টিম মোটরসাইকেল ভ্যালী সর্বদা গ্রাহকদের মতামতকে প্রাধান্য দিয়ে থাকে। আমরা মনে করি যে বাইক সম্পর্কিত সকল বিষয় সম্পর্কে প্রত্যেক বাইক প্রেমি মানুষ অবগত হোক এবং তারা তাদের ইচ্ছাগুলো যথাযথভাবে সকলের মাঝে পোষণ করুক। বর্তামান সময়ে লোকাল মার্কেটে নতুন কিছু বাইক এসেছে এবং সেগুলো বাজারে চলমান রয়েছে।ব্যবহারকারীরা যে বাইক খুঁজছে এবং ডিলার ও শোরুম গুলো সেসকল বাইক গ্রাহকদের হাতে তুলে দিতে সচেষ্ট আছে। ব্যবহারকারীদের সার্চ রেকর্ড, বিক্রয় রেকর্ড, সার্বিক চাহিদা, পূর্বে ও পরে সে বাইকগুলোর চাহিদা এবং টিম মোটরসাইকেল ভ্যালীর নিজস্ব মতামতের ভিত্তিতে এপ্রিল মাসের সেরা ১০টি বাইকের তালিকা করা হয়েছে এবং সেই তালিকাবদ্ধ করা বাইকগুলো নিম্নে দেওয়া হল।
১। বাজাজ পালসার ১৫০
কম বেশি সব সময়ই দেখা যায় যে এই বাইকটি সার্চ লিস্টে শীর্ষে অবস্থান করে। শুরু থেকেই এই বাইকের প্রতি গ্রাহকদের অনেক বেশি আকৃষ্ট হতে দেখা যায়। কিছু খুঁটিনাটি সমস্যা যেমন ব্যাটারী শক্তি কমে যাওয়া ইত্যাদি ছাড়া তেমন বড় কোন সমস্যা দেখা যায় না এবং এই বাইকের স্টাইলিশ লুক ও কালার কম্বিনেশন, ভালো থ্রটল রেসপন্স, শক্তিশালী ইঞ্জিন ইত্যাদি দিক দিয়ে গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করতে সচেষ্ট হয়েছে এই বাইকটি। তাই এই বাইকটি বেশিরভাগ সময় গ্রাহকদের পছন্দের শীর্ষে অবস্থান করে। গ্রাহকদের সার্চ রেকর্ড, বিক্রয় রেকর্ড, চাহিদা, বর্তমান রিপোর্ট ইত্যাদি উপর ভিত্তি করে এপ্রিল মাসের সার্চ লিস্টে শীর্ষে অবস্থান করছে।
২। টিভিএস এপ্যাচি আরটিআর ১৬০ ৪ভি
এই বাইকটি খুব অল্প দিনের মধ্যেই গ্রাহকদের মাঝে অনেক বেশি ক্রেজ তৈরি করেছে এবং সেটি এখনও চলমান রয়েছে। বাইকটি বাজারে আসার পূর্বে অনেক সমালোচনা হত কিন্তু যখন বাইকটি রাস্তায় নামানো হয় তখন মানুষের মাঝে ভুল ত্রুটির অবসান হয়। আরটিআর সিরিজের নতুন লুক, নতুন প্রযুক্তি, স্মার্ট কালার কম্বিনেশন এবং পুরোনো রেসিং ডিএনএ বাইকটি অনেক চাহিদা সম্পন্ন করে তুলেছে। এরই ধারাবাহিকতায় সেরা দশটি সার্চ বাইক তালিকায় ২য় স্থানে অবস্থান করছে।
৩। বাজাজ ডিস্কোভার ১২৫
নতুন প্রজন্ম বিভিন্ন জিনিসের নতুনত্ব খুঁজে এবং বাজাজ সেটি বাস্তবায়ন করছে ডিস্কোভার সিরিজ দিয়ে । আমরা সকলেই জানি যে বাজাজ ডিস্কোভার সিরিজ প্রত্যেক গ্রাহকদের কাছে খুব পছন্দ এবং বাজাজ সে বিষয়টি বিবেচনা করে নতুন ডিজাইনের ডিস্কোভার সিরিজ বাজারে নিয়ে এসেছে। বর্তমান ডিস্কোভারে গ্রাহকদের জন্য থকাছে স্টাইলিশ গ্রাফিক্স, ডিজিটাল মিটার কনসোল, ডিআরএল ইত্যাদি আরও অনেক বিষয় সংযুক্ত রয়েছে। এর জন্য বাজাজ ডিস্কোভার ১২৫ এপ্রিল মাসের সেরা দশটি বাইকের তালিকায় ৩য় অবস্থানে রয়েছে।
৪। বাজাজ পালসার এনএস ১৬০
১৬০ সিসি সেগমেন্টের বাইকগুলোর মধ্যে এই বাইকের নিজস্ব একটি জনপ্রিয়তা রয়েছে। চোখ ধাঁধানো ডিজাইন, আরামদায়ক ও স্পোর্ট সিটিং পজিশন, ওয়েল কুল্ড ইঞ্জিন এবং চমৎকার মাইলেজসহ ইত্যাদি আরও অনেক বিষয় গ্রাহকদের বিশেষভাবে আকৃষ্ট করে। আমরা যদি সার্চ ফলাফল পর্যালোচনা করে দেখতে পাই যে এই বাইকটি সেরা ১০ টি বাইকের মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছে।
৫। বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক
বাজাজ পালসারের আপডেট ভার্সন, নতুন গ্রাফিক্স ও কিছু পরিবর্তন বাইকটি আরও আকর্ষণীয় করে তুলেছে। গ্রাহকদের এই বাইকের প্রতি আকর্ষণের মাত্রাটা একটু বেশি এবং প্রতিদিনই এর চাহিদা বেড়েই চলেছে যার জন্য এপ্রিল মাসের সেরা ১০টি বাইক তালিকার মধ্যে এটি ৫ম স্থান অর্জন করেছে।
৬। ইয়ামাহা এফজেডএস ভার্সন ৩
বর্তমান বাজারে এই বাইকটি নিয়ে বেশি আলোচনা দেখা যাচ্ছে এবং ইয়ামাহা তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সুবিশাল এই গিফট। বোল্ড ডিজাইন ও নতুন ম্যাট এডিশন কালার, আধুনিক প্রযুক্তি ইত্যাদি প্রায় সব কিছুই এই বাইকে সংযুক্ত করা হয়েছে। মানুষ এখন এই বাইক নিয়ে না ভেবে সরাসরি কিনে ফেলছে । তাই এপ্রিল মাসের সার্চ রেকর্ডের উপর ভিত্তি করে এবং গ্রাহকদের চাহিদা ও আমাদের মতামতের উপর ভিত্তি করে এই বাইকটি ৬ষ্ঠ অবস্থানে রয়েছে।
৭। হোন্ডা সিবি হরনেট ১৬০আর সিংগেল ডিস্ক
আমরা জানি যে হোন্ডা তাদের প্রডাক্টের মান নিয়ে কখনই আপোষ করে না এবং তারা হোন্ডা সিবি হরনেট ব্যবহারের ক্ষেত্রে একই প্রক্রিয়া অবলম্বন করেছে। আমাদের লোকাল মার্কেটে হোন্ডা সিবি হরনেটের ব্যাপক চাহিদা রয়েছে। মাস্কুলার ডিজাইন, এক্স শেপ টেল ল্যাম্প, শক্তিশালী ইঞ্জিন পারফরমেন্স ইত্যাদি বাইকটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। যদিও এই বাইকটি সার্চ রেকর্ড তালিকায় কয়েক মাস আগে প্রথম সারিতে ছিলো কিন্তু এখন এটি অবস্থান করছে ৭ম স্থানে।
৮। হিরো গ্লামার
বলাবাহুল্য যে পুরাতনই অধিক মুল্যবান। গত এক দশক ধরে হিরো গ্লামার অন্যতম কমিউটার বাইক হিসেবে পরিচিতি লাভ করেছে। শক্তিশালী গঠন, ১২৫ সিসির মধ্যে মাস্কুলার ডিজাইন, আধুনিক প্রযুক্তি, সন্তোষজনক পারফরমেন্স বাইকটিকে আরও বেশি চাহিদা সম্পন্ন করেছে। এখনও হিরো গ্লামার বাইকের ব্যাপক চাহিদা রয়েছে। সব কিছু বিষয় পর্যালোচনা করে আমরা দেখতে পাই যে এপ্রিল মাসের সেরা ১০টি বাইকের মধ্যে এই বাইকটি ৮ম স্থানে অবস্থান করছে।
৯। সুজুকি হায়াতে
সুজুকি হায়াতে হচ্ছে বাংলাদেশের বাজারের চমৎকার ডিজাইন ও ভালো পারফরমেন্স সমৃদ্ধ একটি ১১০ সিসির কমিউটার বাইক। এর আরও রয়েছে ব্র্যান্ড ভ্যালু, অসাধারণ মাইলেজ ও প্রয়োজনীয় সকল ফিচারস। যারা কমিউটার বাইক বেশি পছন্দ করে তারা এই বাইকটি কিনতে চান। সুজুকি হায়াতে এপ্রিল মাসের সেরা ১০টি বাইকের মধ্যে ৯ম অবস্থানে রয়েছে।
১০। হোন্ডা সিবি হরনেট ১৬০আর সিবিএস
আমরা ইতোমধ্যেই হোন্ডা সিবি হরনেট সিংগেল ডিস্ক নিয়ে উপরের অংশে আলোচনা করেছি। কিছু দিন পর সিবিএস ভার্সন বাজারে লঞ্চ করে। উন্নত ব্রেকিং সিস্টেমের জন্য গ্রাহকদেরা এই বাইকে আরও ভালো কন্ট্রোল পাবেন । বর্তমানে চাহিদা, বিক্রি ও সার্চ রেকর্ডের উপর ভিত্তি করে এপ্রিল মাসের সেরা ১০ টি বাইকের মধ্যে এটি ১০ম স্থানে অবস্থান করছে।