Yamaha Banner
Search

সেরা ১০টি ১৫০সিসি মোটরসাইকেল ২০১৭

2017-12-25

সেরা ১০টি ১৫০সিসি মোটরসাইকেল ২০১৭


Top-10-150cc-motorcycles-in-2017


বর্তমানে মানুষ এখন অনেক সময় সচেতন হয়েছে এবং যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে ।বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট দিন দিন আরও চাঙ্গা হচ্ছে এবং আশা করা যায় ভবিষ্যতে আরও হবে। পূর্বে মানুষ ১৫০ সিসি কে প্রাধান্য কম দিতো এবং এর পেছনে বেশ কিছু কারণ ছিলো কিন্তু বর্তমান সময়ে বাজার পর্যালোচনা করলে দেখা যায় যে ১৫০ সিসির দিকে মানুষ বেশী যাচ্ছে। দাম কম, তেল সাশ্রয়ী এবং বিভিন্ন সুযোগ সুবিধার ফলে ১৫০ সিসি কিনতে বেশী আগ্রহী হচ্ছে।

আমরা টিম মোটরসাইকেলভ্যালী জনপ্রিয় বাইকগুলোর দাম, ব্র্যান্ড ভ্যালূ, তেল খরচ,আফটার সেলস সার্ভিস,পার্টস এর সহজলভ্যতা এবং গ্রাহকদের পছন্দ অনুযায়ী যে বাইকগুলো শীর্ষে রয়েছে সেগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি । অবশেষে দীর্ঘ ১ বছর মার্কেট পর্যালোচনা এবং গ্রাহকদের সংগে মত বিনিময় করে টপ দশটি ১৫০ সিসি মোটরসাইকেল গ্রাহকদের আলোচনার শীর্ষে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হয়েছি এবং বাইকগুলোর নাম প্রকাশ করছি। এই বাইক গুলো ২০১৭ সালে গ্রাহকদের পছন্দের শীর্ষে ছিলো। চলুন পরিচিত হই সেই বাইক গুলোর সাথে।



01-TVS-Apache-RTR-150

টিভিএস এপাচি আরটিআর
বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেলের মধ্যে সর্বচ্চো অবস্থান ধরে রেখেছে টিভিএস এপ্যাচি আরটিআর। ভালো ডিজাইন, দুর্দান্ত থ্রটল রেসপন্স, তেল সাশ্রয়ী এবং সর্বোপরি পারফরমেন্স ভালো হওয়ার ফলে গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে এপাচি আরটিআর। বাইকটি ২০১৭ সালে গ্রাহকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।



TVS Apache RTR





02-bajaj-pulsar-150

বাজাজ পালসার ১৫০
বাজাজ শুরু থেকেই তাদের পালসার মডেলটিকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক করতে থাকে। ভালো ইঞ্জিন শক্তি, বেশি মাইলেজ, টপ স্পীড এবং ১৫০ সিসি সেগমেন্টের মধ্যে অনেক মার্জিত একটি বাইক পালসার। ২০১৭ সালে পালসার নিউ মডেল বাজারে আসে এবং গ্রাহকদের মাঝে আলোচনার ঝড় তোলে।



Bajaj Pulsar 150





03-hero-hunk

হিরো হাংক
শুরু থেকেই হিরো হোন্ডা হাংক তার মাস্কুলার লুক এবং পারফরমেন্সের জন্য বিখ্যাত। হোন্ডা থেকে আলাদা হবার পর হিরো চেষ্টা করে যাচ্ছে হাংক নিয়ে সামনের দিকে এগিয়ে যাবার। মাস্কুলার লুক, রেডি পিক আপ, কন্ট্রোল, কম্ফোরট ইত্যাদি কারণে হিরো হাংক ২০১৭ সালে গ্রাহকদের আলোচনার শীর্ষে রয়েছে।



Hero Hunk




04-honda-cb-trigger

হোন্ডা সিবি ট্রিগার
হোন্ডা নিয়ে গ্রাহকদের মনে অন্য রকমের আত্মবিশ্বাস রয়েছে কারণ পূর্বের হোন্ডা এবং বর্তমানের হোন্ডার বাইক গুলোর পারফরমেন্স একই রয়েছে। ১৫০ সিসি মধ্যে হোন্ডার কমিউটার বাইক হল সিবি ট্রিগার যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় মাতামাতি করতে দেখা যায়। মার্জিত লুক, ভালো ইঞ্জিন শক্তি, চালিয়ে আরাম এবং সর্বোপরি ভালো পারফরমেন্সের ফলে হোন্ডা সিসি ট্রিগার ২০১৭ সালে গ্রাহকদের আলোচনার শীর্ষে রয়েছে।



Honda CB Trigger




05-yamaha-fzs-fi-v2

ইয়ামাহা এফযেডএস এফআই
ইয়ামাহা অনেক আগেই তাদের এফযেডএস ১৫০ সিসি বাইকটি বাংলাদেশে নিয়ে এসেছিলো এবং ভালো পারফরমেন্সের ফলে অনেকেই এই বাইকটি কেনার হজন্য আগ্রহী হয়ে ছিলেন। এরপর বিভিন্ন কারণে ইয়ামাহার এফযেডএস বাংলাদেশে আশা বন্ধ হয়ে যায় এবং ২০১৬ সালে নতুন করে ইয়ামাহা বাজারে নিয়ে আসে এফযেডএস এফআই। ইয়ামাহা তাদের এই বাইকটিকে আধুনিক এফআই প্রযুক্তি এবং ব্লু-কোর প্রযুক্তি ব্যবহার করেছে যার কারণে বাইকটি আগের মডেলের তুলনায় বাজারে অনেক সাড়া ফেলেছে। সুন্দর ডিজাইন, মাস্কুলার লুক এবং ঝামেলাবিহিন রাইডিং এর ফলে ইয়ামাহা এফযেডএস এফ আই ২০১৭ সালে গ্রাহকদের পছন্দের তালিকায় রয়েছে।



Yamaha FZS Fi





06-suzuki-gixxer


সুজুকি জিক্সার
সুজুকি অনেক বছর পর তাদের জিক্সার সিরিজ নিয়ে বাজারে হাজির হয়েছে এবং গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে। জিক্সাররে বিভিন্ন মডেল বাজারে রয়েছে এর সেগুলোর ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করা হয়েছে। কম দামের মধ্যে ভালো স্পোর্টস লুক, টপ স্পীড এবং ভালো পারফরমেন্সের ফলে সুজুকি জিক্সার ২০১৭ সালে গ্রাহকদের আলোচনার শীর্ষে চলে এসেছে।



Suzuki Gixxer




07-yamaha-fazer-fi-v2

ইয়ামাহা ফেজার এফআই
ইয়ামাহা এফযেডএস এফআই এবং ইয়ামাহা ফেজার এফআইতে একই ইঞ্জিন এবং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার কারণে ইঞ্জিনের দিক দিয়ে ভিন্নতা খুঁজে পাওয়া না গেলেও একটি দিকে এই দুটির মাঝে ভিন্নতা পাওয়া যায় সেটি হল এর বডি কিট । ইয়ামাহা ফেজারে বডি কিট ব্যবহার করা হয়েছে যার কারণে বাইকটি দেখতে মাস্কুলার এবং ডাবল হেডল্যাম্প থাকার কারণ ভিন্ন লুক চলে এসেছে। সব কিছু মিলিয়ে ইয়ামাহা ফেজার এফআই ২০১৭ সালে গ্রাহকরা ব্যপকভাবে গ্রহন করেছে।



Yamaha Fazer Fi





08-lifan-kpr-150-2017

লিফান কেপিআর ১৫০
স্পোর্টস লুক, ভালো ইঞ্জিন শক্তি ও পারফরমেন্স , ব্রেকিং, কন্ট্রোল, টপ স্পীড প্রায় সব দিক দিয়ে ভালো একটি বাইক হল লিফান কেপিআর ১৫০ সিসি। কম দামের মধ্যে এই রকম বাইক বর্তমান বাজারে খুঁজে পাওয়া মুশকিল তাই লিফান কেপিআর ২০১৭ সালে গ্রাহকদের আলোচনার শীর্ষে রয়েছে।



Lifan KPR





09-keeway-superlight-150

কিওয়ে সুপারলাইট
খুব কম সময়ের মধ্যে কিওয়ে গ্রাহকদের মাঝে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। কিওয়ের কিছু স্টাইলিশ এবং ভিন্ন ধর্মী বাইক রয়েছে যার মধ্যে একটি হল কিওয়ে সুপারলাইট। ক্লাসিক লুক, আরামদায়ক, ভালো ইঞ্জিন পারফরমেন্স এবং বিভিন্ন কারণে ক্রুজার এই বাইকটি ২০১৭ সালে গ্রাহকদের পছন্দের তালিকায় ছিলো।



Keeway Superlight




10-loncin-gp-150

এইচ পাওয়ার লনসিন জিপি
লনসিন জিপি ১৫০ সিসির এই বাইকটি খুব অল্প সময়ে গ্রাহকদের মনে জায়গা করে নেয় বিশেষ করে তরুণ প্রজন্ম এই বাইকটির প্রতি বেশী ঝুঁকে। স্পোর্টস লুক, মাস্কুলার বডি কিট এবং টপ স্পীড তরুণ প্রজন্মকে অনেক মুগ্ধ করেছে এবং এই কারনেই ২০১৭ সালের আলোচিত বাইকগুলোর মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছে লন্সিন জিপি।



Loncin GP

Bike News

Yamaha Bike Price in Bangladesh December 2024
2024-12-21

Yamaha is the top brand in the premium bike market of Bangladesh because Yamaha is popular even among the root level bike love...

English Bangla
CFMoto Bike Prices in Bangladesh December 2024
2024-12-19

Very recently, CFMoto, one of the most famous motorcycle brands in China, was launched in Bangladesh, which is known all over ...

English Bangla
CFMoto officially launches its flagship 300cc sports bike in Bangladesh
2024-12-19

(Dhaka, December 19, 2024) - Global motorcycle brand CFMoto has officially launched its flagship sports bikes in the Banglades...

English Bangla
Yamaha is expanding its service range: Available at tourist points in border areas
2024-12-14

Yamaha has once again proven that it is ahead of any other motorcycle brand in providing the highest level of service to its c...

English Bangla
Top 5 Yamaha 150cc bike
2024-12-12

Lets see the bikes Yamaha FZS V4 Yamaha FZS V4 is an all-stylish, performance-oriented street motorcycle built for city...

English Bangla
Filter