মোটরসাইকেল নিয়ে ট্যুর দিতে কে না ভালোবাসে। বর্তমানে বাংলাদেশে তরুনদের মধ্যে লং ট্যুর দেওয়ার প্রবনতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আর এই ট্যুর দেওয়ার জন্য বিশেষ ধরনের বাইকের প্রয়োজন হয়। এসব বাইক অ্যাডভেঞ্চার বা ট্যুরিং বাইক নামে পরিচিত। বাংলাদেশে ট্যুরিং বাইক নেই বললেই চলে। তবে কিছু বাইক আছে যেগুলো ট্যুরিং বাইকের পর্যায়ে পরে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ৩টি ট্যুরিং বাইক সম্পর্কে।
Lifan KPT 150: 2,60,000.00 Tk
চাইনিজ ব্র্যান্ড Lifan এর Lifan KPT 150 বাইকটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ট্যুরিং বাইক। এই বাইকটি 150 সিসির ইঞ্জিন দ্বারা চালিত যার সর্বোচ্চ শক্তি 14.8 Bhp @ 8500 rpm এবং এর সর্বোচ্চ টর্ক হল 14 Nm @ 6500 rpm। যার কারনে এর ইঞ্জিন অনেক শক্তিশালী। এই বাইকটিতে সব ধরনের রাস্তায় চলার জন্য রয়েছে উপযুক্ত টায়ার। এই বাইকটি থেকে 45 kmpl মাইলেজ পাওয়া যায়। ট্যুরিং প্রেমীদের মধ্যে দারুণ জনপ্রিয় এই মোটরসাইকেল। এতে রয়েছে ৬ স্পিড গিয়ার বক্স, এলইডি হেডল্যাম্প সেটআপ এবং সাথে রয়েছে ওয়াইন্ডশিল্ড। বাংলাদেশের রিয়েল ট্যুরারদের পছন্দের শীর্ষে রয়েছে এই বাইকটি। এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Link-
https://www.motorcyclevalley.com/overview/lifan-kpt-150/#398
Zontes ZT155 U1: 3,79,000.00 Tk
এই বাইকটি মূলত এ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক। নতুন প্রযুক্তির ব্যাবহারের সাথে এগ্রেসিভ ডিজাইন এই বাইকটির মূল আকর্ষন। ডুয়াল প্রজেকশন এলইডি হেডলাইট রয়েছে এই বাইকটিতে, যা টুইন ডিআরএল সেটআপ দিয়ে সজ্জিত। চার স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ১৫৫ সিসির এই বাইকটির ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার 18.8Bhp @ 9250 rpm এবং ম্যাক্স টর্ক 16 Nm @ 7500rpm যা অত্যন্ত শক্তিশালী। রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। এছাড়াও দীর্ঘ যাত্রার প্রায় সবরকম সুবিধা দেয়া হয়েছে এই বাইকটিতে। যেমন ইগনিশন লক অফ/ অন, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপ ওপেনিং, পিলিয়ন সিট আনলকের মতো বডির বেশ কিছু অংশ চাবিহীন, যা এই বাইকটিকে প্রযুক্তিগতভাবে উন্নত মোটরসাইকেল হিসাবে চিহ্নিত করে। ডুয়াল পারপাস এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Link-
https://www.motorcyclevalley.com/overview/zontes-zt155-u1/#919
Aprilia Terra 150: 2,50,000.00 Tk
আমাদের দেশে কমিউটার এবং নেকেড স্পোর্টস বাইকের চাহিদা সব থেকে বেশি লক্ষ্য করা যায়। স্পোর্টস বাইকের পরিমান তুলনামূলক কম হলেও ডুয়াল পারপাস বাইক আমাদের দেশে নেই বল্লেই চলে। আজ আমরা পরিচয় করিয়ে দিব ডুয়াল পারপাস বাইকের সাথে। ডুয়াল পারপাস বাইকগুলো দুই ধরনের রাস্তায় চলার উপযোগী হয়ে থাকে। সম্প্রতি ইতালিয়ান ব্র্যান্ড এপরিলিয়া বাংলাদেশে লঞ্চ করেছে এমনি একটি বাইক Aprilia Terra 150। এতে রয়েছে আপ রাইজড হ্যান্ডেল বার, লার্জ সিটিং পজিশন, এক্সটেন্ডেট ফ্রন্ট ফেল্ডার, আপার মাউন্ট এক্সহস্ট এবং লাগেজ ক্যারিয়ার যা একটি ট্যুরিং বাইকের বৈশিষ্ট। ট্যুরিং বাইকের জন্য প্রয়োজন একটি শক্তিশালী ইঞ্জিন, ১৫০সিসির এই বাইকে রয়েছে ৪স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ডিওএইচএস ইঞ্জিন যার ম্যাক্স পাওয়ার 18 hp@ 9750 rpm এবং ম্যাক্স টর্ক 14 NM @ 7500 rpm যা অত্যন্ত শক্তিশালী। এই ট্যুরিং বাইক সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Link-
https://www.motorcyclevalley.com/overview/aprilia-terra-150/#885