মানের মোটরসাইকেল তুলে দেওয়া। ১০০ সিসি সেগমেন্টের মধ্যে তাদের জনপ্রিয় একটি মোটরসাইকেল হল বুলেট ১০০। এই বাইকটিতে রয়েছে চমৎকার ডিজাইন, ভালো ইঞ্জিন শক্তি, সন্তোষজনক মাইলেজ এবং স্পীড। এছাড়াও অন্যান্য দিক বিবেচনায় এই বাইকটি অনেক গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে। ডায়াং রানার বুলেটের মাইলেজ গ্রাহকেরা দাবি করে ৫৫-৬০ কিমি প্রতি লিটারে।
Full Features of Runner Bullet 100
এইচ পাওয়ার জারা ১০০
আমরা সকলেই জানি যে মোটরসাইকেল মার্কেট দিন দিন আরও প্রসারিত হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ড এবং বিভিন্ন কোম্পানি গ্রাহকদের চাহিদা পুরন করার জন্য বিভিন্ন ধরনের বাইক অফার করছে। এইচ পাওয়ার তাদের মধ্যে একটি ব্র্যান্ড। তারা স্টাইলিশ বাইকগুলো অনেক কম দামে গ্রাহকদের হাতে তুলে দেয় এবং সেগুলোর ফিচারস এবং পারফরমেন্স বেশ ভালো। তাদের ১০০ সিসি সেগমেন্টের মধ্যে জারা ১০০ একটি মোটরসাইকেল যার রয়েছে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি, স্টাইলিশ ডিজাইন, সহনীয় দাম এবং গ্রাহকগন এর পারফরমেন্সে অনেক সন্তুষ্ট। এই ১০০ সিসির বাইকটি মূলত বেশী দেখা যায় গ্রামের রাস্তায়। বাইকটি অনেক বড় গ্রাহক সন্তুষ্টি অর্জন করেছে। যার কারণে ২০১৭ সালে গ্রাহকের আলোচিত বাইকগুলোর মধ্যে বড় একটা অবস্থান ধরে রেখেছে জারা ১০০। গ্রাহকদের দাবি অনুযায়ী মোটরসাইকেলটির মাইলেজ লিটারে ৫০-৫৫ কিমি।
Full Features of H Power Zaara 100
রোডমাস্টার ডিলাইট
রোডমাস্টার ডিলাইট হচ্ছে স্টাইলিশ এবং আধুনিক প্রযুক্তির ১০০ সিসির একটি কমিউটার বাইক যেটা অনেক কম দামে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ভালো কালার কম্বিনেশন, মাইলেজ এবং কমদামী হওয়ার কারণে শহরের এবং গ্রামের মানুষদের বেশী আকৃষ্ট করেছে এবং ২০১৭ সালে গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। ডিলাইটের মাইলেজ গ্রাহকদের মতে ৫৫-৬০ কিমি প্রতি লিটারে।
Full Features of Roadmaster Delight