Yamaha Banner
Search

বাংলাদেশের সেরা ৫টি ১৬০সিসি বাইক

2021-08-07

বাংলাদেশের সেরা ৫টি ১৬০সিসি বাইক

1628323499_Top-160cc-bike-in-Bangladesh.jpg
আমাদের দেশে সিসি লিমিট ১৫০ থেকে ১৬০ সিসি তে বর্ধিত করার পরে অনেকগুলো কোম্পানি তাদের ১৬০ সিসির বাইক বাজারে নিয়ে আনতে সক্ষম হয়। যখন এই ১৬৫সিসি বর্ধিত করা হয় তখন আমাদের দেশে বাইক প্রেমিরা নতুন একটি স্বপ্ন দেখেছিল ১৬৫ সিসির বাইক নিয়ে। কারণ সিসি যত বর্ধিত করা হবে ততই বাইকের ফিচারস, ইঞ্জিন এবং প্রযুক্তি উন্নত হবে এবং গ্রাহকেরা নতুন স্বাদ গ্রহণ করতে পারবে। সেই লক্ষ্যে নামিদামি ব্র্যান্ডগুলো তাদের ১৬০ থেকে ১৬৫ সিসির বাইক বাংলাদেশে বাজারজাত করা শুরু করে ।

আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সাথে পূর্বে আলোচনা করেছিলাম সেরা ৫টি ১৬৫ সিসির বাইক নিয়ে। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেরা ১৬০ সিসির বাইক গুলো নিয়ে । যেগুলো আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং আমাদের ওয়েবসাইটে যারা এই বাইক গুলো নিয়ে ভালো মতামত দিয়েছেন তাদের মতামতের সাপেক্ষে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন ১৬০ সিসি বাইক আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়।

Bajaj Pulsar NS160

Bajaj-Pulsar-Ns-160-1628323620.jpg
১৬৫ সিসি লিমিট বর্ধিত করার পর ১৬০ সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশের বাজারে সর্বপ্রথম বাজাজ পালসার এনএস ১৬০ বাইকটি বাজারজাত করা হয়। উত্তরা মটরস লিমিটেড ১৬৫ সিসি অনুমতি হওয়ার সাথে সাথেই প্রস্তুতি নেয় ১৬০ সিসি বাইক সর্বপ্রথম বাজারে উন্মোচন করার এবং তারা এই ক্ষেত্রে ভালোভাবে সফলতা অর্জন করেছেন। বাজাজের কালজয়ী একটি সিরিজ হলো “পালসার” এবং এই পালসার কে তারা নতুনভাবে গ্রাহকদের সামনে তুলে ধরেছে। বাজাজ পালসার এনএস ১৬০ সিসি বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ১৬০.৩ সিসির ৪ স্ট্রোক, SOHC , ৪ ভাল্ভ, ওয়েল কুল্ড,ডিটিএসআই ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার ১৫.৫ পিএস @ ৮৫০০ আর পি এম এবং ম্যাক্স টর্ক ১৪.৬ এনএম @ ৬৫০০ আর পি এম তৈরি করতে সক্ষম। বাইকটির ডিজাইনও অনেক চমৎকার করা হয়েছে যা এক নজরে যে কারও ভালো লেগে যাবে। বাজাজ দাবি করে যে তাদের এই বাইক মাইলেজ দিবে লিটারে ৫০ কিমি প্রতি লিটার এবং আমাদের সাথে যারা রিভিউ শেয়ার করেছেন তারা গড়ে ৪২-৪৪ কিমি মাইলেজ পাচ্ছেন। Bajaj Pulsar NS১৬০ বাইকের দাম ১,৮৯,৫০০ টাকা। Bajaj Pulsar NS160 ABS বাইকের দাম ২,১৮,০০০ টাকা এবং Bajaj Pulsar NS160 Refresh বাইকের দাম ২,১৮,৯০০ টাকা। প্রায় ৩৯ জন্য সম্মানিত ইউজার রিভিউদাতা এই বাইকের ভালো মন্দ বিষয় এবং তাদের এই বাইক নিয়ে লং রাইড , শর্ট রাইড ইত্যাদি নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাদের মতামতগুলো পড়তে ক্লিক করুন - https://www.motorcyclevalley.com/user-ratings/bajaj-pulsar-ns১৬০/

Honda CB Hornet 160R SD

Honda-CB-Hornet-160R-SD-1628323726.jpg
বাজাজ পালসার এনএস ১৬০ বাইকটি বাজারে আসার পরে হোন্ডা বাংলাদেশের বাজারে নিয়ে আসে হোন্ডা সিবি হর্নেট ১৬০আর। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ১৬০ থেকে ১৬৫ সিসির বাইক দেখা যেত এবং সেগুলো মূলত আমাদের দেশের বাজারে বাজারজাত করা হয়েছে। বাজাজ পালসার এনএস ১৬০ এবং হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর বাইকের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয় এবং বলতে গেলে ১৬০ সিসির মধ্যে এই দুটি বাইক বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। হোন্ডা তাদের এই মাস্কুলার হর্নেট দিয়ে অনেকের মন জয় করেছে। বিশেষ করে হোন্ডা চেষ্টা করেছে যে কম দামের মধ্যে ভালো মানের ফিচারস বাইকের সাথে সরবরাহ করা যার কারণে বাজাজ এবং হোন্ডার মধ্যে ১৬০ সিসি নিয়ে ভালোই প্রতিযোগিতা দেখা যায়। হোন্ডা সিবি হর্নেট বাইকের রয়েছে মাসকুলার ডিজাইন, শক্তিশালী ১৬০ সিসি এয়ারকুল্ড ইঞ্জিন, ভালো ব্রেকিং ইত্যাদি। বলতে গেলে হোন্ডা ১৬০ সিসির মধ্যে গ্রাহকদের নতুন অনুভূতি দেওয়ার জন্য হর্নেট বাজারে নিয়ে এসেছিল। স্পেশাল ফিচারস এর মধ্যে ছিল সম্পূর্ণ ডিজিটাল মিটার, এক্স শেপের আকর্ষণীয় টেল ল্যাম্প, মোটা টায়ার, ৫ স্পক বিশিষ্ট স্প্লিট এলয় হুইল। হোন্ডা দাবি করে যে তাদের এই বাইক থেকে মাইলেজ পাওয়া যাবে ৫০ কিমি প্রতি লিটার এবং আমাদের ইউজার রিভিউদাতারা পেয়েছেন ৪০-৪৫ কিমি প্রতি লিটার গড়ে। বাইকের চাহিদা, সহনীয় দাম, ব্র্যান্ড ভ্যালু ইত্যাদি বিবেচনা করে হোন্ডা হর্নেট সেরা ১৬০ সিসি বাইকের তালিকায় উঠে এসেছে।

Honda CB Hornet ১৬০ R SD বাইকের দাম ১,৬৯,৮০০ টাকা। Honda CB Hornet 160R Deluxe CBS বাইকের দাম ১,৮৯,৯০০ টাকা এবং Honda CB Hornet 160R Deluxe ABS বাইকের দাম ২,৫৫,০০০ টাকা। আমাদের সাথে প্রায়২৯ জন সম্মানিত গ্রাহক তাদের মতামত শেয়ার করেছেন এবং কম বেশি সবাই এই বাইকটি ভালো দিক যেমন পছন্দ করেছেন এবং খারাপদিকও তুলে ধরেছেন।

চলুন তারা কি বলেছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক। লিংক - https://www.motorcyclevalley.com/user-ratings/honda-cb-hornet/

TVS Apache RTR 160 4V

TVS-Apache-RTR-160-4V-1628323930.jpg
১৬০ সিসির মধ্যে বেশ আলোড়ন সৃষ্টিকারী একটি বাইক হল টিভিএস অ্যাপাচি আরটিআর ৪ভি। বাজারে যখন ১৬০সিসি নিয়ে অন্যান্যদের মধ্যে প্রতিযোগিতা চলছিল ঠিক সেই সময়ে টিভিএস হাজির করে তাদের নতুন এই বাইক টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি।৪ভি মানে হল তারা এই ইঞ্জিনে ৪টি ভালভ বিশিষ্ট ইঞ্জিন ব্যবহার করেছে। আমরা বাজাজ পালসার এনএস ১৬০ বাইকেও ৪টি ভালভ বিশিষ্ট ইঞ্জিন লক্ষ্য করেছি কিন্তু টিভিএস এই বাইকটি ৪ভি নাম দিয়েছে কারণ টিভিএস এপ্যাচি আরটিআর এর ইঞ্জিন শক্তির দিক থেকে তারা অনেক জনপ্রিয় এবং ৪ভি নামকরণ করার কারণে গ্রাহকদের মাঝে ইঞ্জিন এর প্রতি আকর্ষণ অনেকটাই বেড়ে গেছে। এপ্যাচি ১৫০ সিসি বাইকের মধ্যে যে সকল সমস্যা ছিলো সেগুলো সম্পুর্ন দূরে করে নতুন ধারণা নিয়ে বাজারে নিয়ে আসে এই এপ্যাচি আরটিআর ৪ভি। বাংলাদেশের বাজারে প্রিমিয়াম বাইকের সাথে স্পীডের দিক দিয়ে লড়াই করতে সক্ষম এই ৪ভি বাইক কারণ টিভিএস এই বাইকের সাথে অত্যাধুনিক ও শক্তিশালী ইঞ্জিন সরবরাহ করেছে। ইঞ্জিনে তারা ব্যবহার করেছে ১৫৯.৭ সিসির সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, ওয়েল কুল্ড, ৪ ভালভ ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ১৬.৫ পিএস এবং ম্যাক্স টর্ক ১৪.৮ এনএম উৎপন্ন করতে সক্ষম। বর্তমানে এই বাইকের আরও আধুনিক ভ্যারিয়েন্ট বাজারে এসেছে এবং পূর্বের মডেলের থেকে এই বর্তমান মডেলে চাহিদা বেশি পরিলক্ষিত হচ্ছে। এবিএস, স্মার্ট কানেকশান সহ বিভিন্ন অত্যাধুনিক সব প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই বাইকটি গ্রাহকদের মতামত ও আমাদের রিসার্চের ভিত্তিতে সেরা ১৬০ সিসি বাইকের তালিকায় এসেছে। TVS Apache RTR ১৬০ 4V SD বাইকের দাম ১,৮৬,৯০০ টাকা।

TVS Apache RTR 160 4V SMARTXCONNECT DD বাইকের দাম ১,৯৬,৯০০ টাকা। TVS Apache RTR 160 4V SMARTXCONNECT SD ১,৮৬,৯০০ টাকা এবং TVS Apache RTR 4V ABS বাইকের দাম ২,০৭,৯০০ টাকা। টিভিএস এপ্যাচি আরটিআর ১৬০ ৪ভি বাইক নিয়ে যারা আমাদের সাথে মতামত শেয়ার করেছেন তাদের লিংক -
https://www.motorcyclevalley.com/user-ratings/tvs-apache-rtr-১৬০ -4v-smartxconnect-sd/

Hero Thriller 160R Fi ABS DD

Hero-Thriller-160R-Fi-ABS-DD-1628324019.jpg
হিরো বাংলাদেশের শীর্ষস্থানীয় মোটরসাইকেল কোম্পানিগুলোর মধ্যে একটি। তারা ১৫০ সিসি বাইকের মধ্যে অনেকদিন যাবত সীমাবদ্ধ ছিল। বাজারে যখন ১৬০ সিসির বাইক তুমুল প্রতিযোগিতা করছে তখন হিরো তাদের ১৫০ সিসি দিয়েই সেই সকল বাইকের সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে এবং তারা সফলকাম হয়েছে। এরপরে বাংলাদেশি বাইকারদের নতুন কিছু দিতে হিরো সম্পূর্ণ নতুন আঙ্গিকে বাজারে নিয়ে আসে হিরো থ্রিলার ১৬০ আর এফআই এবিএস বাইক। এ বাইকটির মধ্যে ডিজাইনের থেকেও সবচেয়ে বেশি আকর্ষনীয় বিষয় হচ্ছে এর টেকনিক্যাল ফিচারস যা একজন রাইডারকে প্রিমিয়াম রাইডিং অনুভূতি দিতে সক্ষম। স্পেশল ফিচারস হিসেবে রয়েছে নেকেড স্পোর্টস, এডভান্সডফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, সম্পূর্ণ এলইডি লাইট সেটআপ ,সেভেন স্টেপ এডজাস্টেবলমনো-শক রেয়ার সাসপেনশন , স্পোর্টি এক্সহষ্ট , এবিএস ব্রেক, ১২ লিটার ফুয়েল ট্যাঙ্ক। ইঞ্জিনে এই নেকেড বাইকে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার, ফোর-স্ট্রোক, এয়ার কুলড, ২ ভালভ ওএইচসি ১৬৩ সিসি এফআই ইঞ্জিন দ্বারা তৈরী।বাইকের পাওয়ার আউটপুটটি খুব আকর্ষনীয়, কারণ বাইকটিতে রয়েছে১১.২ কিলোওয়াট (১৫ বিএইচপি) ম্যাক্স পাওয়ার @৮৫০০ আরপিএম এবং ৬৫০০ আরপিএম এ ১৪ এনএম ম্যাক্স টর্ক।দাবি করে, এই ইঞ্জিনটি মাত্র৪.৭ সেকেন্ডের মধ্যে ০-৬০ কিমি প্রতি ঘন্টা পৌঁছতে পারে। এই বাইকের টপ স্পীড প্রায় ১৩০ কিমি / ঘন্টা হবে । বাইকটি তার ফিচারস , ডিজাইন ইত্যাদি দিক থেকে গ্রাহকদের মতামত ও আমাদের রিসার্চের ভিত্তিতে সেরা ১৬০ সিসি বাইকের তালিকায় উঠে এসেছে। Hero Thriller 160R Fi ABS DD বাইকের দাম ১,৯৯,৯০০ টাকা এবং Hero Thriller 160R Fi ABS SD বাইকের দাম ১,৮৯,৯০০ টাকা। এবাইক নিয়ে আমাদের সাথে যারা মতামত শেয়ার করেছেন তাদের লিংক- https://www.motorcyclevalley.com/user-ratings/hero-thriller-১৬০ r-fi-abs-dd/

Haojue DR 160

Haojue-DR-160-1628324103.jpg
২১ শে আগস্ট, চীনে অনুষ্ঠিত আন্তজার্তিক মোটরসাইকেল ইন্ডাস্ট্রি এক্সপো সাইট প্রোগ্রামে হাউজুয়ে তাদের ১৬০ সিসি সেগমেন্টে ডিআর ১৬০এস বাইকটি সংযুক্ত করে। হাউজুয়ে ডিআর ১৬০ বাইকে পাওয়ার এবং বৈশিষ্ট্য দিক দিয়ে জাপানিজ সহ অন্যান্য ব্র্যান্ডগুলোর থেকে কোন অংশেই কম নেই । ১৬০ সিসির মধ্যে হাউজুয়ে ব্রান্ডের প্রথম বাইক এই হাউজুয়ে ১৬০আর। স্পেশাল ফিচারস হিসেবে আছে ইনভার্টেড ফ্রন্ট শক এবং সেন্ট্রাল শক এবজরবশন, সম্পূর্ণ, বাইকের এলিডি লাইটের ছোঁয়া রয়েছে, এইচযেআইএস যা চুরি রোধ করবে, সামনে এবং পেছনে সিবিএস ব্রেকিং । ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে এয়ার কুল্ড, সিংগেল সিলিন্ডার ইঞ্জিন । এই ইঞ্জিনের সর্বচ্চো শক্তি হচ্ছে ১১ কিলোওয়াট@৮০০০ আরপিএম এবং সর্বচ্চো টর্ক হচ্ছে ১৪ এনএম @ ৬৫০০ আরপিএম এবং ইঞ্জিনের কম্প্রেশান রেশিও হচ্ছে ৯:৬৫:১। ইএফআই প্রযুক্তির কারণে ইঞ্জিনের পারফরমেন্স, মাইলেজ এবং শক্তি অনেক স্মুথ হবে বলে ধারনা করা হয়। এই বাইকটির ডিজাইন ও ফিচারস অনেক অনেকেই সুনাম করেছেন এবং হাউজুয়ে চেষ্টা করেছে তাদের এই ডিআর ১৬০ বাইকের সাথে অত্যাধুনিক সব কিছু যুক্ত করার।

Haojue DR 160 বাইকের দাম ১,৯৯,৫০০ টাকা। এই বাইক নিয়ে ব্যবহারকারীর মতামত পড়তে লিংকে ক্লিক করুন- https://www.motorcyclevalley.com/user-ratings/haojue-dr১৬০/

সেরা ১৬০ সিসির বাইক আমরা আমাদের ইউজারদের তথ্য এবং আমাদের টিম মোটরসাইকেলের রিসার্চের তথ্য একত্রে করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আমরা সক্ষম হয়েছি আপনাদের সামনে সেরা ১৬০ সিসি বাইক তুলে ধরার এবং এটি আপনাদের অনেক উপকারে আসবে। প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গেই থাকুন।

ঘরে থাকুন, সুস্থ থাকুন।

Bike News

Lifan Bike Price in Bangladesh March 2025
2025-03-20

Lifan is one of the best motorcycle brands in the Bangladeshi motorcycle market, whose reputation is heard by bike lovers of a...

English Bangla
Suzuki Bike Price in Bangladesh March 2025
2025-03-18

Suzuki is a leading and very popular Japanese motorcycle brand in the motorcycle market of Bangladesh. As because, most of their p...

English Bangla
Lifan giving flash sale on the occasion of Eid
2025-03-16

Lifan is a very familiar name to the diverse bike lovers of Bangladesh, each of whose bikes is attractive to bike lovers, whic...

English Bangla
3 best commuter bikes of Honda
2025-03-12

Honda is a globally renowned automobile and motorcycle brand that is recognized for its innovation, reliability, and performan...

English Bangla
Bajaj Bike Price in Bangladesh March 2025
2025-03-11

Bajaj is a well-known motorcycle brand among all levels of bike lovers in Bangladesh, whose reputation and quality are nothing...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter