Yamaha Banner
Search

টপ ১০ বাইক মে ২০১৯

2019-06-02

টপ ১০ বাইক মে ২০১৯


Top-10-Bikes-May-2019

আবারও আমরা টিম মোটরসাইকেল ভ্যালি আপনাদের জন্য নিয়ে এসেছিমে মাসের শীর্ষ ১০ টিমোটরসাইকেলের তালিকা। গত কয়েক মাস ধরে আমরা শীর্ষ বাইকের তালিকা আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু এইবার আমাদের তালিকায় বাইক ব্যবহারকারী এবং সরবরাহকারী কম্পানিগুলোর জন্য রয়েছে নতুন কিছু। বর্তমানে নিত্য নতুন বাইক স্থানীয় বাজারে দেখা যাচ্ছে এবং যার ধারা এখনো চলমান। চলছে ক্রেতাদের অনুসন্ধান এবং বিক্রেতা ও শোরুম মালিকদের বিক্রয় প্রচেষ্টা। যে কারণে দৈনন্দিন ভিত্তিতে এই মোটরসাইকেলগুলোর রেটিং এবং অবস্থান পরিবর্তনও হচ্ছে।

আমাদের টিম সবসময় চেষ্টা করে থাকে বেশকিছু বিষয়ের আদলে চলতি মাসের শীর্ষ ১০ টি বাইকের তালিকা তৈরি করার। সেই বিষয়গুলোর মধ্যে থাকে ব্যবহারকারীদের অনুসন্ধানের রেকর্ড, বাজারে আসার পরে বাইকের অবস্থান, ব্যাবহারকারীর নিজস্ব মতামত, বিক্রয় রেকর্ড, সামগ্রিক চাহিদা এবং টিম মোটরসাইকেল ভ্যালির মতামত। এবারের তালিকাটি আরো উন্নতর এবং তথ্যবহুল করার উদ্দেশ্যে আমরা শেষ তিন মাসের বাইকের অনুসন্ধানের পরিমাণ এবং ব্যবহারকারীর রেটিংগুলি দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রস্তুত করা তালিকাটি বিস্তারিত তথ্যসহ নিম্নে দেয়া হলো।


01.Top-10-Bikes-May-2019

১। বাজাজ ডিস্কোভার ১২৫
ডিস্কোভার সিরিজের পুরানো ক্ষমতা, একই ধরনের পার্ফরমেন্স, আধুনিক ফিচারসম্মিলিত এই বাইকটি ডিস্কোভার সিরিজের সর্বশেষ এবং আধুনিক সৃষ্টি। নতুন প্রজন্মের কাছে সমসময় আপগ্রেড ফিচার গ্রহনযগ্য। আর এই বিষয়টি মাথায় রেখেই বাজাজ তাদের নতুন মডেলটি বাজের নিয়ে আসে। ডিস্কোভার ১২৫ বাইকের জনপ্রিয়তা সম্পর্কে কোন সন্দেহ নেই। আমরা যদি গত তিন মাসে বাইকটির অনুসন্ধানের রেকর্ড দেখি তবে আমরা দেখব যে এই মোটরসাইকেলটি প্রতিনিয়তই শীর্ষে থাকার দিকে এগিয়ে চলেছে, এমনকি গত মাসেও এই মোটরসাইকেলটি তৃতীয় অবস্থানে ছিল কিন্তু এই মাসের বিক্রয়ের পরিমাণের উপর ভিত্তি করে, ব্যবহারকারীরা অনুসন্ধান এবং ব্যবাওহারকারীদের রেটিং অনুযায়ী এর অবস্থান এখন তালিকায় শীর্ষে।


02.Top-10-Bikes-May-2019

২। বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক
আমরা সবাই জানি যে এই মোটরসাইকেলটি বাজাজ পালসার ১৫০ এর আপগ্রেড মডেল। নতুন গ্রাফিক্স, নতুন ফিচার, এবং বেশ কয়েকটি পরিবর্তন এই মোটরসাইকেলটিকে আরো আকর্ষনীয় করে তুলেছে। মোটরসাইকেল প্রেমিরা নিয়মিতভাবে এই মোটরসাইকেলটি আমাদের ওয়েবসাইটসহ অন্যান্য জায়গাতে অনুসন্ধান করছেন যার ফলে চাহিদা দিনে দিনে বাড়ছে। মার্চ মাসে এই মোটরসাইকেলটির খুব ভাল অনুসন্ধানের রেকর্ড এবং বিক্রয় পরিমান ছিল। এপ্রিল মাসে যা একটু কমে যায় এবং সেই কারণে এই মোটরসাইকেলটি ৫ম অবস্থানে নেমে আসে ৪র্থ থেকে, কিন্তু এই সময়ের সব রেকর্ড বলেছে যে এই মোটরসাইকেলটি মে মাসের দশটি শীর্ষ বাইকের মধ্যে দ্বিতীয় স্থান অধিকারী।


03.Top-10-Bikes-May-2019

৩। ইয়ামাহা এফজেড-এস এফআই ভার্সন ৩
এই মোটরসাইকেলটির জনপ্রিয়তা এবং চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বর্তমান সময়ে সকলের মুখেই শোনা যাচ্ছে এই মোটরসাইকেলের কথা। ইয়ামাহা এফজেড-এস এফআই ভি৩ হচ্ছে ব্যাবহারকারীদের জন্য ইয়ামাহা থেকে পাওয়া সর্বশেষ উপহার। বোল্ডার ডিজাইন, নতুন ম্যাট রং, আপগ্রেড ব্রেকিং, সর্বশেষ প্রযুক্তি সব মিলিয়ে মোটরসাইকেলটি হয়ে উঠেছে জনপ্রিয়। মানুষ শুধুমাত্র এই মোটরসাইকেলটি সম্পর্কে কথা বলছেনা বরং কেনার জন্য হয়ে উঠছে আগ্রহী। মার্চ মাসে এই মোটরসাইকেলটি আমাদের তালিকায় শেষ স্থানে দেখা গেছিলো তার কারন সেই সময়েই এই বাইকটি বাজারে আসে। এছাড়াও এই মোটরসাইকেলটির পারফরম্যান্স বা ফিচার সম্পর্কে সম্পূর্ণ জানা ছিল না কাররই। কয়েকদিন পর এপ্রিলের তালিকায় বাইকটি ৬ষ্ঠ স্থানে চলে আসে ক্রেতাদের অনুসন্ধানের ভিত্তিতে, বিক্রি পরিমান, আমাদের মতামত এবং ব্যবহারকারীদের মতামতের উপরভিত্তি করে। বর্তমানে সকল রেকর্ড অনযায়ী মোটরসাইকেলটি এই মাসের শীর্ষ দশ বাইকের তালিকায় তৃতীয় অবস্থানে।


04.Top-10-Bikes-May-2019

৪। হিরো গ্ল্যামার
৮ম থেকে ৪র্থ, গত মাসের তূলনায় এইমাসে বাইকটির স্থানের পরিবর্তন দেখে আমাদের মানতেই হবে এখনও বাইকটি যথেষ্ট জনপ্রিয়। গত মাসে এই মোটরসাইকেলটি ৮ম স্থানে ছিল কিন্তু এখন, অনুসন্ধানের ফলাফল, বিক্রয় পরিমান, ব্যবহারকারীদের মতামত, টিম মোটরসাইকেল ভ্যালির মতামত সব কিছু মিলিয়ে বাইকটি সফলভাবে ৪ টি ধাপ কমিয়ে আমাদের তালিকার চতুর্থ বাইক হয়ে ওঠে। একটি প্রচলিত কথা রয়েছে, পুরাতন পণ্য স্বর্ণ সমতুল্য এবং এই জন্য প্রায় বিগত এক দশক ধরেই হিরো গ্ল্যামার সেটা প্রমাণ করছে। এখনও মানুষ এই বাইকটি কিনতে পরামর্শ দিয়ে থাকেন। আর তাই আমরা যে সমস্ত উপাদান ব্যবহার করে থাকি তালিকা তৈরির জন্য সব কিছুর উপর ভিত্তি করে মোটরসাইকেলটি ৪র্থ স্থান অর্জন করেছে।


05.Top-10-Bikes-May-2019

৫। বাজাজ পালসার ১৫০
গত দুই মাস ধরে এই মোটরসাইকেলটি তালিকায় শীর্ষে ছিল কিন্তু বর্তমানে বাজাজের তৈরি অন্য আরেকটি বাইক তার স্থান দখল করে। বাজারে বিদ্যমান নতুন মোটরসাইকেল এবং সেগুলোর ভালো পার্ফরমেন্স এর জন্য ধীরে ধীরে এই জনপ্রিয় মোটরসাইকেলটির বিক্রয়ের পরিমাণ এবং অনুসন্ধানের রেকর্ডগুলি কমে গেছে। কিন্তু এখনও ব্যবহারকারীরা এই মেশিনটিকে ভালোবাসে এবং এটির ব্যবহারকারীদের ভাল সংখ্যাও রয়েছে। তাই এই মোটরসাইকেলটি ব্যবহারকারীদের অনুসন্ধান, বিক্রিরেকর্ড, সামগ্রিক চাহিদা এবং টিম মোটরসাইকেল ভ্যালির মতামত অনু্যায়ী এই মাসের জন্য তালিকায় ৫ম স্থানে।



06.Top-10-Bikes-May-2019

৬। টিভিএস আপাচি আরটিআর ১৬০ ৪ভি
শুধুমাত্র বাজাজ পালসারই নয় আপাচি আরটিআর ৪ভিও হারিয়েছে তার অবস্থান। খুব বেশি সময় হয়নি বাইকটি স্থানীয় বাজারে এসেছে তবে অন্যান্য নতুন বাইক বাজারে আসার ফলে এই বাইকটির যে অন্যরকম একটী উন্মাদনা ছিল তা হ্রাস পাচ্ছে। কিন্তু এখনও এই মোটরসাইকেলটি ব্যবহারকারীদের পছন্দ তালিকায় থাকতে সক্ষম। আরটিআর সিরিজের নতুন ডিজাইন, নতুন প্রযুক্তি, স্মার্ট রঙের সমন্বয় এবং পুরানো রেসিং ডিএনএতে এখনও আকর্ষণ ধরে রাখার ক্ষমতা রয়েছে। মার্চ মাসে এটি তৃতীয় স্থানে দেখা গিয়েছিল যা এপ্রিলে এসে দ্বিতীয় স্থানে চলে আসে। কিন্তু বর্তমানের সকল রেকর্ড অনযায়ী এটি আমাদের তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে।


07.Top-10-Bikes-May-2019

৭। হোন্ডা সিবি হর্ণেট ১৬০আর এসডি
আমাদের স্থানীয় বাজারে সিবি হর্নেটের প্রচুর সংখ্যক ক্রেতা রয়েছে এবং জনপ্রিয়তা কখনও সেইভাবে হ্রাস পায় না। আকর্ষণীয় এবং পেশীবহুল ডিজাইন, বিশেষত পিছনের এক্স ল্যাম্প ডিজাইনটি, শক্তিশালী ইঞ্জিনের পারফরম্যান্সের সব মিলিয়ে মোটরসাইকেলটি সত্যিই প্রচলিতো। কয়েক মাস আগেও এই মোটরসাইকেলটি 6ষ্ঠ স্থানে অবস্থান করছিল তবে আধুনিক প্রবণতা এবং নতুন প্রতিযোগীদের আগমনের কারণে এই মোটরসাইকেলটি এক স্থান হারিয়েছে এবং এপ্রিল মাসে এটি ৭ম স্থানে চলে যায়। এখনও বিক্রিয়, ব্যবহারকারীদের ফিডব্যাক এবং আমাদের মতামত অনুযায়ী এটি ২০১৯ সালের মে মাসে আমাদের তালিকায় ৭ম স্থানেই রয়েছে।


08.Top-10-Bikes-May-2019

৮। সুজুকি হায়াতে
মার্চ মাসে এটি শীর্ষ দশ তালিকাভুক্ত ছিলনা, তারপর হঠাৎ এটি ৯ম এবং বর্তমানে ৮ম অবস্থানে চলে আসে। সুজুকি হায়াতে আমাদের স্থানীয় বাজারের মধ্যে একটি উন্নত মানের কমিউটার। এটির ব্র্যান্ডভ্যালু, ভাল মাইলেজ, এবং প্রয়োজনীয় সব বৈশিষ্ট্য মোটরসাইকেলটিকে করে তুলেছে আকর্ষনীয়। মানুষের অনুসন্ধান এবং বিক্রিয় রেকর্ড, ব্যবহারকারীদের প্রতিক্রিয়া এখনও ভাল, তাই আমরা এই মোটরসাইকেলটিকে ৮ম স্থানে স্থাপন করেছি যা এই মাসের জন্য উপযুক্ত।


09.Top-10-Bikes-May-2019

৯। বাজাজ ডিস্কোভার ১১০
সম্প্রতি এই মোটরসাইকেলটি তার আধুনিক বৈশিষ্ট্য এবং কর্মক্ষমতার জন্য জনপ্রিয় হচ্ছে। গত দুই মাসে এই মোটরসাইকেলটি তালিকার ভিতরে ছিল না তবে এই মাসের জন্য অনুসন্ধানের রেকর্ডের ভিত্তিতে, সেলস ভলিউম, ব্যবহারকারীর মতামত সব মিলিয়ে মোটরসাইকেলটিকেমে মাসের জন্য শীর্ষ দশ বাইকের তালিকার ৯মস্থানে থাকতে সক্ষম হয়েছে।


10.Top-10-Bikes-May-2019

১০। বাজাজ পালসার এনএস ১৬০
এটা বিশ্বাস করা খুব কঠিন কিন্তু আসলেই বাজাজ পালসার এনএস ১৬০ এই মাসের শীর্ষ ১০ বাইকের তালিকায় শেষ অবস্থানে চলে এসেছে। মার্চ মাসে এটি ৫ম স্থানে ছিল, তারপর চতুর্থ অবস্থানে উঠে আসে এপ্রিল মাসে তবে এই মাসের সেলস ভলিউম, অনুসন্ধানের ফলাফলগুলি হ্রাস পায়। এই বাইকটির পুরোনো জনপ্রিয়তা এবং ব্যবহারকারীদের মতামতের ফলে বাইকটি তালিকার শেষ স্থানটি দখল করতে সক্ষম হয়েছে।

Bike News

GPX Bike Price in Bangladesh December 2024
2024-12-29

Among the premium sports bike brands, one of the best motorcycle brands in Bangladesh is the Thai motorcycle brand GPX. Needle...

English Bangla
Lifan Bike Price in Bangladesh December 2024
2024-12-23

Lifan Motorcycle is a well-known name in the sports bike market in Bangladesh, basically for providing amazing bikes within a ...

English Bangla
Bajaj Bike Price in Bangladesh December 2024
2024-12-22

Bajaj Motorcycles have taken a firm place in the minds of bike lovers in Bangladesh mainly due to its excellent combination of...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh December 2024
2024-12-21

Yamaha is the top brand in the premium bike market of Bangladesh because Yamaha is popular even among the root level bike love...

English Bangla
CFMoto Bike Prices in Bangladesh December 2024
2024-12-19

Very recently, CFMoto, one of the most famous motorcycle brands in China, was launched in Bangladesh, which is known all over ...

English Bangla
Filter